Blog

Immune System এবং Bacteria এর হাড্ডাহাড্ডি লড়াই

শরীরের কোন স্থানে inflammation হলে আগে neutrophil আক্রান্ত স্থানে ছুটে যায়৷ Neutrophil যখন জীবাণুর সাথে যুদ্ধ করে পেরে উঠেনা তখন সে তার বড় ভাই Macrophage- কে ডেকে নিয়ে আসে৷ Neutrophil জীবাণু যেমনঃ Bacteria Phagocytosis করে সেই bacteria- এর surface- এ থাকা antigen কে মুক্ত করে দেয়৷

তাহলে সেই মুক্ত antigen গুলো কোথায় যায়?

উত্তরঃ সেই antigen গুলো tissue fluid হয়ে lymphatics এর মাধ্যমে lymph node- এ যায়৷

কিন্তু macrophage অনেক উদার৷ অনেক পরিশ্রমীও বটে৷

তা macrophage এমন কি পরিশ্রমের কাজ করে?

উত্তরঃ Macrophage যে কোন bacteria- কে আগে phagocytose করবে৷ তার ভিতরে নিয়ে lysozyme দিয়ে সেই bacteria কে ধ্বংস করবে ঠিকই কিন্তু সেই bacteria- এর surface protein (antigen) কে ধ্বংস করবেনা৷ বরং সেই antigen এর বিরুদ্ধে সে lymph node- এ থাকা T cell কে সচেতন করার জন্য সেই antigen processing এর সময় macrophage তার nucleus এর Chromosome– 6 এ অবস্থিত বিশেষ ধরনের gene- কে কাজে লাগিয়ে MHC- 2 (Major Histocompatibility Complex- 2) protein molecule তৈরি করবে৷ এই molecule সমেত antigen- কে macrophage নিজেই বহন করে tissue fluid, lymphatics হয়ে lymph node- এ যাবে৷

Lymph node- এ অগণিত T cell আছে কিন্তু যেই antigen কে macrophage present করতে আসছে, সেই T cell এত হাজার হাজার T cell এর ভিড়ে কিন্তু নির্দিষ্ট ও preprogrammed৷ অর্থাৎ প্রতিটা T cell- ই এক একটি নির্দিষ্ট antigen- এর জন্য genetically preprogrammed ঠিক যেমনটা এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে তার জীবনসাথী বিধাতা কর্তৃক নির্ধারিত৷

তাহলে প্রশ্ন হলো T cell কিভাবে তার antigen কে চিনতে পাবে?

উত্তরঃ প্রতিটা T cell এর surface- এ একটা বিশেষ receptor থাকে যা দ্বারা সে বুঝতে পারে, macrophage যেই antigen কে ধরে এনেছে, সেই বিশেষ antigen- টার জন্য T cell টি preeprogrammed কিনা৷

এছাড়া T cell এর surface- এ CD4 (Cluster of Differentiation 4) molecule থাকে যা check করে দেখে যেই antigen টা macrophage ধরে নিয়ে এসেছে তা ঠিকমতো processing হয়েছে কিনা অর্থাৎ MHC- 2 (Major Histocompatibility Complex- 2) Molecule দ্বারা processing হয়েছে কিনা৷

অনেক জটিল মাধ্যমিক পর্যায় অতিক্রম করে যখন T cell activate হয় তখন সেই activated T cell IL4 (lnterleukin 4) and IL5 (Interleukin 5) release করে যা B cell এর growth ও differentiation ঘটিয়ে B cell দের Plasma cell- এ convert করে৷

এই Plasma cell গুলোই জীবাণুর মারণাস্ত্র antibody তৈরি করে৷ এই antibody- গুলো তৈরি হওয়ার পর সেই inflammation হওয়া স্থানে গিয়ে bacteria সেনাদের উপর আক্রমণ করে এবং তাদের antigen- এর সাথে যুক্ত হয়৷ Bacteria- এর surface- এ থাকা antigen- এর সাথে antibody যুক্ত হলেই, antibody তার লেজ নাড়িয়ে complement system কে activate করে ও খুবই করুণ ভাবে bacteria সেনাদের হত্যা করে।

তাছাড়া antibody- গুলোর উপস্থিতিতে neutrophil ও macrophage যেন তাদের আগের শক্তি ও সাহস ফিরে পায় এবং phagocytosis করে জীবাণুদের পরাজিত করে৷

এখানে উল্লেখ্য যে Neutrophil আর macrophage আগেও phagocytosis করেছিল, তবে তা ছিল সীমিত পরিমাণে এবং খুবই slow process- এ৷ কিন্তু antibody আসাতে তাদের শক্তি যেন 100 গুণ বেড়ে যায়৷

রত্নম অর্জুন
কক্সবাজার মেডিকেল কলেজ
সেশনঃ ২০১৩–১৪।

প্ল্যাটফর্ম একাডেমিক / ফারিহা হক ঐশী।

Leave a Reply