Blog

Disease series 3: Vomiting এ Paradoxical aciduria কেন হয়?

ফাইনাল প্রফে একটা প্রশ্ন ধরে, what is paradoxical aciduria? আসুন, আজকে এটি নিয়ে আলোচনা করি।

ধরুন, আপনি সামাদ মামার দোকান থেকে ভরপেট চটপটি ও ফুসকা খেলেন। কিন্তু ওয়াসার সুপেয় পানি এবং তেতুলের সমন্বয়ে বানানো টক পানি আপনার পেট সহ্য করতে পারলো না। বাসায় এসে শুরু করলেন vomiting কি হবে তখন?

শরীর থেকে অনেক বেশি পানি আর HCl বের হয়ে যাবে। আপনার এই খারাপ অবস্থা দেখে আপনাকে বাচাতে আসবে আপনার ২জন প্রেমিকা!

একজন, ADH – এর কাজ হচ্ছে ঃ

  • Collecting tubule এবং Collecting duct থেকে পানি রক্তে নিয়ে আসা।

দ্বিতীয়জন, Aldosterone – এর কাজ হচ্ছে 

  • Sodium এবং পানিকে urine থেকে blood  এ পুন:শোষণ করা 
  •  Potassium  ও Hydrogen  আয়নকে লাথি দিয়ে blood থেকে urine এ বের করে দেওয়া।

এবার ভাবুন, এমনিতেই আপনার শরীরে Alkalosis মানে, আপনার blood এ Hydrogen আয়নের বড়ই অভাব। 

আপনার প্রিয় কিডনীর উচিত হাইড্রোজেন আয়নকে ভালোবেসে রক্তের মাঝে ধরে রাখা। 
অথচ, Hydrogen আয়নকে ধরে না রেখে না Aldosterone এর চাপাচাপিতে  Hydrogen কে blood থেকে urine এ বের করে দিচ্ছে। অর্থাৎ, আপনার urine দিয়ে Acid বের হয়ে যাচ্ছে আপনার blood  এ Acid কম থাকা সত্ত্বেও!

Aldosterone কেন এমন করে?

 এর কারণ হচ্ছে, সে  সবার আগে volume Replace করতে চায়। সেইজন্য সে Sodium আর পানিকে ধরে রাখে। এই কাজ করতে গিয়ে সে Acid-base এর কথা সাবেক প্রেমিকার মত বেমালুম ভুলে যায়। 

 কখন পাবেন paradoxical aciduria?

যেকোন কারণে বমি হলেই পেতে পারেন। তবে প্রফে আপনাকে ধরবে, 

Pyloric stenosis এ কিভাবে paradoxical aciduria হয়?

একই কথা একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে তখন 

Infantile Hypertrophic Pyloric Stenosis | SpringerLink

Dr. Sumon

2009-2010

Ibn Sina Medical College

Leave a Reply