রসায়নের বিখ্যাত পারমাণবিক তত্ত্বের জন্মদাতা জন ডাল্টন। তিনি ছিলেন বর্ণান্ধ বা Colour blind । তিনি সবুজ রঙ বুঝতে পারতেন না।
“When a person is unable to distinguish some colors from others”
অর্থাৎ, যখন কোন ব্যাক্তি কোন রঙ অন্য রঙ থেকে আলাদা করতে পারেন না, তাকে বর্ণান্ধ বা Colour Blind বলা হয়।
এটি একটি Sex linked inherited disorder। প্রতি ১০০ জনে ৮ জন পুরুষ এবং প্রতি হাজারে ৪ জন মহিলা Colour blind।
আমাদের চোখের রেটিনাতে উপস্থিত Cone cell গুলোর কাজ হলো colour vision।
THOMAS YOUNG এর TRICHROMATIC THEORY অনুসারে রেটিনায় তিন ধরণের Cone cell রয়েছে।
 যাদের একেকটি তিনটি প্রাথমিক রঙ(লাল,নীল ও সবুজ) দ্বারা Stimulate হয়। প্রাথমিক রঙগুলো আলাদা ভাবে একধরণের Cone cell  কে Stimulate করে আর অন্যান্য রঙ গুলো এদের যেকোন দুই ধরণের Cell কে Stimulate করে। সাদা রঙের জন্য তিন ধরণের  Cone cell ই Stimulate হয়।
Colour blind মানেই কোন ব্যাক্তি সবকিছু সাদা-কালো দেখবেন তা নয়। Colour blindness এর অনেক Classification রয়েছে। Total Colour blindness খুবই Rare।
“Young-Helmholtz trichromatic theory” অনুসারে Colour blindness তিন ধরণের:
💠 Monochromatism: এটিই Total Colour blindness, যেখানে ব্যাক্তি বর্ণালীর কোন রঙই দেখতে পান না। সাদা-কালো বা বিভিন্ন Grey shade দেখতে পান।
💠 Dichromatism: এখানে ব্যাক্তি যেকোন একটি প্রাথমিক রঙ দেখতে পান না।
✴️Protanopia: এখানে লাল রঙের Receptor Cone cell গুলোতে Defect থাকে। তাই লাল রঙ ভালভাবে দেখা যায় না। লাল ও সবুজ রঙের মধ্যে Confusion তৈরি হয়।
✴️Deuteranopia: সবুজ রঙের Receptor Cone cell গুলো Defected হয়। তাই সবুজ রঙ চিনতে Confusion তৈরি হয়।

✴️Tritanopia: নীল রঙের Receptor Cone cell না থাকায়,নীল রঙ চিনতে Confusion হয়।
💠 Trichromatism: এখানে ব্যাক্তি তিনটি রঙই চিনতে পারেন। কিন্তু রঙের Intensity সঠিকভাবে ধরতে পারেন না।
✴️Protanomaly: এখানে লাল রঙের Receptor cell গুলো Weak থাকে।
✴️Deuteranomaly: এখানে সবুজ রঙের Receptor cell গুলো Weak হয়।
✴️Tritanomaly: এখানে নীল রঙের Receptor cell গুলো Weak থাকে।
Colour blindness detect করার কিছু Method ও রয়েছে:-
 🔹Ishihara color charts 
 🔹 Holmgren colored wool 
 🔹 Edridge-Green lantern

এতক্ষণে আমরা নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছি, Colour Blindness এর জন্য আসলে কেন হয়।
***কিন্তু,জন ডাল্টন ভাবতেন, তার চোখের Vitreous humor অন্যদের মতো স্বচ্ছ নয় – নীল রঙের। এজন্যই তিনি Colour Blind. 
 মৃত্যুর পর কি হবে না হবে তা নিয়ে অনেকেই  উইল করে যান। জন ডাল্টন একটি অদ্ভূত ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, মৃত্যুর পর যাতে তার চোখের Vitreous humor পরীক্ষা করে দেখা হয় তা নীল বর্ণের কি না।
 ১৮৪৪ সালে ডাল্টনের মৃত্যুর পর তার এ ইচ্ছাকে সম্মানিত করা হয়। Dr. Joseph A Ransome  নামের একজন বিজ্ঞানী তার চোখ কাটেন। তিনি দেখেন, ডাল্টনের Vitreous humor অন্য সকলের মতোই স্বচ্ছ। এরপর Ransome ডাল্টনের চোখগুলো একটি পাত্রে রাসায়নিক দিয়ে সংরক্ষিত করে রাখেন। 
Colour blindness একটি Sex linked inherited disorder হলেও আরো কিছু Causes of Colour blindness রয়েছে। যেমন:
🔷Trauma: Accident বা Stroke এর কারণে চোখের Injury হলে।
🔷Chronic Diseases : কিছু Chronic Disease ও Colour blindness এর কারণ হতে পারে:-
 i.Glaucoma
 ii.Degeneration of macula of eye
 iii.Retinitis
 iv.Sickle cell anemia
 v.Leukemia
 vi.Diabetes
 vii.Liver diseases 
 viii.Parkinson’s disease
 ix.Alzheimer disease
 x.Multiple sclerosis.
🔷Drugs: যেসব Drugs Colour blindness এর জন্য দায়ী হতে পারে:-
 i.Antibiotics
 ii.Antihypertensive drugs
 iii.Antituberculosis drugs 
 iv. Barbiturates 
 v. Drugs used to treat psychological problems and neural disorders
🔷Alcoholism : Chronic alcoholism এর কারণেও Colour blindness দেখা দিতে পারে।
🔷Aging: ষাট বছরের বেশি বয়সের মানুষে চোখে বিভিন্ন Change এর কারণে 
 Colour Blindness দেখা দিতে পারে।
Genetic কারণে হওয়া Colour Blindness এর Proper Treatment না থাকলেও অন্যান্য Cause গুলো Minimize করে Colour vision improve করা যায়। চশমায় Coloured filter ব্যাবহার করেও Colour vision improve করা হয়।
***October 31, 1794  তারিখে The Literary and Philosophical Society of Manchester এর মিটিং এ ২৮ বছর বয়সী যুবক ডাল্টন তার গবেষণাপত্র “Extraordinary Facts Relating to the Vision of Colours: with observations by Mr. John Dalton.” প্রকাশ করেন।এর প্রায় দেড়শ বছর পর ইংল্যান্ডের আণবিক জীববিজ্ঞানীরা মাঠে নামেন। তারা ডাল্টনের চোখের রেটিনার নমুনা সংগ্রহ করেন। এ নমুনা থেকে তারা ডিএনএ বের করেন।
 জন ডাল্টন বর্ণান্ধতা নিয়ে যে অনুকল্প(হাইপোথিসিস) স্থাপনের মাধ্যমে যে পরীক্ষা শুরু  করেছিলেন, তা শেষ হলো মৃত্যুর দেড়শ বছর পর।
Reference :
Essentials of Medical Physiology, Sixth Edition, 
K Sembulingam PhD 
and 
Prema Sembulingam PhD,
 Madha Medical College & Research Institute, 
Kundrathur Main  Road, Kovur,  Thandalam (Near Porur) Chennai,  Tamil Nadu, India.
Website:https://hekint.org/2017/01/22/john-daltons-eyes-a-history-of-the-eye-and-color-vision-part-one/
Platform Academic Division/Deba Jyoty Akhanda
BGC Trust Medical College 
Session : 2018-19
