Blog

ANS এর খুঁটিনাটি : Part 1 (Sympathetic Nervous System)

আজকে কথা বলব Pharmacology এর অত্যন্ত গুরুত্বপূর্ণ Topic Autonomic Nervous System নিয়ে।

🔴 Autonomic Nervous System টা কী?


Nervous System এর যে part এর activity অচেতন অবস্থাতেও বিদ্যমান থাকে অর্থাৎ দেহের involuntary কাজকর্মের জন্য Nervous System এর যে part দায়ী, তাকেই বলা হয় Autonomic Nervous System. যেহেতু দেহের ভেতরের organ গুলোর কার্যক্রম involuntary (যেমন : Heart, Blood vessels, Intestine, bladder, pupils) তাই তাদের activity control হয় ANS এর মাধ্যমে।

এই autonomic nervous system এর আবার দুইটি অংশ।
💠Sympathetic nervous system
💠Parasympathetic nervous system

এবার sympathetic nervous system নিয়ে কিছু কথা আলোচনা করা যাক।

তার আগে এবার একটা গল্প শোনাবো তোমাদের।

ধরো, তুমি বাসায় একা। টেবিলে বসে পড়ালেখা করছো। হঠাৎ কারেন্ট চলে গেলো। গরমের দিন, একটু বাতাস আসার আশায় তুমি জানালাটা খুলে দিলে। ঠিক তখনই, দেখতে পেলে, একজোড়া সবুজ চোখ তোমার দিকে ঠায় তাকিয়ে রয়েছে। দেখামাত্রই,

 • তোমার শরীরে কাঁটা দিয়ে উঠল। (Contraction of
pilomotor smooth muscle)
 • মুখ শুকিয়ে গেলো। ( Dryness of mouth)
 • ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। (Fast breathing)
 • কপাল আর হাতের তালু ঘামতে লাগলো। (Sweating)
 • চোখ বড় বড় হয়ে গেলো। (Pupillary dilatation)
 • বুকের ভেতর ঢিপঢিপ করতে লাগলো। (Increased
cardiac activity and heart rate)

এতক্ষণে ভয় পেয়ে যে ঘটনাগুলো ঘটে গেল তোমার শরীরের মধ্যে, এসবই Sympathetic Nervous System এর অবদান। এজন্যই এর ফাংশনকে বলা হয়, “Fight-or-Flight Response”

যেহেতু সব organ এর activity বেড়ে গেল, এদের জন্য তো energy ও লাগবে প্রচুর। তাই না? একারণে Liver & Fat cell এ Sympathetic Nervous System আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করে। যেমন :

⭕ Liver এ
🔷 অন্য কোন পদার্থ, যেমন, Amino acid, glycerol
থেকে glucose তৈরি করে, যাকে gluconeogenesis
বলে।
🔷 সঞ্চিত glycogen কে ভেঙে glucose কে মুক্ত করে,
যাকে বলা হয় glycogenolysis.

⭕ Fat cell এ
🔷Lipid কে ভেঙে fatty acid এবং glycerol এ
convert করে, যাকে lipolysis বলে।

Sympathetic nervous system এর কাজ সম্পাদনের জন্য দুই ধরনের nerve fibre থাকে। একটি, preganglionic, অন্যটি postganglionic. (ganglion মানে হচ্ছে, a group of nerve cell bodies) Preganglionic nerve fibre গুলো short আর postganglionic nerve fibre গুলো long.

আর এ nerve fibre এর মধ্য দিয়ে signal transmission এর জন্য থাকে দুই ধরনের neurotransmitter

  1. Epinephrine
  2. .Norepinephrine

🔵কীভাবে epinephrine এবং norepinephrine তৈরি হচ্ছে?


Presynaptic nerve ending এ Tyrosine প্রবেশ করার পর তা প্রথমে Dopamine এ convert হয়। এরপর VMAT (Vesicle Mono Amine Transferase) নামক carrier protein এর মাধ্যমে তা synaptic vesicles এ প্রবেশ করে।এই vesicle এর ভেতরেই dopamine একটি এনজাইম dopamine B-hydroxylase এর মাধ্যমে norepinephrine এ পরিণত হয়ে বসে থাকে।

কিছু norepinephrine পরবর্তীতে আবার adrenal medulla তে গিয়ে epinephrine এ পরিণত হয়। এর পাশাপাশি adrenal medulla থেকেও কিছু পরিমাণে norepinephrine ক্ষরিত হয়।

Norepinephrine এবং epinephrine দুজনই বার্তাবাহক হলেও, norepinephrine কে বেশি সম্মান দেয়া হয়; অর্থাৎ maximum signal transmission এর মাধ্যমেই হয়।

Sympathetic post ganglionic fibre গুলো থেকেও mainly norepinephrine ই সিক্রেট হয়।
কিছু ব্যতিক্রম ছাড়া। যেমন :

🔶Sweat glands এবং
🔶Blood vessels supplying skeletal muscles

এসব ক্ষেত্রে post ganglionic fibre গুলো থেকে acetylcholine সিক্রেট হয়।

Dr. Sajib kumar ghosh
Intern Doctor, SSMC
Session : 2014-15

Leave a Reply