Blog

Where do our drugs come from?

কথায় বলে বাঙালি মুড়ির মতো paracetamol খায়। এভাবেই আমরা জ্বর, মাথাব্যথা থেকে শুরু করে কারণে-অকারণে ঔষধ বা drug ব্যবহার করি কিন্তু কখনও কি ভেবে দেখেছি এই drug গুলো কোথা থেকে আসে! এগুলোর উৎস বা source কি? তাহলে চলেন আজকে আমরা জেনে আসি drug এর source সম্পর্কে।

Source of Drugs:

Drug এর source বলতে সেই উৎসকে বুঝায় যেখান থেকে নিদিষ্ট drug-টি সংগ্রহ বা উৎপাদন করা হয়। Broad heading এ বলতে গেলে drug এর source ২টি-
A. Natural/ Organic
B. Synthetic/ Laboratory made

চলেন কিছুটা জানতে চেষ্টা করি এই sources গুলো সম্পর্কে-

প্রথমেই দেখি natural source-এ কি কি আছে? এদের গুরুত্বপূর্ণ criteria গুলো কি? এবং এদের উদাহরণ গুলো কি কি?

A. Natural source- 🎋
উদ্ভিদ, প্রাণী, মাইক্রোঅরগানিজম, সামুদ্রিক, খনিজ, ভৌগোলিক উৎসগুলো প্রাকৃতিক or natural source হিসেবে পরিচিত।
Natural source এর মধ্যে রয়েছে ৩টি subdivision-
a. Plant source
b. Animal source
c. Mineral source

তাহলে জেনে আসি এগুলোর criteria & example সম্পর্কে-

a. Plant source:🌿
উদ্ভিদ বা plant source হচ্ছে drug এর প্রাচীনতম উৎস। প্রাচীনকালের বেশিরভাগ ওষুধ উদ্ভিদ থেকে উদ্ভূত হয়েছিল। উদ্ভিদের প্রায় সব অংশই drug হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ পাতা, কান্ড, ছাল, ফল এবং শিকড়। আমরা জানি organic মানেই দেহের জন্য ভালো কিন্তু ভালো হলেও এর কিছু demerits আছে-
demerits: 1. Expensive বা ব্যয়বহুল
2. Produce less amount of drugs at a time অর্থাৎ স্বল্প পরিমাণে তৈরি হয়
3. Take much Time to Produce তথা সময় সাপেক্ষ

এই plant source এর নিম্নে উল্লেখিত কিছু
interesting প্রকারভেদ রয়েছে-
Types:
1. Alkaloids
2. Glycosides
3. Oil
4. Resin
5. Tannin

যাদের মধ্যে alkaloids and glycosides থেকে আসে কিছু গুরুত্বপূর্ণ drug. তাহলে এবার চলেন এদের সম্পর্কে জেনে আসি-

  1. Alkaloids: এখন প্রশ্ন আসে Alkaloids কি? উত্তর হল- এটি প্রাকৃতিকভাবে তৈরি হওয়া জৈব যৌগগুলোর একটি শ্রেণী যার বেশিরভাগ মৌলিক নাইট্রোজেন পরমাণু ধারণ করে। Definition বলতে গেলে- Alkaloids are defined as the basic nitrogenous compound of plant origin. So, alkaloids হওয়ার জন্য কিছু criteria fill up করতে হবে, যেগুলো হলো- Criteria:
    1. Plant source বা উদ্ভিদ থেকে আসে
    2. Nitrogen containing substance
    3. Soluble in organic solvent (মানে lipid soluble substance বা alcohol-এ দ্রবণীয় )
    4. Insoluble in inorganic solvent মানে হচ্ছে পানিতে অদ্রবণীয়
    5. Taste is bitter(Alkaline) বা তিক্ত স্বাদ বিশিষ্ট
      🎯N:B: Alkaloids usually have “ine” at the end of their name.

Alkaloids এর example গুলো হল-
e.g. Atropine 🎯(Plant: Atropa belladona),
morphine 🎯(Plant: Poppy plant/
Papaver somniferum), muscarinine,
nicotine 🎯(Tobacco leaves), caffeine
quinine 🎯(Plant: Cinchona bark), vinca alkaloids▶Anti cancer drug 🎯(Plant: Vinca rosea) etc.

