Blog

ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া

ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এবং ডক্টরাল ডিগ্রি প্রোগ্রামে পড়াশুনার জন্য একটি বিখ্যাত প্রতিযোগিতামূলক স্কলারশিপ। আগামী মাসে ২০২৫ এ এই স্কলারশিপের প্রোগ্রামগুলোতে আবেদনের প্রক্রিয়া শুরু হবে। আমি গত ২০২২ এ এই স্কলারশিপ নিয়ে ইউরোপে আসি। এবং ইউরোপের দুইটা দেশের ইউনিভার্সিটিতে পড়াশুনা করে এই বছর আমার মাস্টার্স শেষ করেছি। অনেকেই আমার কাছে ইনবক্সে এই স্কলারশিপ নিয়ে জানতে চান কিন্তু সবাইকে একজন একজন করে উত্তর দেয়া আমার পক্ষে অসম্ভব তাই এই স্কলারশিপে আবেদন করার প্রক্রিয়া এই পোস্টে আলোচনা করার চেষ্টা করছি।

আবেদন করার সময়: প্রতিবছর অক্টোবর- জানুয়ারি

Selection of the program

ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি (EMJMD) ক্যাটালগ দেখে আপনি বিভিন্ন কোর্সের তথ্য পাবেন।

https://www.eacea.ec.europa.eu/…/erasmus-mundus…

আপনি যেকোনো প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন যা আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং ক্যারিয়ার লক্ষ্যের সাথে মানানসই। প্রতিটি প্রোগ্রামের জন্য আলাদা আলাদা করে রিকোয়ারমেন্ট পাবেন সংশ্লিষ্ট প্রোগ্রামের ওয়েবসাইটে। সেখান থেকে বুঝতে পারবেন আপনি সেই প্রোগ্রামে আবেদন করার জন্য এলিজিবল কিনা.

General requirement for all programe

মাস্টার্সে অ্যাপ্লিকেশনের জন্য আপনার অবশ্যই ১৮০ ক্রেডিটের ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে। ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী সাধারণত ১ বছরকে ৬০ ক্রেডিট হিসেবে ধরা হয়। আর বাংলাদেশে মেডিকেল গ্র্যাজুয়েশনের সময় সীমা ৫ বছর তাই তাদের ১৮০ ক্রেডিটের বেশিই থাকে। ইংরেজি ভাষায় দক্ষতা প্রয়োজন, তাই IELTS বা TOEFL এর মতন ইংরেজি দক্ষতার পরীক্ষার স্কোর থাকতে হবে।

Necessary documents-

একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট

ট্রান্সক্রিপ্ট এর WES এভালুয়েশন করার প্রয়োজন নেই তবে ইউনিভার্সিটি সব গুলো প্রফেশনাল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট একসাথে করে একটা ট্রান্সক্রিপ্ট করতে হবে।

পাসপোর্টের কপি

সিভি (EUROPASS ফরম্যাটে)

মোটিভেশন লেটার/ statement of purpose (SOP) এটাতে আপনাকে লিখতে হবে আপনি কেনো এই প্রোগ্রামে পড়তে চান। কিভাবে এই প্রোগ্রাম আপনার ইন্টারেস্ট ও এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সাথে জড়িত। গুগল করলে অনেক অনেক স্যাম্পল পাবেন SOP এর। চেষ্টা করবেন সেগুলো দেখে নিজের SOP নিজে তৈরী করার। অনেকেই জানতে চান মেডিকেলের স্টুডেন্টদের এক্সপেরিয়েন্স কিভাবে লিখতে হয় SOP তে। মনে রাখবেন এটা SOP একটা গল্পের মতো। আপনার জীবনে কি কি করেছেন যা আপনাকে সংশ্লিষ্ট প্রোগ্রামে পড়ার জন্য উপযুক্ত করেছে সেটাই আসল আপনার SOP। তাই সময় নিয়ে চিন্তা করে SOP লিখবেন।

রেফারেন্স লেটার (২-৩ টি)- একাডেমিক ও প্রফেশনাল

রেফারেন্স লেটার আপনাকে আপনার প্রফেসর বা অফিসের সুপারভাইজার দিবেন। এখানে তিনি লিখবেন যে আপনি তার সাথে কি কি কাজ করেছেন, এবং এই কাজ করার সময় আপনি কিভাবে আপনার স্কিল ডেভেলপ করেছেন সংশ্লিষ্ট প্রোগ্রামের জন্য। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকেই আপনার রেফারেন্স লেটার ড্রাফট করতে হবে এবং তারপর সেটা আপনার সুপারভাইজার/প্রফেসরের থেকে সিগনেচার করিয়ে নিতে হবে। তবে, কিছু কিছু প্রোগ্রামে ডাইরেক্ট রেফারেন্স লেটার না চেয়ে বরং রেফারির ইমেইল অ্যাড্রেস চায়। আপনি ইমেইল অ্যাড্রেস দিলে তারাই রেফারিকে একটা ফরম পাঠাবে যেটা উনার পূরণ করে উনার মেইল থেকে স্কলারশিপ কমিটিকে পুনরায় পাঠাতে হবে। তাই প্রোগ্রামে অ্যাপ্লিকেশনের সময় আপনার রেফারিকে আগে থেকে জানিয়ে দিবেন যে আপনি অ্যাপ্লিকেশন করছেন এবং ইমেইল আসবে তার ইমেইল অ্যাড্রেসে।

ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট (IELTS/TOEFL)

অ্যাপ্লিকেশনের জন্য মিনিমাম স্কোর এক এক প্রোগ্রামে এক এক রকম। সংশ্লিষ্ট প্রোগ্রামের ওয়েবসাইট গেলেই জানতে পারবেন যে আপনার প্রোগ্রামে অ্যাপ্লিকেশনের জন্য স্কোর কত হতে হয়।

কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে)

ভলান্টারি কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে)

Online application:

আপনি যে প্রোগ্রামে আবেদন করতে চান, সেই প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করুন। সব প্রোগ্রামের আলাদা আলাদা আবেদন ফর্ম থাকে, এবং এটি অনলাইনে জমা দিতে হয়।

টিপস:

প্রতিটি প্রোগ্রামের নির্দিষ্ট ডেডলাইন অনুসরণ করুন।

সব ডকুমেন্ট নির্ভুল ও পরিষ্কারভাবে প্রস্তুত করুন।

মোটিভেশন লেটার ও সিভি যথাযথভাবে তৈরি করুন, কারণ এগুলো আপনার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যেকোনো কিছু অন্য কারো কাছে জানতে চাওয়ার আগে নিজে গুগলে তথ্য খোঁজার চেষ্টা করুন। আমি জানি গুগলে অনেক অনেক তথ্য যা দেখে আপনার কনফিউশন হতে পারে কিন্তু সেটাতে ভয় পাবেন না। আপনি যখন কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে খোঁজার চেষ্টা করবেন আপনি অবশ্যই আপনার প্রয়োজনীয় অধিকাংশ তথ্য পেয়ে যাবেন। এর পর আপনি যখন কাওকে জিজ্ঞেস করবেন তখন আপনার জন্য যেমন ব্যাপারগুলো বোঝা সহজ হবে তেমনি যার কাছে সাহায্য চাচ্ছেন তারও আপনাকে সাহায্য করা সহজ হবে।

শুভ কামনা সবার জন্য!!

Writer: Dr. Naomi Noor

Leave a Reply