28 September
অর্ক মামার আরেক ভাগ্নের নাম সুমন। সে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে MBBS ফোর্থ ইয়ারে পড়ছে। কুরবানীর ইদের ছুটিতে সুমন তার নানাবাড়ি গিয়েছিল। অর্ক মামাও এসেছিল তখন। নানাবাড়ির সবচেয়ে সুন্দর জায়গা হল ঐ বাড়ির পুকুরপাড়। পাড়টায় সুন্দর বেঞ্চ আছে বসার জন্য। ওখানে অর্ক মামা আর সুমন বসে আছে। অর্ক মামাঃ তোর…