10 July
একদিন সকালে মেডিসিনের লেকচার করে দেবদাস মাত্র বের হলো ক্লাস থেকে। কলেজের সামনের দোকানে সকালের নাস্তা করতে যাবে,এমন সময় কে যেন ডাকলো, “দেবদা।” পিছনে ফিরে দেখল পার্বতী। “আরে তুই, এখন না তোর ward এর সময়, একাডেমিকে কি করিস?” পার্বতী: Ward এ যাব না, দেবদা। দেবদাস: কেন যাবি না পারু? পার্বতী:…