আমাদের শরীরের মধ্যে প্রতিনিয়ত যে উপাদানটির অবাধ বিচরণ সেটি হলো রক্ত যার ইংরেজি প্রতিশব্দ Blood.
Half of the blood volume is composed of;
- Red Blood Corpuscle/Cell
- White Bood Corpuscle/Cell
- Plateletes
আজ চলুন জেনে আসি এই Red Blood Corpuscle/Cell (RBC) সম্পর্কে কিছু কথা
• RBC is one of the formed elements of blood.
• Another name of RBC is “Erythrocytes ”
• Life span- 120 days
Normal count:-
• Adult male: 5.2 (+- 0.3)million/cu mm of blood
• Adult female: 4.7 (+- 0.3)million/cu mm of blood
• Infant: 6-7 million/cu mm of blood
RBC র Normal Count বলার সময় অবশ্যই million per cubic millimeter বলতে হবে
RBC এর বিশেষত্ব গুলি কি কি?
• Nucleus & Mitochondria এর অনুপস্থিতি।
• DNA & RNA এর অনুপস্থিতি। (Protein synthesis অসম্ভব)
• Biconcave আকৃতির & হিমোগ্লোবিন এর উপস্থিতি.
Biconcave আকৃতির importance কি?
• Cell membrane এর tension না বাড়িয়ে cell এর আকৃতির পরিবর্তন করতে পারে।
• Hypotonic environment এ সর্বাধিক fluid ধারণ করতে পারে।
• সহজেই squeeze হতে পারে যখন এটি capillary দিয়ে অতিক্রম করে।
‘Hypotonic environment এ সর্বাধিক fluid ধারণ করতে পারে’ কথাটি বলতে কি বুঝি আমরা?
• Blood এর Density এর চেয়ে RBC এর cell এর ভিতরের density বেশি, প্রোটোপ্লাজম এর ঘনত্ব বেশি প্লাজমা এর চেয়ে, যার কারণে Fluid বাইরে থেকে cell এর ভেতরে যাবে, কিন্তু Biconcave shape এর জন্যে আরো ভালোভাবে Fluid ধরে রাখে।
নিউক্লিয়াস না থাকায় সুবিধা কি?
• Biconcave আকৃতি দেয়;
• হিমোগ্লোবিন কে আরো জায়গা দেয়।
এখানে আবার দুটি প্রশ্ন চলে আসে….
জীবনের পুরো সময়ের জন্য নিউক্লিয়াস অনুপস্থিত থাকে?
• প্রথমে nucleus থাকে কিন্তু ধীরে ধীরে dissolved হয়ে যায়।
RBC তে Nucleus ,Mitochondria and other organelles এর অনুপস্থিতি থাকলেও RBC কে কেন cell বলা হয়?
• শরীরের সর্বাধিক অভিযোজিত cell.
• নির্দিষ্ট life span আছে, যা ১২০ দিন।
• ১০০ এর ও অধিক enzymes নিজেদের মেটাবলিক কাজ চালিয়ে নিতে পারে।
• Micro dissection technique প্রমাণ করে যে cells nucleus ছাড়া বাাঁচতে পারে।
Mitochondria না থাকলে RBC কোথা থেকে energy পায়?
• HMP Shunt
• চলে আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে,
ছেলেদের RBC এর সংখ্যা বেশি কেন?
• ছেলেদের থাকে testosterone hormone. এ হরমোন RBC production কে stimulate করে। তাই RBC count ছেলেদের বেশী থাকে।
এবার তবে যাওয়া যাক R.B.C. এর Morphology তে,
• SHAPE: circular ,non nucleated ,bi concave disc.
• DIAMETER: 7.8 micrometers .
• THICKNESS: 2.5 micrometer at the periphery and 1 micrometer at the center .
• Volume: 90-95 cubic micrometers
• Haemoglobin(Hb): Each RBC contain 29 picogram / 34 gram haemoglobin per 100 ml of a cell .
এবার তবে জানা যাক কেন R.B.C. কে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলা হয় আমাদের দেহের, হ্যা এবার চলুন দেখে আসি R.B.C. এর Function সম্পর্কে,
• RBC আমাদের দেহের Lungs থেকে Tissues পর্যন্ত
oxygen বহন করে নিয়ে যায় এবং Carbondioxide কে নিয়ে আসে Tissues থেকে Lungs পর্যন্ত।
• RBC আমাদের দেহে Acid – Base এর সমতা বজায় রাখে Buffer হিসেবে কাজ করে।
• রক্তের Viscosity বজায় রাখতে সাহায্য করে RBC.
• RBC তার Special permeability of the membrane এর সাহায্যে intercellurar আয়নিক ভারসাম্য বজায় রাখে।
Erythropoiesis :
The process by which formation and maturation of RBC occurs by the means of erythropoietin is called erythropoiesis
Erythropoiesis কোথায় কোথায় হয়?
• Early weeks of embryonic life :Yolk sac.
• Middle trimester of gestation: মূলত liver এ ; এছাড়াও spleen and lymph node এ উৎপন্ন হয়।
• Gestation এর শেষ মাসে এবং জন্মের পর থেকে ২০ বছর পর্যন্ত :বিশেষ ভাবে bone marrow তে, ২০ বছর পর Membranous bones এর bone marrow তে এ যেমনঃ- vertebra,sternum,ribs,bones of the skull and pelvis and proximal portion of humerus and femur .
Amir Mahmud Pranto
MH SAMORITA HOSPITAL & MEDICAL COLLEGE
2017-2018