Halitosis

মুফিজের মুখে গন্ধ অতঃপর ‘Dentifrices’ এর সাথে বন্ধুত্ব।

মুফিজ একজন সিএনজি চালক।সে নিজের স্বাস্থ্যবিষয়ে সচেতন না। একদিন শহর থেকে গ্রামে আসার পথে যাত্রী হিসেবে তার সিএনজিতে উঠে সলিমুদ্দিন নামে সদ্য বিডিএস পাশ করা ডেন্টিস্ট। তিনি গন্তব্য স্থানে পৌঁছানোর পর মুফিজের কাছে ভাড়া কত জিজ্ঞেস করলে, সে ভাড়ার পরিমাণ বলতেছিল ঠিকই, কিন্তু তা স্পষ্টভাবে বুঝা যাচ্ছিল না। বেশ কয়েকবার…

Why some people having bad breath/halitosis? Is this a disease?

Bad breath medically known as Halitosis. Bad breath খুবই common একটি ডেন্টাল সমস্যা। কম বেশী আমরা সবাই এর সাথে পরিচিত। সত্যি বলতে ,স্বাস্থ্যগত সমস্যার চেয়ে এর সামাজিকভাবে প্রভাবটাই বেশী নেতিবাচক। তাহলে চলুন, আজ জেনে নেয়া যাক এই সমস্যাটি এবং এর থেকে উত্তরণের উপায়। প্রথমেই জেনে নেয়া যাক, What is Halitosis?…