Blog

স্কলারশীপ নিয়ে উচ্চশিক্ষা হাঙ্গেরীতে- পর্ব ১

প্রথমে বলে রাখি এই বিশাল লম্বা পোস্টটি তাদের জন্য না যারা অলরেডি কানাডা কিংবা আমেরিকাতে ফুল ফান্ডেড পাওয়ার জন্য এলিজিবল। যাদের রিসার্চ এক্সপেরিয়েন্স নেই, যারা ফুল স্কলারশীপ ম্যানেজ করতে পারছেন না, যারা আমার মতো নিম্ন-মধ্যবিত্ত ফ্যামিলির এবং কানাডা বা আমেরিকার ইউনিভার্সিটির টিউশন ফিস পে করার মতো ক্যাপাবিলিটি নেই – তাদের জন্য এই পোস্টটি কাজে লাগতে পারে।

আমার জার্নিঃ

প্রথমে বলে রাখি, সবার মতো আমারও এমবিবিএস পাশ করার পর কোন রিসার্চ এক্সপেরিয়েন্স ছিলনা। এখন আমার যদি কোন রিসার্চ এক্সপেরিয়েন্স না থাকে তাহলে বড় বড় প্রফেসররা কেন আমাকে মাসে লাখ লাখ টাকা ফান্ড দিয়ে বাংলাদেশ থেকে আনবে। বছরে একজন প্রফেসর মাত্র ২/৩ জন ইন্টারনেশনাল স্টুডেন্ট ফুল ফান্ডে আনতে পারে। কিন্তু তাদের কাছে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে প্রতি সপ্তাহে শত শত স্টুডেন্ট ইমেইল করে ফুল ফান্ডের অপরচুনিটি চেয়ে। তাহলে ভাবে দেখুন, অবশ্যই আপনাকে বেশ ভালো একটা প্রোফাইল নিয়ে তাদের সাথে কম্পিট করে আসতে হবে। অতএব রিসার্চ ব্যাকগ্রাউন্ড না থাকলে ফুল ফান্ডে আসা নেয়ারলি ইম্পসিবল।

এখন প্রশ্ন আসতে পারে আমি কিভাবে এমবিবিএস পাশ করার পর রিসার্চ প্রোফাইল এনরিচ করলাম এবং কানাডাতে ফুল ফান্ডে আসলাম? আমি এমবিবিএস পাশ করার পর ইউকেতে চলে যাই কোর্স-বেইজড মাস্টার্স করার জন্য। আমার এমবিবিএস রেজাল্ট এবং আইএলটিএসের রেজাল্টের উপর আমি ৭০% স্কলারশিপ পাই। সেই ইউকেতেই আমার রিসার্চের হাতেখড়ি। ক্লিনিকালের পাশাপাশি বায়োমেকানিক্স (স্পোর্টস সাইন্স) নলেজ আমাকে দারুনভাবে হেল্প করে একটি স্ট্রং প্রোফাইল তৈরি করতে। ফলস্বরুপ, আমি ইউএসের স্ট্যানফোর্ড, টেক্সাস ইউনিভার্সিটি (পার্সিয়াল ফান্ড) সহ কানাডার তিনটি ভার্সিটি থেকে ফুলফান্ডেড অফার পাই। অতএব, এইখানে প্রোফাইল এনরিচ করাটাই হচ্ছে মুখ্য।

আমি ভাই সেইম সিচুয়েশনে এখন আমি কি করতে পারি?

অবশ্যই বসে না থেকে আগাতে হবে। আপনার ফাইনাল ডেস্টিনেশন ফিক্সড রাখেন। জাস্ট মাঝখানে একটা যাত্রাবিরতি নিয়ে নিজেকে ঝালিয়ে নেন। আমেরিকা-কানাডাতে ফুল ফান্ড পাওয়া একটু টাফ, কিন্ত কোন রিসার্চ এক্সপেরিয়েন্স ছাড়াই আপনি চাইলে ইউরোপের বিভিন্ন দেশে ফুলফান্ডে মাস্টার্স করে আপনার স্বপ্নের দেশে ফুল ফান্ডে পড়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারেন। বিসিএসের জন্য তো ভাই ২/৩ বছর খাটেন, ১/২ বছর একটু বিদেশে পড়াশোনার জন্য খাটেন – কয়েকগুণ সম্মান আর টাকা নিয়ে বাঁচতে পারবেন।

কি কি অপশন আছেঃ

ইউরোপের বিভিন্ন দেশে ফুল ফান্ডেড স্কলারশিপ আছে। সুইডেন এবং ডেনমার্ক সবচেয়ে জনপ্রিয়। তাদের ফুল ফান্ডেড স্কলারশিপ কিছুটা কম্পিটিটিভ, কিন্তু এমবিবিএসে ভালো মার্ক্স থাকলে পাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া এস্তোনিয়া, অস্ট্রিয়া, এবং ফিনল্যান্ডে নামেমাত্র টিউশনি ফিসে মাস্টার্স করা যায়।

আমার রেজাল্ট এভারেজ, এখন কি করবো?

