26 June
সকালবেলা খবরের কাগজ আর এক কাপ চা দিয়ে দিনটা শুরু না করলে নিজেকে সারাদিন কেমন যেন অসম্পূর্ণ লাগে। গত শনিবারও তেমন কোনো কাজের চাপ না থাকায় আমি বেশ আয়েশ করেই খবরের কাগজ পড়ছিলাম। অরণ্য রায়ের লেখা একটি আর্টিকেল কাগজে বেরিয়েছে। সেটাই পড়ছিলাম। কী ভালো লেখেন উনি! এমন সময় ইন্সপেক্টর চৌধুরীর…