Blog

কমিউনিটি মেডিসিন রিভিশনঃ পর্ব-১

লকডাউনের পর প্রফ। অনেক দিন পড়াশোনা করা হয় না। এজন্য শাহিন ও মাহিন আজকে একসাথে কমিউনিটি মেডিসিন রিভিশন দেওয়ার পরিকল্পনা করল। অনেকদিন পর পড়তে বসছে তারা। এজন্য ভাবল সহজ কোনো টপিক দিয়ে পড়া শুরু করবে।

মাহিন বললো, “চল, আজকে আমারা একদম শুরু থেকেই পড়ি।”

শাহিন, “আচ্ছা। প্রথমেই What is community medicine? এটা বল। তুই শুরু কর। একটা প্রশ্ন তুই আমাকে করবি, আমি উত্তর দিব। এরপর আবার আমি তোকে প্রশ্ন করব, তুই উত্তর দিবি, ঠিকাছে?”

মাহিন, “ওকে। WHO defined community medicine as,

” A system of delivery of comprehensive health care to the people by a health team in order to improve the health of community.”

মানে হলো এটা এমন একটা সিস্টেম যার মাধ্যমে কোনো কমিউনিটির মানুষের health improve করার জন্য comprehensive health care provide করা হয়, কারা provide করে? health team. এখন comprehensive health care গুলা কি কি জানিস? আচ্ছা আমি বলে দিচ্ছি, preventive, curative, promotive, rehabilitative.


“তুই এবার বলতো What is community?”

শাহিন, “A community is a social group determined by geographical boundaries and/ or common values and interests. ,”

এই definition কিন্তু WHO Expert Committee accept করেছে। মানে হলো কোনো নির্দিষ্ট ভৌগলিক সীমানায় বসবাসকারী মানুষকে নিয়ে কমিউনিটি তৈরী হয়। আবার কোনো একটা নির্দিষ্ট মূল্যবোধের ভিত্তিতে কমিউনিটি তৈরী হতে পারে।”

“তুই এবার community medicine এর objectives গুলা বল,” শাহিন।

মাহিন, “

  • To provide comprehensive health care (ঐ যে definition এ বললাম)
  • To provide primary health care to the community
  • To conduct epidemiological survey about common health problems (সাধারণ স্বাস্থ্য সমস্যাগুলি সম্পর্কে জরিপ পরিচালনা করা)
  • To conduct health education programmes among people
  • To participate the national health programme.
  • সহজ কথায় comprehensive health care দিতে হবে, primary health care দিতে হবে, common health problems গুলা সম্পর্কে জরিপ চালাতে হবে, জনগণের সুবিধার জন্য health education programme আয়োজন করতে হবে, national health programme এ participate করা।”

” তুই এবার Difference between community medicine and clinical medicine বল,” মাহিন।

শাহিন, “এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।

প্রথমে definition বলবি। community medicine এর টা বলছি। এখন clinical medicine এর টা শোন।

It deals with removal of disease from the patient through provision of diagnosis and treatment.

Community medicine হলো preventive, promotive, curative and rehabilitative health care. অপরদিকে Clinical medicine হলো curative treatment of diseased individual.

Community medicine এ community level এ serve করা হয়। But clinical medicine এ personal level এ serve করা হয়।

Community medicine হলো field oriented. But clinical medicine হল hospital oriented “

মাহিন যোগ করল, “Community medicine এ community diagnosis করা হয়, আর clinical medicine এ clinical diagnosis করা হয়।”

শাহিন, “হুম, ঠিক আছে। কিন্তু আমার আর ভালো লাগতেছে না পড়তে, আজকে এইটুকুই থাক।”

মাহিন, “আমারও আর ভালো লাগতেছে না। যাই ফেসবুকে নোটিফিকেশন চেক করি।”

শাহিন, “আমি একটা সিরিজ দেখবো। কালকে আবার পড়ব।”

চলবে….

Tahsin Labiba Tanha
Popular Medical College
2017-2018

Leave a Reply