বৃষ্টি নেমেছে আজ দুচোখ জুড়ে
চোখের কোণাটা ফুলে গেছে,
ব্যথাবিহীন ফোলা inner canthus এ
Eyelash matted হয়ে গেছে।
Pressure এ pus গুলো canaliculi তে আসে
এটাকে regurgitation test বলে, এখনো জল আসে।
তুমি তো ছিলে female gender
Personal hygiene এ poor,
Chronic Dacryocystitis আজ হয়ে গেছে
নেই ডায়াগনোসিস এ কোন ভুল।
তুমি তো দিয়েছিলে মোরে Antibiotic
আমি তো বসেছিলাম ভেবে শুধু সেটাই ঠিক,
তুমি তো করতে বলেছিলে মোরে DCR
কেন করিনি ভাবি আমি, করলে যেতাম বহুদুর।
Complications গুলো যদি চেক করি
Chronic Conjuctivitis আছে তাতে,
Acute on chronic dacryocystitis এ
আমার দুচোখ ব্যথায় কাঁদে
আজ আরো যদি দেখি
Abscess, fistula, cellulitis
Cavernous sinus thrombosis হয়ে,
আমি মরতেও পারি।
তুমি তো দিয়েছিলে মোরে Antibiotic
আমি তো বসেছিলাম ভেবে শুধু সেটাই ঠিক,
তুমি তো করতে বলেছিলে মোরে DCR
Cataract নিয়ে আজ ঘরে ফিরে
ভাবলাম করাব surgery,
ভেবেছিলাম করবে আগে cataract
করে দিলে DCR আগে।
তবে কি এতদিন ভুল জানতাম
DCR আগে করতে হয়,
নাহয় ইনফেকশন ছড়িয়ে গিয়ে
Cellulitis হতে পারে।
তুমি তো দিয়েছিলে মোরে Antibiotic
আমি তো বসেছিলাম ভেবে সেটাই ঠিক,
তুমি তো করতে বলেছিলে মোরে DCR
কেন করিনি ভাবি আমি, করলে যেতাম বহুদূর।
প্ল্যাটফর্ম একাডেমিক উইং/ ধ্রুব ধর
চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজ
সেশন: ২০১৩-২০১৪