Blog

Bleeding Within Meninges and How to Treat It

আজ meningeal haemorrhage নিয়ে আলোচনা করছি।
Brain কে কভার করে থাকে ৩ স্তর বিশিষ্ট meninges। বাইরে থেকে ভেতরে, স্তরগুলো হলোঃ

  1. Dura mater
  2. Arachnoid mater
  3. Pia mater

যেকোনো দুটি স্তরের মধ্যবর্তী জায়গায় কোনো কারণে রক্তক্ষরণ হলে সেটাকে বলে meningeal haemorrhage/haematoma।
Meningeal haemorrhage ৪ প্রকার, যা নিচে একে একে আলোচনা করা হয়েছে।

Epidural haematoma:

It is the collection of blood in the potential space between the skull and periosteal layer of the dura mater.

Epidural haematoma র সব থেকে কমন কারণ হচ্ছে fracture of the temporal bone.
Temporal bone এর একটি অত্যন্ত পাতলা অংশ হচ্ছে pterion। এই pterion এ খুব সহজেই fracture হয়ে যেতে পারে।এর ফলে, middle meningeal artery র laceration হয়ে bleeding শুরু হয়ে যায়, যা epidural space এ accumulate হওয়ার কারণে haematoma র সৃষ্টি হয়।

Epidural haematoma

🚩Symptoms:

  • সব থেকে গুরুত্বপূর্ণ উপসর্গ হলো lucid interval। (Lucid interval is defined as the brief period of consciousness between two unconscious periods.)
  • Headache
  • Nausea
  • Vomiting
  • Focal neuro-symptoms
  • 3rd cranial nerve palsy

🚩Diagnosis এর উপায় কী?
এক কথায় CT-scan.
Epidural haematoma suture line ক্রস করতে পারে না। তাই CT scan এ biconvex / lens-shaped haematoma দেখা যাবে।

🚩 Treatment :

  • Evacuate the haematoma by: Craniotomy or Burr hole surgery .
  • Maintenance of intra-cranial pressure

এরপর কথা বলব subdural haematoma নিয়ে।

Subdural haematoma:

নাম শুনেই বোঝা যাচ্ছে এই haematoma টি subdural space, অর্থাৎ meningeal layer of dura mater আার arachnoid mater এর মধ্যবর্তী জায়গাটিতে হয়।

Subdural haematoma

🚩Subdural haematoma কেন এবং কীভাবে হয়?

Brain এর সাথে epidural space এ অবস্থিত dural venous sinus এর সাথে সংযোগ স্থাপনকারী vein গুলোর নাম হচ্ছে bridging vein।
এই bridging vein যদি কোনো কারণে ছিঁড়ে যায়, তখন subdural haematoma র সৃষ্টি হয়।

🚩Subdural haematoma সাধারণত কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে?

Motor vehicle accident, trauma, fall কিংবা বয়স্ক ব্যক্তিদের subdural haematoma হতে পারে।

🚩Symptoms:

  • Headach
  • Nausea
  • Vomiting
  • High blood pressure
  • Low pulse
  • Confusion

🚩Diagnosis :
CT scan করতে হবে।
রিপোর্টে crescent-shaped/ concave haematoma দেখা যাবে। উল্লেখ্য এই ধরনের haematoma, suture line ক্রস করতে সক্ষম।

🚩Treatment :
Evacuate the haematoma by:

  • Craniotomy
  • Burr hole surgery

এরপর subarachnoid haemorrhage।

Subarchnoid haemorrhage:
It is the bleeding which occurs in the subarachnoid space due to rupture of any aneurysm.

বেশিরভাগ সময় anteriror communicatng artery অথবা middle cerebral artery র Berry/Saccular aneurysm rupture এর কারণে subarachnoid haemorrhage হয়।

Subarchnoid haemorrhage

🚩Symptoms:

  • Thunderclap headache। এই উপসর্গটিই মূলত subarachnoid haemorrhage কে বাকিগুলো থেকে আলাদা করে।
  • Nausea
  • Vomiting
  • Meningeal symptoms (i.e. neck stifness, photophobia, delirium)

🚩Diagnosis:


যথারীতি CTscan করতে হবে।

  • যদি রিপোর্ট পজিটিভ আসে, তাহলে 4 vessel angiography ও করতে হবে।
  • নেগেটিভ আসলে lumbar puncture করতে হবে।
  • Lumbar puncture এর মাধ্যমে যেই CSF সংগ্রহ করা হবে, তাতে xanthochromia থাকবে।

🚩Treatment:
•Endovascular coiling/ clipping

লাস্ট বাট নট দা লিস্ট, Intracerebral haemorrhage

Intracerebral haemorrhage: It is the bleeding which occurs within the brain substance.
সাধারণত thalamus, basal ganglia, cerebellum এবং pons এ bleeding হয়ে থাকে।

Intracerebral haemorrhage

🚩 Cause of bleeding:

  • Hypertension
  • Arterio-venous malformation
  • Leptomeningeal amyloidosis

🚩Symptoms:

  • Headache
  • Nausea
  • Vomiting
  • Hemiparesis
  • Hemiplegia
  • Loss of consciousness

🚩 Diagnosis:

  • ঠিক ধরেছেন CT scan.
  • *** Intra-cerebral bleeding থাকলে কখনই lumbar puncture করা যাবে না!!!!

🚩 Treatment:

  • Evacuate the haematoma
  • Give mannitol to reduce intra-cranial pressure.

Fahima Hasan
MH Samorita Medical College
2017-18

Leave a Reply