Blog

Bacillus এর সহজ ডেমো!!

একদিন প্রচন্ড মাথা ব্যথা। ভাবলাম আগামীকাল আইটেম আর দেওয়া হবে না। তাই রাতে খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে উঠেই নিয়ামুলের সাথে হোস্টেলের বারান্দায় দেখা। নিয়ামুলের একটা অভ্যাস সবাইকে আপনি বলেই সম্ভোধন করে।

নিয়ামুল: ভাই আইটেম দিবেন না?
আমি: আরে ভাই, মাথা ব্যথা ছিল পড়ি নি।
নিয়ামুল: আসেন আমি আপনাকে ডেমো দিচ্ছি। দেখবেন কত সহজ!
আমি: আচ্ছা চল। আমি বই নিয়ে আসি।

নিয়ামুল: আজকের আইটেম Bacillus.
Bacillus এর species গুলোর নাম বলতে পারবেন?
আমি: হ্যা পারব।
♦1) Bacillus anthrasis
2) Bacillus cereus
3) Bacillus subtilis
4) Bacillus sterothermophilis

নিয়ামুল: Disease কি কি করে? পারবেন?
আমি: হ্যা পারব!
🚩B.anthrasis→ Anthrax
🚩 B.cereus→Food poisoning
🚩 B.subtilis & B.sterothermophilis →Nonpathogenic.
নিয়ামুল: আমি properties গুলো বলি।
🚩a)Gram positive,spore forming rods.
b)Rectangular in shape, arranged in long chain
(box car appearance / bamboo stick appearance)
c)Non-motile, non-acid fast, non-hemolytic
d) Capsule→Polypeptide (Composed of D-glutamate)

আমি: Normallly তো Polysaccharide থাকে। এটা তাহলে exception
নিয়ামুল: হ্যা ঠিক বলেছেন। এটা আইটেমে অবশ্যই ধরবে। মনে রাখবেন কিন্তু।

আমি: এবার virulence factors কি কি আছে বলে দাও।
নিয়ামুল:
♦1) Antrax toxin
a) Edema factor
b) Lethal factor
2) Protective antigen
3) Capsular polypeptide

আমি: Pathogenesis টা আমার মনে আছে, স্যার ক্লাসে এত সহজ করে বুঝিয়েছিলেন!
নিয়ামুল: তাহলে বলে ফেলেন।

আমি: ♦B.anthrasis এর spore গুলো human tissue তে গিয়ে প্রথমে germinate এবং multiply করে active হয়। Capsule টা antiphagocytic তাই B.anthrasis বেঁচে থাকে। তারপর, বিভিন্ন toxin গুলো তৈরি করতে থাকে। প্রথমে, Protective antigen, cell এ pore তৈরি করে দেয়। এই pore দিয়ে Edema factor এবং Lethal factor cell এর ভেতরে ঢুকে যায়।
♦Edema factor→ cAMP বৃদ্ধি করে cell থেকে extracellular space এ fluid বের করে দেয়। ফলে edema হয়।
♦Lethal factor→ Phosphokinase কে ভেঙে দেয়। ফলে cell growth inhibition হয়।

নিয়ামুল: আমি একটু বলি, lethal factor এর কাজটা কিভাবে হলো!
আমি: আচ্ছা বলেন।

নিয়ামুল:Lethal factor হচ্ছে একটা protease যা Phosphokinase কে ভাঙবে। Phosphokinase, mitogen-activated protein kinase (MAPK) signal transduction pathway কে active করে থাকে।
এই pathway human cell এর growth control করে। এখন, যদি Phosphokinase এই না থাকে তাহলে তো আর growth টা হচ্ছে না। বুঝা গেল?
আমি: চমৎকার। Laboratory diaganosis টা তাড়াতাড়ি বলে দাও
আমার ক্ষুধা পাচ্ছে।😐
নিয়ামুল :
🚩Specimen collection: Fluid,pus,blood.
🚩Microscopic examination:
♦Gram staining: Large,gram-positive rods in chain→Box-car appearance / bamboo stick appearance

🚩Culture :
♦Blood agar media: Non hemolytic colonies.
দেখতে কেমন জিজ্ঞাস করলে বলবেন, flared comet tail/ medusa head appearance.

আমি: ভাই আরো কিছু আছে?
নিয়ামুল: B.cereus থেকে কয়েকটা কথা মনে রাখবেন।

♦Disease→food poisoning.
♦Source→ reheated fried rice.
♦দুইটা exotoxins (enterotoxins)
1.Similar to cholera toxin→cAMP বৃদ্ধি করে
2.Similar to staphylococcal enterotoxin → Superantigen হিসেবে কাজ করে।

আমি: ভাই আমি ভাবছিলাম আজ আর আইটেম দেওয়া হবে না। চলো কাইয়ুম মামার দোকানে, কি খাবে বলো?🤗
নিয়ামুল: আচ্ছা চলেন। 😎

Anisur Rahman Riad
SSNIMCK
2016-17

Leave a Reply