Blog

Human Developmental Anomalies

ফার্স্ট ইয়ারে Embryology নিয়ে ভীতি ছিল না এমন স্টুডেন্টস খুব কমই পাওয়া যাবে।

সহজ ভাষায়, অল্প কথায় Embryology নিয়ে আমার এই ছোট্ট আলোচনা-

আমাদের development হয়ে থাকে প্রধানত ৩টি germ layer থেকে।

1. Ectoderm

2. Mesoderm

3. Endoderm 

Ectoderm থেকে raise করে:

a) Surface ectoderm (or external ectoderm)

b) Neuroectoderm (or neural ectoderm or neural tube epithelium)

    ●Neuroectoderm এর আবার ২টি parts:

1. Neural crest 

2. Neural tube

    ●Neural crest এর cell derivatives:

          a. Odontoblast

          b. Melanocyte

          c. Schwann cell

          d. Glial cell

পূর্বে ‘C cell of thyroid’ কেও এর derivatives বলা হতো।

তবে বর্তমান বিভিন্ন রিসার্চ এর আলোকে এ নিয়ে একটু ভিন্ন তথ্য পাওয়া যায়।


Fig: Neural crest cell.

It was previously thought that neural crest cells invaded the ultimobranchial body and consequently gave rise to C cells, subsequent research has indicated that the C cells are actually endodermal in origin. It is now believed that once pharyngeal pouch endoderm gives rise to ultimobranchial body epithelial cells, the epithelial cells disseminate, following fusion, into the parenchyma of the embryonic thyroid and form C cells.

    ●Neural tube এর Derivatives গুলো কি?

– Central Nervous System (CNS) মূলত Neural tube থেকে develop করে।

    ●Neural Tube এর ২টি end রয়েছে –

   a. Cephalic end-যেখান থেকে Brain develop করে

   b. Caudal end-যেখান থেকে Spinal cord develop করে

 Teacher দের একটি প্রিয় Question, Brain/ Spinal cord এর developmental anomaly কি হতে পারে?

    ●Anencephaly:

Fig : Anencephaly Children

Neural tube এর cephalic end যখন close হতে ব্যর্থ হয়, তখন যে condition develop করে সেটাই Anencephaly। এক্ষেত্রে, fetus এ undeveloped brain appear করে।

    ●Spina bifida:

Fig : Spina bifida.

Neural tube এর caudal end যখন close হতে ব্যর্থ হয়, তখন যে condition develop করে সেটাই Spina bifida।

শাফায়াত হোসেন

বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ 

২০১৭-১৮ 

প্ল্যাটফর্ম একাডেমিক/ গৌরী চন্দ

Leave a Reply