Blog

Michael Scofield’s Narrative of Abrasion (Part 2)


Sucre এর উদ্দেশ্যে Michael বললো:
🙇Michael: চাবিটা এনেছো?
👴Sucre: এনেছি, তুমি যেভাবে Dr. Tancredi কে distract করেছো আমার চাবিটা সরাতে কোনো অসুবিধাই হয়নি।
🙇Michael: Very good, সময় নেই, আজ রাতেই আমাদের জেল থেকে পালাতে হবে। তুমি অন্যদের জানাও, সবাইকে নিয়ে infirmary এর সামনে আমার জন্য অপেক্ষা করো, আমি একটা কাজ সেরে আসি।
👴Sucre: আচ্ছা, আমি বাকিদের জানাচ্ছি।

Michael দ্রুত storage room এর দিকে রওনা হলো। পালানোর জন্য দড়ি লাগবে যা আগেই জোগাড় করে storage room এ লুকিয়ে রাখা হয়েছিলো। দড়িটা নিয়ে বের হবে এমন সময় বাইরে prison guard এর উপস্থিতি টের পেল। একটু চোখের আড়াল হতেই পাশ কাটিয়ে Michael দৌড় দিল। তাড়াহুড়ায় যন্ত্রপাতির সাথে Michael এর হাতে পায়ে ঘষা লাগলো। infirmary এর সামনে এসে Michael দৌড় থামালো। দেখলো সেখানে বাকি সবাই উপস্থিত।

👴Sucre: তুমি এসে গেছো, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। একি, তোমার হাতে পায়ে এগুলো কি?
🙇Michael: ঘষা লেগে abrasion হয়েছে।
👴Sucre: Abrasion? এটা কি জিনিস?
🙇Michael: ঘর্ষণের ফলে epidermis বা ত্বকের superficial layer ক্ষতি হলে এটাকে abrasion বলে।
👴Sucre: ও আচ্ছা, বুঝলাম। তোমার abrasion এর জায়গায় লম্বালম্বি দাগ দেখা যাচ্ছে।
🙇Michael: কারণ আমার abrasion এর type টা হচ্ছে graze।
👴Sucre: Abrasion এর আবার type আছে নাকি?
🙇Michael: তা তো আছেই। বলছি তোমাকে-
▪️ Scratch বা Linear abrasion: এই ধরনের abrasion এর ক্ষেত্রে length বেশি থাকে, width তেমন থাকে না। Superficial incision এর ক্ষেত্রেও এমনটা হতে পারে। নখের আঁচড়, পিন বা কাঁটার খোঁচায় এমন abrasion হয়ে থাকে।

Scratch abrasion


▪️Graze বা Sliding abrasion: এটা খুবই common। Skin এর সাথে কোন rough surface এর ঘর্ষণের ফলে এমন হয়। সড়ক দূর্ঘটনাতে এরকম abrasion পাওয়া যায়।
▪️ Pressure abrasion: Skin এর superficial area তে crush হলে এমন abrasion পাওয়া যায়। Hanging ও Strangulation এর ক্ষেত্রে ligature mark এবং দাঁতের কামড়ের চিহ্ন pressure abrasion এর উদাহরণ।

Pressure abrasion

▪Impact abrasion:skin surface এর সাথে কোন ভোতা বস্তুর সংর্ঘষে হয়ে থাকে
👴Sucre: বুঝলাম।


👦T-Bag: কি শুরু করলে! জ্ঞান দেয়ার আর সময় পেলে না, Michael। এসব ফালতু কথা রেখে কিভাবে বের হওয়া যাবে সেটা বলো।
Michael কিছু বলতে যাবে এমন সময় পায়ের আওয়াজ পেলো। সবাই তাড়াতাড়ি ঝোঁপের আড়ালে লুকালো।

Cap. Bellick ফ্ল্যাশলাইট দিয়ে চারপাশটা দেখছে। সে কিছুক্ষণ আগে কথার আওয়াজ শুনতে পেয়েছে। এদিকে T-Bag আচমকা হাঁচি দিয়ে বসলো। সবাই বুঝে গেলো এবার আর রক্ষা নেই। সবাই মিলে একসাথে Cap. Bellick এর উপর ঝাঁপিয়ে পড়লো। Sucre মুখ চেপে ধরলো। Michael দ্রুত দড়ি দিয়ে বেঁধে ফেললো।
🙇Michael: হাঁচি দেয়ার আর সময় পেলে না। এখনই ধরা পড়ে যেতাম।
👴Sucre: বেঁধে তো ফেললাম, কিন্তু এখন কি করা যাবে?
🙇Michael: Cap. Bellick কে ঝোঁপের আড়ালে ভালোমতো লুকিয়ে ফেলো। আর এখান থেকে সবাই তাড়াতাড়ি চলো।
Cap.Bellick কে মাটিতে টেনেহিঁচড়ে ঝোঁপের আড়ালে লুকানো হলো। এরপর সবাই infirmary তে ঢুকে গেলো।

