Medicine

তিতলি ও তার দাদাজানের E.coli নিয়ে আলোচনা (পর্ব-২)

কিছুক্ষণের মধ্যেই বড় চাচার ঘর থেকে দাদাজান ফিরে আসলেন এবং বললেন “তোর বড় চাচা একটা আস্ত গাধা! বলে কিনা, পৃথিবীর কোন ওজন ই নেই, যা আছে তা হলো ভর!” দাদাজানের কথা শুনেও তিতলি চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে পড়ছিল। “এখনও পড়ছিস, তাইনা? তখন না উঠে তোর কাছে বসে পড়া শুনলেই ভাল…

Some discussion about Shortening of PR interval

AVRT (Atrioventricular Reentrant Tachycardia). WPW (Wolff Parkinson White) Syndrome. LGL (Lown Ganong Levine) Syndrome. সাধারণত AVRT তে এক ধরনের accessory pathway থাকে যেটা atrium এবং ventricle কে connect করে। Heart এ তিন ধরনের accessory pathway থাকে : Bundle of Kent. James bypass tract. Mahaim fibre. তবে আজকে একটু সামান্য চেষ্টা…

প্রতাপগড়ের Pyrexia

‘চিত্রচোর’ উপন্যাস ছাপা হওয়ার পরে ব্যোমকেশ এর বেশ নাম হয়েছে, এখন প্রায়ই বিভিন্ন কেস এ ব্যোমকেশের ডাক আসে। তবে ব্যোমকেশ এখন ঢালাওভাবে সব কেস নেয় না। কিছু নেয়, বাকিগুলো ছেড়ে দেয়। সংসারী মানুষ আমার বন্ধু। সারাক্ষণ দৌঁড়ঝাপ করলে বাড়ির খেয়াল কে রাখবে? আমার সাথে প্রকাশক দের বেশ খাতির জমে উঠেছে।…

Let’s Know about Parkinson’s Plus with Parkinson’s Disease

Today’s topic – 1. Parkinson’s Disease 2.  Parkinson’s plus syndrome 3. SDS (Shy-Drager Syndrome)   4. SROS (Steele Richardson Olszewski Syndrome)   5. OPCA (Olivopontocerebellar Atrophy)   6. Corticobasal degeneration ব্রিটিশ ফিজিশিয়ান জেমস পারকিনসন এর নামেই এই disease এর নামকরণ করা হয়েছে। জেমস পারকিনসন একে Shaking palsy নামে অভিহিত করেন। সাধারণত এই রোগ…

হাজার বছরের সেই পুরোনো এনিমিয়া |পর্ব- ১০: Hemolytic anemia|

ডাক্তার আপার কথা শুনে মন্তু কিছু একটা মনে করার চেষ্টা করছিল, তাকে দেখে ডাক্তার আপা বললেন, ” কি ব্যাপার মন্তু? কিছু বলবে কি?” মন্তু : জ্বে আপা, একটা প্রশ্ন আছিল। ডাক্তার আপা : হ্যাঁ, বল মন্তু। মন্তু : আপা, এতক্ষণ ধইরা RBC ছোট হইয়া যাওয়ার কথা কইলেন, বড় হইয়া যাওয়ার…

Fluid series 3: Normal Saline- এর প্যাঁচ।

Normal Saline কি Isotonic নাকি Hypertonic নাকি Hypotonic? আমি যদি বলি Medicine Ward- এ Normal Saline Isotonic আর ICU তে Normal Saline মৃদু Hypertonic, তখন সবার মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক, এটা কিভাবে সম্ভব? কোনো fluid absolutely Isotonic হওয়ার শর্ত দুইটাঃ Osmolarity of The Fluid এবং Plasma Osmolarity= 1 হওয়া। Blood-…

Introducing Third & Fourth Heart Sounds

শুরুতেই 3rd Heart sound কি আসেন দেখি।  3rd Heart sound:                                   Atrium                                     ⬇️             Tricuspid & Bicuspid valve opens.                                     ⬇️ Sudden rush of blood from atrium to ventricle due to gravity.                                     ⬇️ তখন যেই Sound টা হয় সেটাই 3rd Heart Sound (S3)। 3rd Heart sound may be physiological or pathological. S3 is…

All about Ventricular Ectopic Beat

#Ventricular ectopic beat / #Ventricular premature complex (VPC) সাধারণত ectopic beat বলতে আমরা বুঝি যে, other than Sinus node বা যে beat টা যে সময়ে আসার কথা ছিল তার আগে যদি চলে আসে। উদাহরণ হিসাবে ধরা যায়ঃ ট্রেন ৭ টায় আসার কথা কিন্তু এসেছে ৬ঃ৩০ এ। কিন্তু এ ধরনের ঘটনা…

Hippopotomonstrosesquippedaliophobia || Fear of Long Words

#Psychiatry #Hippopotomonstrosesquippedaliophobia আশা করি সবাই ভালো আছেন। আর এতক্ষনে নিশ্চয়ই Headline টা পড়ার চেষ্টা করছেন। আরে আরে ভড়কে গেলেন নাকি! জানিয়ে রাখা ভালো আপনি এতক্ষণ Dictionary-এর one of the longest word টি পড়ছিলেন। আর যদি ভড়কে গিয়ে থাকেন তাহলে সন্দেহাতীতভাবে আপনি Hippopotomonstrosesquippedaliophobia তেই ভুগছেন।এর মানে হলো fear of long words।…

Splitting of Heart Sound

Conducting system of Heart: আমাদের Heart এ কিছু specialized connective tissue আছে যেগুলার কাজ হচ্ছে electrical impulse produce করা। চলুন জেনে নেই- SA node (Sinoatrial node) থেকে automatic electrical impulse produce হয় ⬇️ তারপর তিনটা Internodal pathway দিয়ে AV node (Atrioventricular node) এ আসে ⬇️ Bundle of HIS ⬇️ Right…