Blog

ওলা বিবি : The Disease Caused by Vibrio cholerae

গ্রামে ওলা বিবি এসেছে। যে বাড়িতে ওলা বিবি ঢুকছে সে বাড়িটা একদম তছনছ করে ফেলছে। ইতোমধ্যে মাঝি বাড়িতে ওলা বিবি ঢুকেছে এবং আম্বিয়ার বাবা নন্তু শেখ মারা গেছে। আম্বিয়া কাঁদছে। মন্তু তাকে শান্তনা দেওয়ার চেষ্টা করছে। ও যখন বাড়ি ফিরে এলো, তখন বেশ রাত হয়েছে। বারবাড়ি থেকে মন্তু শুনতে পেল গনু মোল্লা ওরা বসে বসে কী যেন আলাপ করছে।
গনু মোল্লা বলছে, সব অইছে খোদার কুদরত বাপু। নইলে এই দিনে তো কোনদিনই ওলা বিবিরে আইতে দেহি নাই।
মকবুল বললো, ওলা বিবির আর আজকাইল দিনকাল কিছু নাই। যহন-তহন আহে।
আমেনা বললো, এক পা খোঁড়া বিবির। তবু যেন কেমন কইরা এত বাড়ি বাড়ি যায়, আল্লা মালুম।
ওর কথা শেষ না হতেই টুনি জিজ্ঞেস করলো, ” আমারে একটু এই কলেরার ব্যাপার স্যাপার বুঝাইয়া দিবা বুবু? “

তখন টুনিকে বোঝাতে লেগে গেলো আমেনা।

আমেনা: শোন,
কলেরা ভিব্রিও কলেরা (Vibrio cholerae) নামক ব্যাকটেরিয়া ঘটিত
ক্ষুদ্রান্ত্রের একটি সংক্রামক রোগ।
টুনি: কলেরা হলে শরীরে কি কি হয়?
আমেনা:
⭕ Symptoms of cholera are-
➡️ Watery diarrhea (loose Stool/ চাল ধোয়া পানির মতো )
➡️ Vomiting
➡️ Dehydration (loss of water in the body causing weakness or dizziness

টুনি: কলেরা কি ছোঁয়াচে?

আমেনা: Cholera খুব দ্রুত ছড়ায় এমন একটি রোগ। সাধারণত আক্রান্ত রোগীর মলের মাধ্যমে এ রোগ ছড়ায়। পয়ঃপ্রণালীর সুষ্ঠু ব্যবস্থার অভাবে আক্রান্ত ব্যক্তির মল, খাবার ও পানির সংস্পর্শে এসে খাবার ও পানিকে দূষিত করে। পরবর্তীতে উক্ত খাবার ও পানি গ্রহণের মাধ্যমে কলেরার জীবাণু সুস্থ মানুষের দেহে প্রবেশ করে আক্রান্ত করে। অর্থাৎ Cholera ছড়ায় Feco-oral route এ। সাধারণত যে কোন পরিবেশেই কলেরার জীবাণু দীর্ঘদিন বেঁচে থাকতে পারে।

টুনি: এহন কি হইবো আপা? গ্রামের মানুষরে কেমনে বাঁচানো যায়? কোন উপায় কি নাই?

আমেনা: অবশ্যই উপায় আছে, কলেরা থেকে বাঁচতে হলে যা করতে হইবো তা হইল

🔵 মহামারী চলাকালীন কলেরার নিয়ন্ত্রণ: –

1) Verification of disease.

2) Notification : কলেরা স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে লক্ষণীয় রোগ। সকল স্তরের স্বাস্থ্যকর্মীরা রোগ নির্ণয় করেন, এটি নিশ্চিত হওয়া উচিত যে স্থানীয় পরিচর্যা কর্তৃপক্ষকে তাৎক্ষণিক পরিচয় সনাক্ত করতে হবে এবং কেসগুলি অবহিত করতে হবে।

3) Early case finding.

৪) Establishment of treatment center– কলেরা নিয়ন্ত্রণে রোগীদের চিকিৎসা করা উচিত নয়। এই লক্ষ্য অর্জনের জন্য, সম্প্রদায়টিতে সহজেই গ্রহণযোগ্য চিকিৎসা সুবিধা প্রতিষ্ঠা করা প্রয়োজন।

5) Rehydration therapy : By
➡️ Oral rehydration
➡️ Intervenous rehydration
➡️ Maintainance therapy.

6) Adjunct therapy: Tetracycline is the antibiotic of choice.

7) Epidemiological investigation.

8) Sanitation measures

পানির গুণগত মান নিয়ন্ত্রণ
পয়ঃনিষ্কাশন
খাদ্য স্যানিটেশন
জীবাণুমুক্ত করণ।

9) Chemo prophylaxis.

10) Vaccination.

11) Health education :
🟢 নিম্নোক্ত বিষয়গুলোর উপরে সকলকে জানাতে হবে-

ORS এর সহজ কার্যকারিতা।
তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রাথমিক রিপোর্ট করার সুবিধা।
স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ।
খাওয়ার আগে এবং মলত্যাগের পরে হাত ধোয়া।
রান্না করা খাবার, গরম খাবার এবং নিরাপদ পানির সুবিধা।

টুনি: তাইলে এই গজব নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, শুধু স্বাস্থ্যবিধি মানিয়া চিকিৎসা নিলেই হইবো, তাইনা বুবু?

আমেনা – হ, একদম ঠিক!

Reference : K.Park.
Park’s textbook of preventive and social medicine, 24th edition.

Platform Academia/
Monadia Chowdhury
Southern medical college
2017-2018

Leave a Reply