28 June
বন্ধে নানার বাড়িতে ঘুরতে গেল ফারিয়া।কিন্তু ঘুরতে গিয়েও সেই ঘরবন্দী অবস্থা। একে তো বর্ষাকাল তার উপর সাপের উপদ্রব। সাপের ভয়ে আতঙ্কিত নানার বাড়ির এলাকার মানুষজন।প্রতিদিনই কেউ না কেউ সাপের দংশনের শিকার হচ্ছে। বর্ষায় গ্রামবাংলায় সাপের উপদ্রব নিয়মিত ঘটনাই বলা যায়। সব সাপ বিষাক্ত না হলেও সাপের কামড়ে অনেকেরই প্রাণনাশ হয়।…