Blog

Easy discussion on Myocarditis

সহজ ভাবে বলতে গেলে myocardium এর inflammation কেই myocarditis বলে। এই disease প্রসেস টা খুব কম্পলিকেটেড। কারণ এটাই যে এই disease এর যতগুলো কারণ রয়েছে তারা Myocardium এ directly injury করে বা হয়েছে তার complication হিসাবে myocarditis হয়ে থাকে।

আমরা যদি কতকগুলো কারণ বিবেচনা করি এই myocarditis এর তাহলেঃ
1-Infectious, 2-Autoimmune
3-Toxic/ Drug cause

চলুন তাহলে দেখা যাকঃ

1-Infectious :

a)Viral :

-Coxackie virus
-HIV(Human immunodeficiency virus)

  • Influenzae ( A,B)

b) Bacterial :

-Corynebacterium diptheriae -Mycoplasma pneumoniae
-Borrelia burgdoferi

c) Parasitic :
-Toxoplasma gondii
-Trypanosoma cruzi ( chagas disease)
-Schistosomiasis.

2-Drugs/ Toxin : -Alcohol
-Cocaine
-Doxorubicin

3-Autoimmune :
-SLE (systemic lupus erythometosus)
-RA( Rheumatoid arthritis)

  • Hypersensitivity reaction.

এই যে myocarditis এর কতকগুলা stage / clinical presentation রয়েছে। যেমন ধরেন ঃ
-Fulminant myocarditis
-Acute myocarditis
-Chronic active myocarditis
-Chronic persistent myocarditis

এই stage গুলোর ফিচার গুলা একে অন্য এর উপর ডিপেন্ড করবে৷ বলা যায় যে,

  • Fulminant myocarditis এ একজন patient সাধারনত influenza like সিম্পটম নিয়ে প্রেজেন্ট করে৷ পরবর্তীতে রোগীর severe heart failure ও cardiogenic shock ডেভেলপ করতে পারে। বর্তমানে Covid 19 ভাইরাসও Fulminant myocarditis এর জন্য দায়ী।

আবার মনে করেন-

  • Acute myocarditis টা বছরের পর বছর untreated থাকলো, তাহলে patient 10 থেকে 20 বছর পর Dilated_cardiomyopathy নিয়ে প্রেজেন্ট করবে।

-Chronic active এবং chronic persistent myocarditis সাধারণত myocardial inflammation এর sign বা feature of Heart failure অথবা Arrythmia নিয়ে প্রেজেন্ট করবে।

আমরা যদি এক্সামিনেশন করি তাহলে পাওয়া যাবে ঃ -Cardiomegaly

  • Muffled heart sound
    -Tachycardia
  • Feature of Heart failure.

Investigation:-

সাধারণত investigation হিসাবে আমরা ঃ

1-Chest X ray : cardiomegaly আছে কিনা তাই দেখার জন্য করা হয়৷

2-ECG : এখানে ECG টা বলতে গেলে non specific.ST segment আর T wave change হতে পারে৷

3-Cardiac enzyme ( Troponin I, T) : এখানে elevation কিছুটা পাওয়া যায়।

4-Echocardiography : এটা করা হয়ে থাকে মুলত, আমাদের মেইন পাম্পিং চেম্বার LV ঠিক আছে কি নাই তাই দেখার জন্য। সাধারণত এই myocarditis এ LV dysfunction ( low ejection fraction) পাওয়া যায়।

Management plan :

আমাদের management plan এর নীতি হচ্ছে, Heart failure আর Arrythmia কে Treat করা। আর infectious cause দিয়ে হলে সেখানে culture sensitivity অনুযায়ী antimicrobial agent দেওয়া হয়৷

সব কিছু করলাম। তারপরও যদি LV function নরমাল এ না ফিরে আসে তাহলে VAD ( Ventricular Assist Device) , implant করা হয়।

MD. Mehedi Hasan
Fifth year Medical Student
Kyamch, Sirajgonj

প্ল্যাটফর্ম একাডেমিক/ লাবিবা বিনতে ইব্রাহীম

Leave a Reply