Blog

Simple solution to the penis- vagina complex equation

স্বাভাবিক অবস্থায় Penis গড় সাইজ হচ্ছে ৩.৬১ ইঞ্চি (৯.১ সেমি), আবার Erect penis (দাড়ানো অবস্থা) এর সাইজ হচ্ছে গড়ে ৫.১৬ ইঞ্চি (১৩.১২ সেমি)। আবার Vagina এর গড় সাইজ হচ্ছে সাড়ে ৩ ইঞ্চি, Vagina কিছুটা ইলাস্টিক তাই সেক্সের উত্তেজনার সময় Vagina সাইজ বৃদ্ধি পেয়ে ৫ ইঞ্চি (১৩ সেমি) পর্যন্ত হতে পারে।

Penis যতই বড় হোক না কেনো, এইটা Vagina কে অতিক্রম করে কখনো Uterus বা জরায়ুতে যাবেনা। Uterus (জরায়ুর) এর নিচের অংশ হচ্ছে সারভিক্স, আবার Cervical এর মুখ বন্ধ করে থাকে External cervical os দিয়ে৷ সেক্সের সময় তা খুলে, কেবল Sperm যাওয়ার পরিমান মত। যেইদিক দিয়ে Penis ঢুকা সম্ভব না, Penis প্রবেশ করাতে চাইলে সঙ্গী চিৎকার দিবে এবং ব্যথা হবে যাকে Dyspareunia (ডিস্পেরুনিয়া) বলে।

তাই সেক্সুয়াল গ্রাটিফিকেশনের জন্য ৩ ইঞ্চি Penis হওয়াও যথেষ্ট। আমেরিকান ফার্টিলিটি সেন্টারের এক গবেষনায় দেখা গিয়েছে, অতিরিক্ত বড় Penis দিয়ে সেক্সুয়াল প্লেজার হয়না, এতে করে মেয়েরা কষ্ট পায়, কারণ Vagina এর সাইজ থেকে যদি Penis বড় হয়, তাহলে তা Cervical canal কে আঘাত করবে, যাতে ব্যথা হবে। আবার ১৫% মেয়ে বড় Penis পছন্দ করে, তাদের Cervical orgasm পছন্দ। যদিও তাতে Cervical canal injury হবার চান্স থাকে।

ইসমাইল আযহারি
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল
সেশনঃ২০১৩-১৪

প্ল্যাটফর্ম একাডেমিয়া/সিলভিয়া মীম

Leave a Reply