ইদানিং ডা. মনসুর আলীর রাতে ঘুম হয় না। অনেক সময় নাইট ডিউটি থাকে তাই সময় পার হয়ে যায়, যেদিন থাকে না সেদিন সারা রাত জেগে বিভিন্ন বই পড়তে থাকেন। একদিন রাত ২ টায় কে যেন দরজায় টোকা দিল। ডা. মনসুর একা মানুষ তাই এত রাতে কে আসতে পারে ভেবে পাচ্ছিল না। তাও গিয়ে দরজা খুলে দেখল হলুদ পাঞ্জাবী পরা এক লোক। একটু সামনে এসে ডা. মনসুরকে বলল, ‘ভেতরে আসতে বলবেন না?’
ডা. মনসুর: ভালোই হয়েছে তুমি এসেছ, রাতে আমার এমনেও ঘুম হয় না।
হিমু : আমি জানি আপনার ঘুম হয় না তাই এসেছি, কিন্তু জিজ্ঞাসা করবেন না কিভাবে জানি।
ডা. মনসুর : আচ্ছা করব না। আসো ভেতরে এসে বসো। তোমার নোটবুক সাথে আছে তো?
হিমু : জি আছে, আজকে তো 3rd week of development নিয়ে আলোচনা করার কথা।
ডা. মনসুর : হ্যাঁ, তাহলে চল শুরু করা যাক।
Third week of development একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ এই week এর সবচেয়ে important event হল Gastrulation।
🔖Gastrulation
-The processs of formation of All 3 germ layers. (Germ layers: Ectoderm, Mesoderm, Endoderm).
📌একটি 15-16 দিনের embryo এর epiblast এর surface এ primitive streak দেখা গেলেই বুঝতে হবে gastrulation শুরু হয়েছে।
(Primitive streak: It’s a linear groove slightly bulging on either side of the surface of the epiblast at the caudal end of the dorsal aspect of the bilaminar germ disc)
📌Primitive streak appear হবার সাথে সাথে epiblast cell গুলো primitive streak এর দিকে migrate হতে শুরু করে এবং cell গুলো তখন tall columnar shape থেকে Flask shape হয়ে যায় এবং Epiblast থেকে আলাদা হয়ে যায়। Epiblast এর এই inward movement কে বলা হয় invagination। এই cell গুলো epiblast এবং Hypoblast এর মাঝে থেকে তৈরি করে embryonic endoderm (First germ layer in the body) এবং hypoblast cell গুলোকে replace করতে থাকে।
📌এই invagination প্রক্রিয়া চলতেই থাকে এবং epiblast এবং hypoblast এর মাঝে form হয় intraembryonic mesoderm/secondary mesoderm/parmanent mesoderm (2nd week of development এ Heuser’s membrane থেকে extraembryonic mesoderm develop করে)। এবং অবশিষ্ট epiblast cell গুলো ectoderm এ convert হয়। এভাবেই তিনটি germ layer তৈরি হয়। যেহেতু epiblast থেকেই তিনটি layer তৈরি হয়েছে তাই বলা হয়ে থাকে ‘Epiblast is the source of all three germ layers’
🔖Fate of Primitive streak
Primitive streak, intraembryonic mesoderm তৈরি করে। এছাড়াও একে primary organizer বলা হয়। organizer বলতে বোঝায় যারা কিছু chemical substances release করে এবং যার প্রভাবে Tissue differentiation হয়। Primitive streak এর influence এ notochord এবং secondary mesoderm তৈরি হয়ে থাকে।
Fourth week এর শেষে primitive streak টি completely disappear করে। কিন্তু মাঝে মাঝে sacrococcygeal region এ এর কিছু remnants থেকে যায় যারা proliferate হয়ে tumor তৈরি করে। একে sacrococcygeal teratoma বলে।
🔖Notochord
It’s an embryonic midline structure.
