27 January
(মনির চ্যাট করতে গেল, জামিল উঠে একটু গা টানা দিয়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখল মনির বই খুলে বসে আছে)জামিল: কিরে এত তাড়াতাড়ি চ্যাট শেষ? মনির: আরে বলিস না বেটা, নাঈমার বয়ফ্রেন্ড আছে, সিনিয়র শহীদ ভাই। জামিল: হায়, হায়। কি বলিস! তাহলে তুমিও ছ্যাঁকা খাইলা মামা! হাহাহা।মনির: হাসিস…