▪️আমাদের nervous system এর স্ট্রাকচার যদিও খুব কম্পলিকেটেড, এর ফাংশনগুলো খুব নরমাল৷ একটু চিন্তা করেন, আপনিও পেয়ে যাবেন।
▪️খুব তাড়াতাড়ি বলতে গেলে স্ট্রাকচারগুলো কে ভাগ করলে আমরা দুই থেকে তিনটা জিনিস পাবো, Meninges আর Brain parenchyma। এর অধীনে বিভিন্ন কম্পলিকেটেড স্ট্রাকচার রয়েছে আর ফাংশন রয়েছে।
▪️ সাউথ এশিয়ার বিভিন্ন এলাকায়, বিশেষ করে আমাদের দেশে দেখবেন যে ভুত, প্রেত বা অশরীরী আত্মা ভর করেছে মানুষের উপর। আসলে এগুলা কিছুই না, infection / inflammation এর জন্য focal neurological deficit হয় আর যার কারণে conscious লেভেল ঠিক থাকে না, তাই সে যা ইচ্ছা তাই বলতে থাকে।
▪️আসুন এই ভুতে ধরা রোগগুলার classification জেনে নেই।
✏️Bacterial infection :
- Meningitis
- Cerebral abscess
- Tuberculosis
- Subdural / extradural empyema
- Guillain barre syndrome
- Hansen’s disease ( Leprosy)
- Neurosyphilis.
✏️Viral infection:
- Meningitis
2.Encephalitis - Acute Transverse Myelitis
- Poliomyelitis
- Rabies.
- Subacute sclerosing panencephalitis
- Guillain barre syndrome.
✏️Prion disease:
- Kuru
2.Creutzfeldt-Jacob disease
✏️Fungal infection:
- Cryptococcal meningitis
- Candida meningitis
✏️Protozoal infection:
- Cerebral malaria
- Toxoplasmosis
- Trypanosomiasis ( chagas disease)
✏️Helminthic infection:
- Cysticercosis
- Hydatid disease.
- Amoeba infection.
▪️এছাড়া একজন patient যখন immunosuppressant হয়ে যায়, তখন সে রিস্কে থাকে infected হওয়ার । যেমন- যারা Alcohol consumption করে, অনেকদিন ধরে steroid ব্যবহার করে, Anti cancer treatment নিয়ে থাকে বা HIV দ্বারা AIDS ডেভেলপ করে, তাদের Rhombencephalitis ( Brainstem encephalitis) হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়৷
▪️নিউরোলজি এর বেশিরভাগ রোগী পাওয়া যায় বিভিন্ন রেলস্টেশনে, এসব রোগীর মাঝে বেশিরভাগই থাকে Chorea, Hemiplegia, Paraplegia, Quadriplegia, Segmental lesion ইত্যাদি ।
MD. Mehedi Hasan
Fifth year medical student
Kyamch, Sirajgonj
প্ল্যাটফর্ম একাডেমিয়া / তনিমা আজাদ