18 May
শীতের সকাল,মিষ্টি রোদে উঠানের এক কোণায় বই নিয়ে বসেছে দীপা,কিন্তু কিছুতেই পড়ায় মন দিতে পারছেনা,দৃষ্টি তার ঠাকুরমার দিকে,রান্নাঘরের দরজায় মোড়া পেতে বসে খুকখুক করে কাশি দিচ্ছে,কেমন শুকিয়ে গেছে মনোরমা!খাবারেও রুচি কম,সন্ধ্যা করে জ্বরের ভাব হচ্ছে ইদানীং,আর কাশিটাও দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে। এরই মাঝে খোকন এলো,”কিরে দীপা,মাছ ধরতে যাবিনা আজ?” দীপা:…