ডায়রিয়া ঘটাতে যে ভাইরাস টি অন্যতম ভূমিকা পালন করে তা হলো Rota ভাইরাস।আজকে আমরা এই Rota ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি।
Rota শব্দটি একটি latin word যার অর্থ wheel (চাকা)। Rota ভাইরাস মূলত দ্বিস্তর বিশিষ্ট capsid প্রোটিন নিয়ে গঠিত যার কারণে electron microscope এ ভাইরাসটি কে চাকার মতো দেখা যায় বলে এমন নামকরণ করা হয়েছে।
এখন ভাইরাসটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জেনে নেই-
*Family- Reo virus (respiratory enteric orphan virus)
*Genome – Double stranded RNA virus
– Linear and segmented (11 segments present)
– Non enveloped virus
– Double capsid shell present
– Replication occur in cytoplasm and released by cell lysis
– Genetic reassortment occurs readily
কারা এই ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত হয়?
- Infants and young children (commonly in between ages 6 months and 2 years)
- Young animals like calves & piglets ভাইরাসের capsid প্রোটিনের inner portion এ VP-6 প্রোটিন থাকে যার উপর ভিত্তি করে ভাইরাসটিকে ৭টি species (A to G) এ বিভক্ত করা হয়েছে। যার মধ্যে A species টা মানুষকে বেশি আক্রান্ত করে।
এই ভাইরাস টি feco-oral route দিয়ে মূলত transmit করে।
Incubation period : 1-3 days
এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কি কি symptoms পাওয়া যেতে পারে?
- Watery diarrhoea
- Vomiting
- Abdominal pain
- Mild fever and finally leading to dehydration
Mild case এ symptoms গুলো ৩-৮ দিন পর্যন্ত স্থায়ী হয় এবং তারপর পেশেন্ট একদম সুস্থ হয়ে যায়।
এখন Rota virus diagnosis করার জন্য আমরা কি কি lab investigation করতে পারি?
Specimen হিসেবে পেশেন্ট এর stool কালেক্ট করবো।
Demonstration of virus by –
- IEM (Immune electron microscopy)
- ELISA (Enzyme linked immunosorbent assay)
- Detection of genome by PCR (Most sensitive method)
- Serology by antibody titer
অবশেষে Rota virus আক্রান্ত পেশেন্ট কে আমরা কি চিকিৎসা দিবো?
Supportive treatment like-
- Replacement of fluid to prevent- -dehydration
-acidosis
-coma
-death. - .Restoration of electrolyte balance. Intravenously or orally.
- Maintenance of personal hygiene and wastewater treatment.
ভাইরাস থেকে প্রতিকারের জন্য আমরা vaccination করবো। আগে Rotashield নামে একটি vaccine ব্যবহার হতো যার ফলে intussception হওয়ার প্রবণতা বেড়ে যায় দেখে এর ব্যবহার বন্ধ করে দেওয়া হয়।বর্তমানে দুইটি vaccine ব্যবহার করা হয় যার কোন side effect নেই।
a) Rotarix
- Live attenuated monovalent vaccine যার মধ্যে rota ভাইরাসের common serotype G1 বিদ্যমান।
b) Rotateq vaccine
- Live reassortant human bovine pentavalent (ভাইরাসের ৫ টি serotype বিদ্যমান) vaccine।
Natasha Jahan Mimi
Session: 2015-16
Platform Academic /Labiba binte ibrahim