Infirmary তে আস্তে আস্তে হেঁটে সবাই এগোতে লাগলো। পশ্চিম দিকের কক্ষের জানালা দিয়ে বাইরের দেয়ালে দড়ি নিক্ষেপ করতে হবে। এটাই তাদের পালানোর রাস্তা। যেতে যেতে Sucre কে উদ্দেশ্য করে Michael বললো-
🙇Michael: Sucre, তোমাকে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি। দড়ি দিয়ে শক্ত করে বাঁধার ফলে Cap. Bellick এর শরীরে Patterned abrasion দেখা যাবে। আর মাটিতে টেনেহিঁচড়ে নেওয়ার কারণে brush burn বা gravel rash হবে। সড়ক দূর্ঘটনার ক্ষেত্রে এটা অনেক বেশি মারাত্মক।
👴Sucre: তাই নাকি!
🙇Michael: হ্যাঁ, এরকম Patterned abrasion সাইকেলের চেইন, ইলেকট্রিক তারের আঘাতেও হতে পারে।
👴Sucre: কি সাংঘাতিক ব্যাপার! আচ্ছা তুমি যে বলেছিলে bruise এর ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত স্থানের রং পরিবর্তন হয়। Abrasion এর ক্ষেত্রেও কি এমনটা হয়?
🙇Michael: হ্যাঁ হয়।
▪️ Abrasion যখন fresh থাকে, তখন উজ্জ্বল লাল দেখা যায়।
▪️১২-২৪ ঘন্টা পরে blood ও lymph শুকিয়ে লালচে scab তৈরি করে।
▪️২-৩ দিন পর লালচে-বাদামি scab দেখা যায়।
▪️৪-৭ দিন পর scab কালচে-বাদামী রঙ ধারণ করে। Scab এর নিচে epithelium পুনর্গঠিত হয়।
▪️ এক সপ্তাহ পর scab শুকিয়ে উঠে যায় আর জায়গাটা কিছুটা depigmented থাকে। কিছুদিনের মধ্যে আগের মত pigmented হয়ে যায়।
👴Sucre: বুঝতে পেরেছি। আচ্ছা আমরা যখন দড়ি বেয়ে পার হবো তখন যদি পড়ে যাই সেক্ষেত্রে কি abrasion হবে?
🙇Michael: হবে। উঁচু জায়গা থেকে পড়ে গেলে bony prominence গুলোতে abrasion হতে পারে।
👴Sucre: ভয়ঙ্কর ব্যাপার!
Michael: ভয় পেয়ে লাভ নেই। তোমাকে আরেকটু বলি, Throttling এর ক্ষেত্রে ঘাড়ে abrasion পাওয়া যাবে। আবার smothering এর ক্ষেত্রে নাক মুখের চারপাশে abrasion এর চিহ্ন থাকবে। Sexual offence এর ক্ষেত্রে breast,genitals এবং উরুর ভেতরের পাশে abrasion থাকবে। Assault বা battery এর ক্ষেত্রে শরীরের বিভিন্ন জায়গায় abrasion পাওয়া যাবে। আবার বুলেটের আঘাতেও abrasion হতে পারে। সে ক্ষেত্রে skin stretch হওয়াতে abrasion collar সৃষ্টি হয়।
👦T-Bag: সেই কখন থেকে আজেবাজে কথা বলেই যাচ্ছো। আমার এখন ইচ্ছা করছে তোমার গলা টিপে abrasion সৃষ্টি করতে।
👴Sucre: বড় বড় কথা বলো না। তোমার জন্য একটু আগে ধরা পড়ে যেতে নিয়েছিলাম।
🙇Michael: থামো তোমরা।
👴Sucre: আচ্ছা Michael, abrasion এর medico-legal importance টা একটু বলো তো।
🙇Michael: আচ্ছা বলছি-
▪️Abrasion মূলত accidental, অনেক সময় homicide এর ক্ষেত্রেও পাওয়া যায়, তবে suicide এ তেমনটা পাওয়া যায় না।
▪️ কোন অস্ত্র দিয়ে আঘাত করা হলে সেটা কি ধরনের অস্ত্র তা abrasion দেখে বোঝা যায়।
▪️ কোন দিক দিয়ে বল প্রয়োগ করে আঘাত করা হয়েছে তা abrasion দেখে বোঝা যায়। এমনকি victim এবং assailant এর পজিশন সম্পর্কেও ধারণা করা যায়।
▪️ কতদিন আগে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং কি ধরনের অপরাধ সংঘটিত হয়েছে তা জানা যায়।
👴Sucre: বুঝতে পেরেছি। এসব ব্যাপারে তোমার জ্ঞান অনেক বেশি।
বলতে বলতে সবাই পশ্চিম দিকের কক্ষের সামনে উপস্থিত হলো।

