Blog

Discussion About Immunity Sytem on Viva Board

ভয়ে তটস্থ হয়ে অপু Microbiology ভাইবা বোর্ডে ঢুকল। চোখের চ্শমাটা নাকের উপরে টেনে রেখে গমগম স্বরে বলে উঠল রাশেদ স্যার – কি পরীক্ষা দিতে এসেছিস?
🧑‍🏫 অপু : (ভয়ে ভয়ে…) স্যার “Microbiology”

🧔🏻স্যার : শুধু Microbiology? এই ১ বছরে তাই জেনেছ?😡

🧑‍🏫অপু : না স্যার, Microbiology and immunology.

🧔🏻স্যার : (এইবার স্যার এর মুখে একটু হাসি ফুটল) very good.
🧑‍🏫অপু : মনে মনে অপু বলছিল- আল্লাহ এইবারের মত বাঁচায় দাও। এমনিতেই স্যারকে দেখলে সব পড়া ভুলে যাই 😥
🧔🏻স্যার : আচ্ছা বাবা এইবার বল তো immunology মানে কি?
🧑‍🏫অপু : (মনে মনে সাহস পেল, কারণ Immunology সে ভালোই পড়ে এসেছে) স্যার, Immunis একটা latin word যার মানে হচ্ছে free from burden। আর definition যদি বলি তাহলে -‘Immunology is the branch of medical science which deals with immunity’

🧔🏻স্যার : আচ্ছা তোমাকে খুব সহজ প্রশ্ন দিয়েই শুরু করি তাহলে। বলো তো কয় ধরণের immunity আছে আমাদের body তে?

🧑‍🏫অপু : ২ ধরনের স্যার। একটা হচ্ছে innate immunity এবং আরেকটা হচ্ছে acquired immunity।
🧔🏻স্যার : আচ্ছা এইবার acquired immunity এর classification টা বলতো ।
🧑‍🏫অপু : স্যার acquired immunity কে দুইভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে active immunity , অন্যটা হচ্ছে passive immunity।
🔴 Active immunity কে স্যার আবার দুইভাগে ভাগ করতে পারি – 1. Natural,
2. Artificial.
Natural active immunity টা স্যার clinical and sub-clinical infections এর পরে অর্জিত হয়।যেমন : Hepatitis-A virus infection.
আর Artificial active immunity টা mainly বিভিন্ন ধরনের vaccine এর পরে অর্জিত হয়।যেমন: bacterial vaccines, viral vaccines, live attenuated vaccines.
🔴 অন্যদিকে passive immunity কেও দুইভাগে ভাগ করা হয়েছে- 1. Natural
2. Artificial.
স্যার natural passive immunity এর example হচ্ছে – Transfer of maternal Antibody ( IgG ) to foetus through placenta and transfer of Antibody (IgA) from mother to infants by breast milk.
আর artificial passive immunity এর example হচ্ছে- TIG(tetanus immunoglobulins), ATS ( anti-tetanus serum), ADS(anti-diphtheria serum)

🧔🏻স্যার : খুবই ভালো বলেছ বাবা। আচ্ছা এই যে তুমি বললা maternal Anibody placenta cross করে foetus এ যায়। কেন placenta cross করে যায়?

🧑‍🏫অপু : স্যার placenta এর syncitotrophoblast cell এ IgG এর জন্য Fc receptor থাকে, আর এই কারণেই placenta cross করে।

🧔🏻স্যার : আচ্ছা এইবার বলতো কি কি শর্তাবলীর উপর ভিত্তি করে আমরা কোন immunity কে innate immunity আর কোন immunity কে acquired immunity বলতে পারি?

🧑‍🏫 অপু :স্যার innate immunity এর characteristics হচ্ছে-

  1. Present from birth
    2.Responses are broad-spectrum
    3.There is no memory or lasting protective immunity .
    4.There is a limited role of recognition molecules.
    5.The responses are phylogenetically ancient.

➡️অন্যদিকে স্যার acquired immunity এর criteria হচ্ছে –
1.Specific 3rd line of defense.
2.This is the immunity one develops throughout life.

  1. Acquired after exposure to foreign substances.
  2. Antigen specific.
  3. Mediated by lymphocytes.
  4. Has memory that helps to recognizes and mounts a stronger attack on previously encountered pathogens.

🧔🏻 স্যার : Good, very good. আচ্ছা innate immunity এর component গুলা বল তো দেখি।

🧑‍🏫অপু : স্যার Physical, Chemical and biological এই 3 ধরনের component আছে।

🧔🏻স্যার : আচ্ছা তুমি শুধু chemical component গুলো বল তো দেখি..

🧑‍🏫অপু : স্যার chemical factors এর মধ্যে প্রথমেই আছে 🦠pattern-recognition receptors.স্যার এই receptor গুলো host cell এ থাকে এবং এদের মাধ্যমে pathogen এর molecular pattern কে recognize করতে পারে।pathogen এর এইসব unique molecules কে বলা হয় pathogen-associated molecular pattern(PAMP) । আর এই PAMP এর অন্তর্ভুক্ত হচ্ছে – Lipopolysaccharide, Peptidoglycan, Lipoteichoic acids, Flagellin, Nucleic acid etc.
🦠তারপর আছে antigen-nonspecific antimicrobial chemicals.স্যার এই chemical গুলোর মধ্যে আছে – Hydrochloric acid and enzymes found in gastric secretions, Lysozyme found in tears, mucous, saliva, plasma, tissue fluid, Low pH of stomach and vagina, Spermine and zinc in the semen are bactericidal.
🦠তারপর থাকতেসে স্যার Antigen-nonspecific antimicrobial cytokines.
এই cytokines গুলো স্যার low molecular weight short acting and soluble proteins যেগুলো produce হবে antigen এর response এ এবং কাজ করবে chemical messengers হিসেবে।

🧔🏻স্যার : মনে হচ্ছে পড়াশুনা করেই এসেছে…যাই হোক তোমাকে শেষ প্রশ্ন Extracellular একটা receptor এর নাম বলো…
🧑‍🏫অপু : স্যার Toll-like receptors .

🧔🏻স্যার : আচ্ছা এবার বলো TLR2 and TLR4 কাজ কি?
🧑‍🏫অপু : TLR2 gram positive becteria এর peptidoglycan কে recognize করে এবং TLR4 lipopolysaccharide / bacterial endotoxin কে recognize করে।

🧔🏻স্যার : যাও এইবারের মত পাশ দিলাম।পরের জনকে পাঠিয়ে দাও।
🧑‍🏫অপু : মনে মনে খুশি হয়ে ভাইবা বোর্ড থেকে বেরিয়ে এল ,আর ভাবল, যাক বাবা এইবারের মত বেঁচে গেছি।😉😉

Tamanna Sultana
President Abdul Hamid Medical Collage
session 2016-17

🔴Referrence : Review of medical microbiology and immunology, 15th edition.
A short textbook of immunology(Md.Akram Hossain),5th edition.🔴

Leave a Reply