04 September
দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো। সেই যে সকাল থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে তা আর থামার নাম নিচ্ছে না। জানালার ধারে গা ঘেঁষে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতে ব্যস্ত রাত্রি। হঠাৎ কলিংবেল এর আওয়াজে হকচকিয়ে উঠল সে। দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখে ডাক্তার চাচ্চু এসেছেন। রাত্রির আর খুশির ঠিকানা নেই। চাচ্চু এলেই রাত্রি…