Blog

Travel of Air In and Out of Our Lungs

প্রায় ৪ মাস স্পেন আর ফাহিম এর দেখা নেই।
দীর্ঘদিন ধরে ঘরে থাকার পর স্পেন ফাহিমকে একদিন ফোন করে-
স্পেন: হ্যালো, Fm (ফাহিম)।
ফাহিম: হ্যাঁ, কিরে কেমন আছিস?
স্পেন: এই তো বেশ ভাল।
ফাহিম: কি করিস এখন?
স্পেন: শ্বাস-প্রশ্বাস নিচ্ছি। 😁
ফাহিম: যেহেতু এখানে বল প্রয়োগে কোন কিছুর সরণ হচ্ছে না তাই এটা কে কাজ বলে গন্য করা যাচ্ছে না।
স্পেন: হ্যাঁ, মানছি এখানে সরণ হচ্ছে না। কিন্তু respiration এর সময় human body তে যে কত অদ্ভুত ঘটনা ঘটে তা কি জানিস?
ফাহিম: Respiration তো এমনিতেই হয়। এর জন্য আবার human body তে কিছু হবার প্রয়োজন আছে নাকি?
স্পেন: হ্যাঁ, দরকার আছে। জানতে চাস? তাহলে মন দিয়ে শোন-

Respiration এর Mechanism এ দুইটা ঘটনা ঘটে :
১. Inspiration (active process)
২. Expiration (passive process)


Inspiration এর সময় একটা neural impulse তৈরি হয় আমাদের respiratory center এ।
ফাহিম: Impulse তৈরি হবার পরে কি হয় রে স্পেন?
স্পেন: তখন এই Impulse টা phrenic nerve এবং intercostal nerve এর মাধ্যমে যথাক্রমে The diaphragm এবং External intercoastal muscle কে stimulate করে, যাতে করে এগুলোতে contraction হয়।


ফাহিম: আচ্ছা। এই যে contraction হল, এর ফলাফল কি?
স্পেন: দেখ, যখন The diaphragm contract করে, তখন আমাদের thoracic cavity এর vertical diameter বাড়ে। ঠিক একই ভাবে যখন External intercostal muscle contract করে তখন anterior -posterior এবং transverse diameter বেড়ে যাবে।
ফাহিম: এই যে diameter বেড়ে গেল, এতে respiration এ কি পরিবর্তন আসবে?
স্পেন: Diameter বেড়ে গেলে intra-pleural pressure টা কমে যাবে (-5cm water to -7.5cm water)
এতে আমাদের lungs expand করার জন্য জায়গা পাবে এবং expand করবে।
ফাহিম: আচ্ছা, এই যে lungs expand করলো এতে lungs এর ভিতরের pressure এর কোন চেঞ্জ আসবে না?
স্পেন: হ্যাঁ, অবশ্যই আসবে।
Intra-alveolar pressure ও কমে যাবে (0 to -1 cm water) and this slight negative pressure is sufficient to pull 500 ml of air from the atmosphere.
ফাহিম: বাহ। আমি এত দিন ভাবতাম, Human body is all about biology.
আজ বুঝলাম, এখানে physics ও কাজ করে।
আচ্ছা, এই তো inspiration হলো, expiration এর সময় কি ঘটনা ঘটে?
স্পেন: Expiration is a passive process, এটা আসলে একা একাই হয়। এর জন্য আলাদা করে energy spend করার প্রয়োজন হয় না, lungs এবং chest wall এর elastic recoil pressure এর জন্য হয়।
ফাহিম: ওহ, তার মানে lungs এবং chest wall তার আগের জায়গায় ফেরত আসার জন্য pressure দেয়!
স্পেন: হ্যাঁ, এই pressure এর কারণে intra-pleural pressure negative থেকে positive এর দিকে যায় আর একই সাথে intra-alveolar presure টা ও বেড়ে যায়। (0 to +1 cm of water) and this slight positive pressure is sufficient to expel 500 ml of air from the lungs.

Fig : changes in the alveolar pressure with expiration and inspiration.


ফাহিম: It’s amazing. Human body is mystical!
এসব জেনে অনেক ভালো লাগলো।
স্পেন: আচ্ছা Fm, তাহলে আজ এই অব্দি। আবার পরে কথা হবে, টাটা।
ফাহিম: টাটা স্পেন।

Reference : Guyton and Hall Textbook of medical physiology
13th edition

প্ল্যাটফর্ম একাডেমিক / নীলাদ্রি শেখর রাহুল
খুলনা সিটি মেডিকেল কলেজ
২০১৭-১৮

Leave a Reply