আমাদের শরীরে মূলত তিন ধরনের joint রয়েছে।
- Fibrous joint
- Fibrocartilaginous joint
- Synovial joint
আমাদের skull suture এ যেসব joint আছে সে সবই fibrous joint। আর midline বরাবর যেসব আছে যেমন:
- Intervertebral disc
- Pubic symphysis
- Sacroiliac joint
- Costochondral joint
এগুলা হচ্ছে Fibrocartilaginous joint।
আর synovial joint এর উদাহরণ হচ্ছে
- Limbs joint
- Temporomandibular joint
- Costovertebral joint।
এগুলোর মাঝে synovial joint এর আছে wide range of movement। আর বাকি দুইটার minimal to limited movement।
চলুন আজ একটু synovial joint নিয়ে আলোচনা করি।
প্রথমেই আসি articular cartilage এ। Bone যে প্রান্তে শেষ হয় সেখানেই একটা membrane থাকে এটাই হচ্ছে Articular cartilage। এর প্রধান দুটি অংশ হচ্ছে Type ll collagen আর proteoglycan। Type ll collagen chondrocyte দিয়ে গঠিত আর সবচাইতে common proteoglycan হচ্ছে Aggrecan।
এই Aggrecan এর সাথে বিভিন্ন GAG (Glycosaminoglycans) chain যুক্ত থাকে। এদের মাঝে আছে keratin sulphate আর chondroitin sulphate।
Aggrecan এর একটা common property হচ্ছে এরা পানি ধরে রাখতে পারে কিন্তু Type ll collagen fibre এদের বিরুদ্ধে একটা restrictive strength দেয়৷
এই দুটোর combination এ আমাদের joint এর shock absorbing property তৈরি হয়।
কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই keratin sulphate এর পরিমাণ বাড়তে থাকে আর chondroitin sulphate এর পরিমাণ কমতে থাকে। এভাবেই shock absorbing property কমে যায়৷ এছাড়া বিভিন্ন inflammatory cytokines (IL-1, TNF) cartilage ভাংতে সাহায্য করে৷ যেমন : এরা Aggrecanases আর metalloproteinases কে stimulate করে আর এরাই aggrecan এবং matrix কে ভেঙ্গে ফেলে।
Synovial membrane, joint capsule, bursae :
দুইটা bones এর Articular cartilage এ যে space থাকে সেখানে থাকে Synovial Fluid।
এদের কাজ হচ্ছে joint lubrication করা। আর দুটো bones যুক্ত থাকে joint capsule দিয়ে। এদের ভিতরের যে membrane থাকে সেটাই হচ্ছে Synovial membrane। এখানে দুই ধরনের cell আছে।
Type A synoviocytes : এইটা monocytes/ macrophage derivatives আর কাজ হচ্ছে phagocytic। যেকোন joint debris কে সরিয়ে ফেলা।
Type B synoviocytes : এরা অনেকটা fibroblast like cell যাদের কাজ হচ্ছে SF (synovial fluid) secrete করা।
Bursae অনেকটা hollow sac এর মত এরাও কিছু পরিমাণে synovial fluid ধরে রাখে আর smoothly movement এ ভূমিকা রাখে।
MD. Mehedi Hasan
Session : 2015-16
Kyamch, sirajgonj.
প্ল্যাটফর্ম একাডেমিক / তাসনিম হক