♦জ্বর কেন হয়??
বলা হয়ে থাকে যে জ্বর হবার জন্য দায়ী হলো Pyrogen। এখন pyrogen কোথা হতে আসে? Pyrogen বাহ্যিক পরিবেশ থেকে আসতে পারে আবার
শরীরের ভিতরেও তৈরি হতে পারে।
যে সকল pyrogen বাহ্যিক পরিবেশ থেকে আসে সেগুলাকে বলা হয় Exogenous pyrogen যেমনঃ
Bacterial product LPS, Viral product, Toxin ইত্যাদি।
অন্যদিকে যেসকল pyrogen দেহের ভিতরেই তৈরি হয় সেগুলাকে বলা হয় Endogenous pyrogen।
যেমনঃ IL-1, TNF হাবিজাবি।
তো এখন কথা হলো Pyrogen কিভাবে জ্বরের কারন হতে পারে??
মূলত Pyrogen কি করে, Cell এর ভিতরে বিদ্যমান একটি প্রোটিন এর কার্যকরিতা বৃদ্ধি করে দেয়। যেটাকে বলা হয় Enzyme activation। আর যে Enzyme টাকে
activated করে তার নাম হলো Cyclo-oxy-genase
enzyme। কি লাভ এই Cyclo-oxy-genase enzyme কে activate করে???
আমাদের যে cell আছে সেগুলির আবরনী বা cell membrane গঠিত হয় স্নেহ দিয়ে। আর এই আদর স্নেহের আবরনীর মূল উপকরন হল Lipid যার নাম
Arachidnoic acid সংক্ষেপে যাকে বলা হয় AA।
তো ঐ Cyclo-oxy-genase enzyme যেটা কিনা Pyrogen দিয়ে activated হয়েছিল, সেই Cyclo-oxy-genase enzyme আমাদের যে Brain এর Hypothalamus, সেখানকার Vascular এবং Perivascular cell এর arachidnoic acid কে ভেঙ্গে ফেলে। আর ভেঙ্গে যা তৈরি করা তার নাম হলো
Prostaglandins। অথবা Specific ভাবে বললে Prostaglandins E2।
এখন এই Prostaglandins E2 Hypothalamus এ PG Receptor এর সাথে সংযুক্ত হয়। যার ফলে হাইপোথ্যালামাসে cAMP র পরিমান অস্বাভাবিক ভাবে বেড়ে যায়। আর এই cAMP হাইপোথ্যালামাসের temperature set point বাড়িয়ে দেই যে কারনে আমাদের দেহ গরম অনুভূত হয় আর এটাকেই আমরা জ্বর বলি।
ডা.নোমান আব্দুল্লাহ্
Jahurul Islam Medical College (2014-15)
Platform Academia/ Sushmita Akter