  1. Glycosides: এটিও alkaloids এর মতোই একটি জৈব যৌগ যা sugar এর অণুতে একটি হাইড্রোক্সিল গ্রুপ প্রতিস্থাপন করে এবং অন্য যৌগ থেকে গঠিত একটি জৈব যৌগ। সুতরাং গাছপালা থেকে প্রাপ্ত অনেক ওষুধ এবং বিষই হলো এই glycosides। ঠিক alkaloids এর মতোই glycosides হওয়া জন্য কিছু criteria fill up করতে হয় যেগুলো হল- Criteria:
    1. Plant origin বা উদ্ভিদ থেকে সংnগ্রহ করা হয়
    2. Non-nitrogenous substance অর্থাৎ এটির structure -এ নাইট্রোজেন থাকে না
    3. Consist of sugar & non-sugar portion connected by glycosidic bond (-o-) অর্থাৎ এটি sugar আর non-sugar অংশ নিয়ে গঠিত যা -o- bond দিয়ে যুক্ত থাকে
    4. Soluble in organic solvent বা জৈব দ্রাবকে দ্রবণীয়
    5. Insoluble in inorganic solvent/ water বা অজৈব দ্রাবকে দ্রবণীয়
    6. Reaction is neutral or acidic

Criteria এর পরে এখন তাহলে উদাহরণ গুলো দেখে নেয়-
e.g. Cardiac glycosides: Digoxin,digitoxin etc.

🎯(N:B: Amino-glycosides are not glycosides)

  1. Animal source:🐎 Animal source বলতে বোঝায় drugs গুলো প্রাণীদেহ থেকে obtain করা হয়। এখন তাহলে criteria এবং example গুলো জেনে নেই। Criteria:
    1. Protein in nature
    2. May produce hypersensitivity কারণ এটি প্রাণীদেহ থেকে সংগ্রহ করা হয়।
    3. Must be kept in 4°c to prevent denaturation আর তাই এদের রয়েছে নিদিষ্ট expiry date.

অনেকগুলো গুরুত্বপূর্ণ drug আছে যা animal source থেকে প্রাপ্ত। e.g.
Heparin from beef lung,
Hormones- Insulin, thyroxin, steroids
Serum- for immunoglobulin
Vitamins- vit-A from cod fish
Vaccines, toxin, toxoids

🌱এখন অনেক সময় প্রশ্ন আসে Biological Block সম্পর্কে। আসুন জেনে নেই Biological Block সম্পর্ক।

Biological drug: The drug which are obtained from living source mostly from animals are called biological drugs.

  1. Mineral source: 🍚
    Minerals গুলো হচ্ছে অজৈব স্ফটিক/ crystal পদার্থ যা পৃথিবীতে প্রাকৃতিকভাবে পাওয়া যায়। এই minerals গুলোর পর্যাপ্ত মাত্রার অভাবজনিত রোগীরা এদের মাত্রা বাড়াতে নির্দিষ্ট minerals ভিত্তিক drug গ্রহণ করতে পারে।
    এখন আমরা দেখবো Mineral source থেকে আসা কিছু drugs এর নাম এবং তাদের ব্যবহার।

e.g. Mg, Al- antacid in PUD
FeSO4- in iron deficiency anemia
Iodine- in goiter
NaHCO3- in poisoning to stimulate vomiting
MgSO4/milk of magnesia-as purgatives

B. Sythetic source: 🔬
এক্ষেত্রে drugs গুলো প্রাকৃতিক উপাদানের পরিবর্তে মানবসৃষ্ট রাসায়নিক ব্যবহার করে তৈরি করা হয়। Synthetic source এর কিছু বিশেষ criteria-র জন্য এমন drug যা পূর্বে plant থেকে সংগ্রহ করা হতো, বর্তমানে laboratory-তে প্রস্তুত করা হয় এবং এই criteria গুলোর জন্যই এটি বর্তমানে drug production এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য source হিসেবে পরিচিত-

Criteria:
1. Easily available তথা সহজপ্রাপ্য
2. Cheap & cost effective বা এককথায় সাশ্রয়ী
3. Large number of drug can be produced at a time অর্থাৎ একসাথে অধিক সংখ্যক ঔষধ তৈরি করা যায়
4. Quality can be controlled বা মান নিয়ন্ত্রণ করা সম্ভব

Synthetic drug গুলোর কিছু example হচ্ছে-
e.g. Paracetamol, metronidazole, aspirin, omeprazole etc

আজ এতটুকুই। পরবর্তীতে আবারও হাজির হবো নতুন কিছু নিয়ে। ততদিন পর্যন্ত-
“Stay home
Stay safe”

Written by-
Omaima Akter Maria
Ad-din Women’s Medical College
Session: 2016-2017

Leave a Reply