11 July
সকালের মিষ্টি রোদ, নদীর পানিতে পড়ে কেমন ঝলমল করছে। নদীপারে এসে মন্তু গান ধরেছে, “মাঝি বাইয়া যাও রে, অকূল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি, বাইয়া যাও রে…” ” বাহ, বেশ ভাল গান গাও দেখছি, মন্তু মিয়া”। মন্তু পাশ ফিরে তাকাতেই দেখল ডাক্তার আপা। ” আরে আপা, আপনে!” মন্তুর…