Michael কক্ষের চাবিটা Sucre এর থেকে নিয়ে তালাটা খুলে ফেললো।
🙇Michael: কেউ কোন শব্দ করবে না, আমরা মিশনের প্রায় শেষ দিকে চলে এসেছি। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা কিছুক্ষণের মধ্যেই জেল থেকে পালাতে সক্ষম হবো।
👦T-Bag: আমরা তো এ ব্যাপারে খুবই সতর্ক। তোমরা দুজনেই তো ঘ্যানঘ্যান করতে করতে কান ব্যথা করে দিলে।
👴Sucre: তুমি নিজের দোষ না দেখে সারাক্ষণ মানুষকে দোষ দাও। শেষ সময়ে এসে এখন ঝামেলা করো না। বের হওয়ার পর আমি আর কোনদিন তোমার মুখ দেখতে চাই না।
🙇T-Bag: তুমি চাইলে এখান থেকে বের হওয়ার পর Stab injury করে তোমার ইচ্ছাটা পূরণ করে দিতে পারি। আর কোনদিন আমাকে দেখতে হবে না।
👦Michael: কি শুরু করলে তোমরা! তাড়াতাড়ি দড়িটা ওপারের দেয়াল লক্ষ্য করে ছুড়ে ফেলো। দড়িটা আটকে গেলেই আমরা এক এক করে বেয়ে বেয়ে পার হয়ে যাবো।
👦T-Bag: সবার আগে আমি বের হবো বলে দিচ্ছি। তোমরা বের হয়ে পরে চালাকি করে দড়ি কেটে দিলে আমি ধরা পড়ে যাবো।
👦Michael: ঠিক আছে, প্রথমে তুমিই পার হবে।

কয়েকবার চেষ্টা করার পর দড়িটা ওপারের দেয়ালে একটি রডের সাথে আটকে গেলো। প্রথমে T-Bag দড়ির সাথে ঝুলে পড়লো।
👴Sucre: Michael, আমার তো ভয় লাগছে, যদি পড়ে যাই।
🙇Michael: ভয় পেও না। এতদূর যখন এসেছি বাকিটুকুও আমরা করতে পারবো।
👴Sucre: আচ্ছা Michael, এখন যদি তুমি উপর থেকে পড়ে মারা যাও তাহলে তোমার abrasion দেখে বোঝা যাবে কি এটা ante-mortem abrasion নাকি post-mortem abrasion?
🙇Michael: বোঝা যাবে।
▪️Ante-mortem abrasion শরীরের যেকোনো জায়গায় হতে পারে। কিন্তু post-mortem abrasion মূলত exposed জায়গা বা bony prominence গুলোতে দেখা যাবে।
▪️Ante-mortem abrasion এর ক্ষেত্রে জায়গাটিতে lymph পাওয়া যাবে, scab তৈরি হবে এবং স্থানটির রঙের পরিবর্তন হবে। Post-mortem abrasion এর ক্ষেত্রে এ ব্যাপার গুলো অনুপস্থিত থাকবে।
👴Sucre: হুমম, আশা করি তুমি পড়ে যাবে না।
Michael: T-Bag পার হয়ে গিয়েছে। এবার তুমি যাও। এরপর আমি আসছি।
যথাক্রমে Sucre এবং Michael দড়ি বেয়ে পার হয়ে গেলো। এরপর এক লাফে দেয়ালটা টপকে নিচে নেমে আসলো।
👴Sucre: অবশেষে জেল থেকে পালাতে পারলাম। এখন তাড়াতাড়ি এখান থেকে সরতে হবে।
🙇Michael: হ্যাঁ, ইতিমধ্যে সম্ভবত Cap. Bellick কে উদ্ধার করা হয়ে গেছে। একটু পরেই আমাদের খোঁজা শুরু হবে।
👦T-Bag: এবারের মতো তাহলে বিদায়, College boy। আশা করি আমাদের আর কখনো দেখা হবে না।
👴Sucre: তোমাকে অসংখ্য ধন্যবাদ, Michael। তুমি না থাকলে এই অসাধ্য কাজ আমরা কখনোই করতে পারতাম না।
🙇Michael: “Faith is everything. Preparation can only take you so far. After that, you have to take a few leaps of faith.”

এরপর রাতের অন্ধকারে সবাই যে যার মতো করে মিলিয়ে গেলো।

Reference: Dr. K.S. Narayan Reddy & Dr. O.P. Murty, The Essentials of Forensic Medicine & Toxicology, 34th edition, Jaypee, 2017

Platform academic/ Tanima Azad
MH Samorita Medical College
Session: 2017-18

Leave a Reply