Blog

Prince Ramendra Narayan Roy & Arsenic Poisoning

নোবিতা আর ডোরেমন খুব ভাল ফ্রেন্ড আমরা সবাই জানি। তারা এবার পিকনিকে আসল ভাওয়ালের রাজবাড়ি। সেখানে তাদের দেখা হলো ম্যানেজারের সাথে।

তিনি বললেন, ‘ভাওয়ালের রাজবাড়ীর একটা চমৎকার ইতিহাস রয়েছে। ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ রায়ের দ্বিতীয় পুত্র ছিলেন কুমার রমেন্দ্র নারায়ণ রায়।কুমার রমেন্দ্র নারায়ণ রায় দার্জিলিং এ খুব অসুস্থ হয়ে ১৯০৯ সালে মারা যান।কিন্তু প্রায় ১২ বছর পর১৯২১ সালে একজন সাধু সন্নাসী রাজবাড়িতে এসে দাবি করল তিনিই রমেন্দ্র নারায়ণ রায় এবং সম্পত্তি দাবি করেন।কিন্তু লোকজন তা বিশ্বাস করল না। কারণ একজন মৃত ব্যক্তি কিভাবে ফিরে আসে?

Fig : Ramendra Narayan Roy

তখন সাধু বললেন যে, তিনি আসলে মারা যাননি(comatose অবস্থায় ছিলেন)। তার সৎকারের সময়ে ঝড় ওঠায় তার দাহকার্য অসম্পূর্ণ থেকে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করেন একদল সন্যাসী। পরে তার কোনো স্মৃতি না থাকায়(complete amnesia) তিনি সাধুদের সাথে থাকতে শুরু করেন এবং ১২ বছর পর তার স্মৃতি ফিতে আসে।

কিন্তু সবাই তাকে ছদ্মবেশী ভাবল এবং স্বাভাবিকভাবেই তাকে সম্পত্তি দেওয়া হয় নি।

পরে তিনি ১৯৩০ সালে ঢাকা কোর্টে কেস করেন।পরবর্তীতে প্রমাণিত হয় তিনি আসলেই ভাওয়াল রাজার পুত্র এবং তাকে দীর্ঘদিন আর্সেনিক প্রয়োগ করে মারার অপচেষ্টা করেন তারই স্ত্রী এবং ব্যক্তিগত চিকিৎসক।’

ডোরেমন আর নোবিতা এটা শুনে খুবই অবাক হল।পরে তারা এ সম্পর্কে আরো বিস্তারত তথ্য আলোচনা করল:

Doreamon : ভাওয়ালের রাজার কথা মনে আছে?তাকে ধীরে ধীরে আর্সেনিক দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়?তার আসলে chronic arsenic poisoning হয়েছিল।এ কারণেই তিনি অসুস্থ হয়েছিলেন।

Nobita: একদম ঠিক। তার অনেক লক্ষণ (sign-symptoms)দেখা গিয়েছিল:

📌General: Anemia and weight loss, loss of hair,brittle nail.
📌skin change: Raindrop type of pigmentation, rash resembling fading measles rash,hyperkeratosis of palms and sole,Aldrich Mees’ lines (এটা দিয়ে Time of exposure estimate করা যায়✨) in nails of finger and toes.
📌Occular: Congestion, watering of eyes, photophobia
📌GIT: Nausea,vomiting,abdominal cramps,diarrhea,salivation.
📌Hepatic: Hepatomegaly, jaundice, cirrhosis of liver
📌Respiratory system: Cough,hemoptysis, dyspnea
📌CVS:Cardiac failure,dependant edema
📌Renal: chronic nephritis
📌hematologic: bone marrow suppression, hypoplasia,anemia,thrombocytopenia andleukemia
📌CNS: Polyneuritis,anesthesia, paraesthesia,encephalopathy.

Fig : Effects of Arsenic Poisoning

Doreamon: এসব কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেও যখন তাকে arsenic continue করা হয় তখন তার CNS মারাত্মক ক্ষতি গ্রস্ত হয় যার ফলে তিনি comatose হয়ে পড়েন এবং তার complete amnesia develop করে।কি সাংঘাতিক ব্যাপার! কিন্তু তিনি যদি আসলেই মারা যেতেন তাহলে এর কারণ কি হতো?

