A discussion about Epithelial tissue
- Epithelial Tissue
- Microvilli Stereo Cilia
- Immotile Cilia Syndrome (ICS)/ Kartagener Syndrome
What is Epithelial tissue??
- The thin tissue forming the outer layer of a body’s surface and lining the alimentary canal and other hollow structures.
Actually Epithelial tissue is made of tightly-packed cell.
Here is no vascular structure between the cell. In Epithelial tissue, Cells are lying on the basement membrane and basement membrane lying on the connective tissue.
Epithelium কে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি –
- Glandular
- Covering/membranous
Glandular:
- Endocrine gland= Pituitary gland, Thyroid glad etc.
- Exocrine gland= Digestive gland, salivary gland etc.
- Mix gland=Pancreas, Liver etc.
Covering/ membranous কে আবার দুই ভাগে ভাগ করা যায়-
- Uni-layer
- Multi-layer
Uni-layer: এটি আবার দুই প্রকারঃ
- Simple
➡Simple Sqamous (eg: lining of vessel, pericardium cavity, peritoneum cavity etc.)
➡Simple Cuboidal (eg: covering of ovary, thyroid, collecting duct of nephron)
➡Simple Columnar (eg: lining of intestine & Gall bladder) - Pseudo-stratified➡ (মিথ্যা Stratified)
(eg:Trachea,Bronchi, nasal cavity)
Multi-layer: এটি ২ প্রকারঃ
১।Transitional
eg: এটা থাকে মূলত Ureter,Urinary blader (এটি প্রয়োজনে সংকুচিত হতে পারে,আবার প্রসারিত হতে পারে)
২।Stratified
➡Stratified Sqamus(এটি আবার দুই রকমঃ
-Keratinized Stratified Sqamus
(eg: Epidermis)
-Non-Keratinized Stratified Sqamus (eg:mouth, esophagus, Larynx, anal canal)
➡Statified Cuboidal(eg: Sweat glands, developing ovarian follicle)
➡Stratified Columnar (eg: Conjunctiva)
চলুন একটু Epithellium Cell সম্পর্কে জেনে আসি-
প্রতিটি Epithelium Cell এর ৩টি অংশ রয়েছেঃ
- Apical Domain
- Lateral Domain
- Basal Domain
আজকে শুধু আলোচনা করব Apical Domain নিয়ে।
Apical Domain এ ৩টি অংশ থাকেঃ
1) Micro-villi:- আকারে সবচেয়ে ছোট এবং immotile।
2) Stereo-cilia:- আকারে মাঝারি এবং immotile।
3) Cilia:- আকারে বড় এবং motile।
Micro-villi:- এটি সবচেয়ে ছোট কোষের Cytoplasmic villi। এটি গঠিত হয়-
Actin filament দিয়ে, Actin filament গুলো পরস্পরের সাথে আবদ্ধ থাকে Actin binding protein ( Fimbrin, villin, cross-linking F-actin) দিয়ে।
আবার micro-villi-এর base এর Actin filament আবদ্ধ থাকে intermediate filament এর সাথে এবং Base এর actin filaments পরস্পরের সাথে আবদ্ধ থাকে myosin-II protein দ্বারা।আর প্রাচীরের সাথে আবদ্ধ থাকে spectrin protein দ্বারা। অপর দিকে Cytoplasmic villi অংশের সাথে Actin filament যুক্ত থাকে Myosin-I protein দ্বারা।
Micro-villi এর কাজঃ– এটি মূলত কোষীয় Absorption-এ সাহায্য করে (Cell এর surface Area বাড়িয়ে)
Stereo-cilia:– Stereo-cilia, micro-villi-এর মতই গঠন যুক্ত। তবে আকারে micro-villi থেকে একটু বড়।
–Stereo-Cilia এর কাজঃ কোষের surface area বাড়িয়ে absorption-এ সাহায্য করে।
Cilia:– Cilia আকারে বড় (micro-villi এবং stereo-cillia-এর চেয়ে বড়)। এর গঠন নিম্নরূপঃ-
এর base-এর দিকে থাকে micro-tubules এর স্তর। যাকে বলে microtubules triplet। অর্থাৎ ৩টি করে tube থাকে প্রতিটি plet-এ। এখানের প্রতিটি টিউব তৈরি হয় microtubule-protofilament (tubuline) দ্বারা।
এরপর প্রতিটি triplet থেকে দুইটি করে tube উপরে উঠে। একে বলে micro-tubule dublet।এক্ষেত্রে প্রতিটি micro-tubule dublet একে অপরের সাথে যুক্ত থাকে Nexin link Protein দিয়ে। Radial spoke protein দিয়ে central micro-filament-এর সাথে যুক্ত থাকে প্রতিটি micro-tubule dublet।
–এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলঃ-
প্রতিটি micro-tubule dublet-এ দুটি Dynein arms থাকে। এই Arms এ এক প্রকার enzyme থাকে যা ATP কে ভেঙে শক্তি উৎপন্ন করে। এতে এই arm গুলো তার সামনের micro-tubule dublet কে স্পর্শ করতে চায়। এতে একটি biological motor তৈরি হয়। এর ফলে মূলত cilia বাঁকা হয় এবং চারদিকে দুলতে থাকে।
Clinical:-
যদি কোন কারণে এই Dynein arms protein উৎপন্ন না হয় ( to genetical defect or others reasons) তাহলে ATP থেকে energy উৎপন্ন হবে না। এতে biological motor stop হয়ে যাবে। এতে cilia immotile হবে। একে বলে Cilia Immotile Syndrome or “Kartagener Syndrome”।
-Cilia immotile হলে Respiratory tract এর মধ্যে দিয়ে ধুলাবালি এবং জীবাণু গুলো Respiration এর সময় ভিতরে প্রবেশ করবে।এতে Respiratory tract এর মধ্যে mucous পুরু হয়ে জমতে থাকে এবং Respiratory tract বন্ধ করে দেয়। এছাড়া Respiratory tract এবং Alveoli তে Infection হয়।
এছাড়া Cilia immotile হলে Sperms uterus দিয়ে চলাচল করতে পারবে না। এতে সন্তান জন্মদান ব্যহত হয়। এতে male infertility ঘটে।
Shawon
Jalalabad Ragib-Rabeya Medical College
Session: 2019-2020
Platform Academia/ Mainul Islam