ইউরোপের দেশ হাঙ্গেরিতে প্রতি বছর ফুল স্কলারশিপ নিয়ে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা বিভিন্ন দেশ থেকে পড়তে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মেডিকেলের গ্রেজুয়েটরা যোগ্যতা থাকার পরেও জানার অভাবে সুযোগটা মিস করে যায়।

হাঙ্গেরি দেশটার পড়াশোনার কোয়ালিটি কেমন?

হাঙ্গেরির পড়াশোনার মান অত্যন্ত উচ্চমানের এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশেষ করে মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, এবং হেলথ সায়েন্সেসে হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের শিক্ষা এবং গবেষণা প্রদান করে। হাঙ্গেরির অনেক বিশ্ববিদ্যালয়, যেমন Semmelweis University এবং University of Debrecen, ইউরোপের শীর্ষস্থানীয় মেডিকেল স্কুলগুলোর মধ্যে গণ্য হয়, যেখানে আধুনিক ল্যাব, উন্নত ক্লিনিক্যাল প্রশিক্ষণ, এবং গবেষণার সুযোগ থাকে।

শিক্ষা ব্যবস্থা ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিচালিত হয়, যার ফলে এখানকার ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজের সুযোগ দেয়। শিক্ষকরা গবেষণায় অভিজ্ঞ এবং তারা শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানোর ওপর জোর দেন, যা শিক্ষার্থীদের বাস্তব জীবনের সমস্যা সমাধানে দক্ষ করে তোলে। এ ছাড়া, হাঙ্গেরিতে পড়াশোনার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম, যা একটি বড় সুবিধা।

কি স্কলারশিপ আছে?

হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য বেশ কিছু স্কলারশিপ সুযোগ আছে, যার মধ্যে Stipendium Hungaricum স্কলারশিপটি সবচেয়ে জনপ্রিয় এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা। এই স্কলারশিপে আপনি টিউশন ফি ওয়েভের পাশাপাশি মাসিক ভাতা, আবাসন ও স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। এছাড়াও, Erasmus+ এবং CEEPUS প্রোগ্রামের আওতায় হাঙ্গেরির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। Tempus Public Foundation থেকেও কিছু স্কলারশিপ দেওয়া হয়, যা বিশেষভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য।

আজ আমি আপনাদের Stipendium Hungaricum স্কলারশিপ সম্পর্কে বলবো।

কোন কোন বিষয়ে মাস্টার্স করতে পারবো?

1. MSc in Public Health: Focuses on global health issues, epidemiology, health policies, and public health management. It would be an excellent choice if you’re interested in health promotion, disease prevention, or public health research.

2. MSc in Clinical Sciences: Includes specializations like internal medicine, surgery, cardiology, or infectious diseases.

3. MSc in Biomedical Sciences: If you are inclined toward research, you can explore fields like pharmacology, molecular medicine, or medical biotechnology.

4. MSc in Medical Rehabilitation or Physical Therapy: Ideal if you want to specialize in rehabilitation sciences, sports medicine, or physical therapy.

কোন কোন ইউনিভার্সিটিতে পড়তে পারবো?

1. Semmelweis University: Hungary’s oldest and most prestigious medical university, offering programs in clinical medicine, public health, and biomedical sciences.

2. University of Debrecen: Offers various medical-related master’s degrees in fields like public health, clinical sciences, and molecular biology.

3. University of Pécs: Has a strong emphasis on health sciences and public health, with an internationally recognized medical faculty.

4. University of Szeged: Known for its research-intensive medical and health sciences programs

5. Eötvös Loránd University (ELTE): Good for biomedical science and public health.

স্কলারশিপের সুবিধা

  • টিউশন ফি ওয়েভ: আপনার পুরো পড়াশোনার জন্য টিউশন ফি থেকে সম্পূর্ণ ফ্রি করে দিবে।
  • মাসিক ভাতা: প্রতি মাসে HUF 43,700 (~€120) ভাতা পাবেন যা আপনার লিভিং এক্সপেন্স কাভার করার জন্য প্রদান করা হবে।
  • আবাসন সহযোগিতা: ফ্রি ডরমিটরি বা HUF 40,000 (~€110) প্রতি মাসে পাবেন যদি ডরমিটরি না পান।
  • স্বাস্থ্য বীমা: হাঙ্গেরির আইন অনুযায়ী প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং অতিরিক্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। অর্থাৎ, আপনার উন্নত চিকিৎসা সম্পূর্ণ ফ্রি।

(পোস্টের ২য় পর্বে আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে, ইন-শা-আল্লাহ।)

Sabbir Ahmed Sany

FMC (2011-12)

Memorial University of Newfoundland, Canada

Leave a Reply