Nobita: Cause of death in chronic arsenic poisoning :
📌Liver failure
📌Kidney failure
📌Toxic encephalopathy
📌Intercurrent infection

তবে এত ধরণের poison থাকতে তারা Arsenic কে বেছে নিল কেন?

Doreamon : এর কারণ তো খুব সোজা।আর্সেনিককে Homicidal poison হিসেবে ব্যবহার করলে অনেক সুবিধা (advantage) পাওয়া যায় : এটা cheap,easily available, colorless, odorless, tasteless ,small quantity is required to cause death,can be administrated easily with food or drink,onset of symptoms is gradual,symptoms stimulate those of cholera.মানে কলেরার সাথে অনেক মিল থাকে।
.এ কারণেই রাজা বুঝতে পারেন নি যে কেউ তাকে মারার চেষ্টা করছে।আর ঠিক এজন্যই এটা popular homicidal poison

কিন্তু সুবিধা থাকলে কিছু অসুবিধা তো থাকবেই।Arsenic এর ও কিছু অসুবিধা(disadvantage) রয়েছে: Putrefaction delay করবে, Decomposed body তেও detect করা যায়।

Nobita: কিন্তু অনেক জায়গার মাটিতেই তো আর্সেনিক থাকে। তাহলে এটা বুঝব কিভাবে যে death আর্সেনিকের কারণে হয়েছে না মাটির আর্সেনিক Dead body থেকে এসেছে বুঝব কিভাবে?

Doreamon: দুটো ঘটনাই সম্ভব। আর এটা অনেক গুরুত্বপূর্ণ। এখানেমনে রাখতে হবে দুটো কথা,1.Dead body তে Arsenic থাকে Soluble Form এ আর 2.মাটিতে থাকে insoluble form এ।এটা মাথায় রেখে মাটি আর ডেডবডি দুটোই পরীক্ষা করতে হবে।এর উপরেই কেসের অনেক কিছু নির্ভর করে।

Nobita:আচ্ছা Deadbody র কথা যখন চলেই এলো তাহলে শুনchronic As poisoning এর Post mortem এ আমরা কি কি পাব?
📌External: Emaciation and muscle wasting,keratosis and pigmentation, Alopecia,White streaks on nails,jaundice, ulceration of nasal septum.
📌Internal: stomach: may be normal /may show chronic ulceration,some rugae may show patchy inflammatory redness.
Small intestine : Rrddish with thickened mucosa and dilated.
Liver: Fatty degeneration
Kidney:Tubular necrosis.

Doreamon: আচ্ছা তুমি কি Marsh’s test সম্পর্কে কিছু জান?

Nobita: এটা তো একটা কেমিক্যাল টেস্ট যেটা দিয়ে হাইড্রোজেন এর মাধ্যমে AsH3 তৈরির মাধ্যমে আর্সেনিক ডিটেক্ট করা যায়।বাংলাদেশে টিউবওয়েলের পানিতে আর্সেনিক পাওয়া যায় এটা জান তো?

Doreamon :হ্যা।এই আর্সেনিক যুক্ত পানি ব্যাবহার করার কারণেই তো তাদের Arsenicosis হয়।
Nobita: Arsenicosis কি?

Doreamon: দীর্ঘদিন (৬ মাসের বেশি)ধরে safe limit এর উপর arsenic ingestion করলে Arsenicosis হয়। আর WHO recomended safe limit of water 0.01mg/L (worldwide) &0.05mg/L (in BD). তাই বাংলাদেশে আর্সেনিকোসিস খুব কমন।এ কারণে লাল ও সবুজ রং দিয়ে টিউবওয়েল পৃথক করা হয়।

Nobita: দারুণ তো ❗তাহলে এবার টোকিও তে এটা সবাইকে জানাতে হবে🤗

Anika Nawar, 3rd year

Shaheed Tajuddin Ahmed Medical College (2017-18)

Leave a Reply