এটি vertebral column তৈরির অগ্রদূত হিসেবে কাজ করে থাকে। Primitive streak এর cranial end এ একটি round elevation তৈরি হয় যাকে Primitive node/primitive knot/Hensen’s node বলে। এই primitive knot থেকে notochord develop করে। Notochord পরবর্তীতে পুরোপুরি disappear করলেও এর দুটি remnant থেকে যায়। এর হল: Nucleus pulposus of the intervertebral disc & Apical ligament of dens of 2nd cervical vertebrae।
🔖Prochordal Plate
Bilaminar germ disc এর Hypoblast এর কিছু cell, comlumnar cell এ পরিণত হয় যাকে Prochordal plate বলা হয়। Embryo এর যেই অংশে prochordal plate তৈরি হয় তাকে বলা হয় cranial end এবং এর বিপরীত অংশকে বলা হয় caudal end।
🔖Further development of the trophoblast
Second week of development এর সময় trophoblast টি দুটি অংশে ভাগ হয়েছিল – Cytotrophoblast & Syncytiotrophoblast। 3rd week of development এর সময় এদের মধ্যে কিছু villous structure তৈরি হয় অর্থাৎ Primary, Secondary & Tertiary villi তৈরি হয়।
📌 Primary villi: Cytotrophoblast টি যখন Syncytiotrophoblast দ্বারা আবৃত থাকে অথবা তার ভেতর থেকে একটু villous structure তৈরি করে তখন তাকে primary villi বলে।
📌 Secondary Villi: Extraembryonic somatopleuric mesoderm যখন cytotrophoblast এবং syncytiotrophoblast দিয়ে আবৃত থাকে তখন তাকে secondary villi বলে।
📌 Extraembryomic mesoderm এর ভেতর যখন blood vessel develop করে তখন তাকে tertiary villi বলে।
📌 যেসকল villi, chorionic plate থেকে decidua পর্যন্ত extend করে তাদের Stem অথবা anchoring villi বলে। এদের branch গুলোকে আবার terminal villi বলে। এরা nutrition maintain করতে সাহায্য করে।
আস্তে আস্তে chorionic cavity টিও বড় হতে থাকে এবং সরু connective stalk এর মাধ্যমে trophoblastic shell এর সাথে যুক্ত হয়। Connective stalk পরবর্তীতে umbilical cord এ পরিণত হয়।
ডা. মনসুর: তো হিমু, অনেক কিছু তো বলে ফেললাম, বুঝলে তো সবকিছু?
হিমু: যতটুকু বুঝেছি ডাক্তার সাহেব ততটুকুই যথেষ্ট।
ডা. মনসুর: তুমি এতকিছু জেনে করবেটা কি?
হিমু: মানুষ তো অনেক কিছুই জানতে চায় ডাক্তার সাহেব, কারণে অকারণে জানতে চায়। আমিও সেই কাতারের।
ডা. মনসুর: তুমি বসো, আমি চা করে আনি
হিমু: না ডাক্তার সাহেব আজকে থাক, আমি আজ উঠি। আজকে রাতে আপনার অনেক ভালো ঘুম হবে।
ডা. মনসুর: তুমি কিভাবে বুঝলে? আমার তো রাতে কখনোই ভালো ঘুম হয় না।
হিমু: আমি আজ উঠি।
এই বলেই হিমু চলে গেল। সেই রাতে ডা. মনসুর এর অনেক ভালো ঘুম হয়েছিল। তারপর থেকে তার আর কখনো ঘুমের সমস্যা হয়নি। কিভাবে হিমুর কথা মিলে গেল?
মাঝে মাঝে কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না।
(Ref: Langman’s Medical Embryology 14th edition, Easy Embryology by Dr. Chandona Sorcar – 1st edition)
Platform Academia/ Bayezid Hasan
Patuakhali Medical College
Batch: Pk-05
Session: 2018-19
Pingback: হিমু এবং ডাক্তার মনসুরের 3rd to 8th week of development নিয়ে যত কথা – Platform | CME