আইটেম টেবিলে বসে আছে রোল ৭০,৭১,৭২।আজ তাদের ফরেনসিক ব্যালিস্টিক আইটেম।যদিও মেডিক্যাল সমাজে তারা আঁতেল নামে পরিচিত তবুও আইটেম টেবিলে বসে ভয় তো একটু করেই। এর মধ্যেই স্যার আইটেম কার্ড হাতে চলে আসলেন। আইটেম কার্ড গুলো টেবিলে রেখেই রোল ৭০ কে প্রশ্ন করলেন, What is firearm?
🔺Firearm is defined as any instrument which discharge projectile by expansive force of the gases produced by burning of an explosive substance.
স্যারঃ এবার বল, What is ammunition?
🔺Ammunition means the cartridge and its ingredients. eg:bullet,pellets,missiles etc.
স্যারঃ রোল ৭১ বল,একটা ফায়ারআর্মের কি কি পার্ট থাকে?
🔺A fireamr is consist of a metal barrel which is hollow cylindrical with varying length.It has 2 ends:
At the front end the barrel is opened called muzzle end
The barrel is closed at the back end called breech end.
Inside the barrel it has 3 parts:
A.The chamber
B.Lead or cone
C.The bore
স্যারঃ রোল ৭২ বলতো রিভলবারের কি কোন চেম্বার থাকে?
🔺জ্বি স্যার Revolver chamber.
স্যারঃ তাহলে কোন ফায়ারআর্মের থাকে না?
🔺pistol এর থাকে না স্যার।
স্যারঃ আচ্ছা তুমি বলতো What are the types of rifled firearm?
🔺According to the condition of barrel:
A.air/gas operated guns/rifles
B.0.303,0.22,0.25,0.32,0.39,0.45 rifles
C.Pistols
D.Revolvers
E.automatic pistols
F.Machine guns
According to the velocity :
A.Low velocity
B.Medium velocity
C.High velocity
স্যারঃ রোল ৭১ বল What are the types of Shot Gun?
🔺According to the length of barrel:
A.Short barrelled shot gun/hand rest type
B.Long barrelled shot gun/shoulder rest type
According to the number of barrels:
A.Single barrelled shot guns
B.Double barrelled shot guns
C.Multi barrelled shot gun
According to the loading route:
A.Muzzle loading shot gun
B.Breech loading shot gun.
According to the choking of the barrel:
A.Full choke
B.3/4 choke
C.1/2 choke
D.Quarter choke
E.Improves choke
F.Non choke
স্যারঃরোল ৭২ rifling এর নাম শুনছো?
🔺জ্বি স্যার।
স্যারঃকি এইটা?
Rifling is spirally arranged grooving made on the inner surface of the barrel of the firearm, which run parallel to each other clock wise or anti clock wise from breech to muzzle of the barrel.
স্যারঃ রাইফ্লিং কোন ফায়ারআর্মে থাকে?
🔺স্যার রাইফেল ফায়ারআর্মে।
স্যারঃ কোন শট গানে থাকে না?
🔺শুধু প্যারাডক্স শট গানে থাকে স্যার।
স্যারঃ গুড।রোল ৭২ বলতো রাইফ্লিং এর ইমপোর্টেন্স কি?
🔺A.It imparts to the bullet a spin movement.
B.It helps the bullet to maintain a straight trajectory and accuracy
C.It prevents the bullet from wobbling as it travels in the air towards the target.
D.It gives the bullet a greater power of penetration.
স্যারঃ ফায়ারআর্মের আইডেন্টিফিকেশন কি রাইফ্লিং দিয়ে করা যায়?
🔺জ্বি স্যার যায়।
স্যারঃ তাইলে এই পয়েন্ট কে বলবে?তুমি চোকিং এর ডেফিনিশন বল।
🔺Choking means tapering or narrowing of the inner diameter of the distal 7.5 cm to 10 cm of the barrel.
স্যারঃচোকিং এর ইমপোর্টেন্স কি?
🔺A.It lessens the rate of spread of shots after it leaves the muzzel.
B.It increases the explosive force and increase the muzzle velocity
স্যারঃ রোল ৭০ বলতো কি কি চোকিং আছে?
🔺Full choke,3/4 choke,1/2 choke,1/4 choke,trur cylinder
স্যারঃ শট গানের কার্টিজের সিকুয়েন্স টা বলতো।
🔺From the base at first
1.Percussion cap
2.Primer
3.Anvil
4.Vent
5.Gun powder
6.Card board disc
7.Felt wad
8.Card board disc
9.Pellets
10.Retaining card board disc
স্যারঃ কার্ড বোর্ড ডিস্ক, ফেল্ট ওয়াড,আর কার্ড বোর্ড ডিস্ক কে একসাথে কি বলে?
🔺প্লাস্টিক ওয়াড
স্যারঃ রোল ৭১ রাইফেল্ড ফায়ারআর্মের কার্টিজের সিকুয়েন্স টা বল।
🔺From base at first
1.Percussion cap
2.Primer
3.Anvil
4.Vent
5.Gun powder
6.Bullet
স্যারঃ তোমরা এই দুইটার ফিগার আঁকতে পারতো?যে কোন একটার ফিগার কিন্তু রিটেনে আসবে।
তিনজনে সমস্বরে জবাব দিল জ্বি স্যার পারি।
স্যারঃ আচ্ছা রোল ৭২ গান পাউডারের ক্ল্যাসিফিকেশন বলতো।
🔺A.Black powder
B.Smokeless powder
C.Semi smokeless powder
স্যারঃ আচ্ছা ব্ল্যাক পাউডারের কম্পোজিশন বলো।
🔺A.Potassium nitrate 75%
B.Charcoal 15%
C.Sulpher 10%
স্যারঃ রোল ৭০ স্মোকলেস গান পাউডারের কম্পোজিশন টা বলো।
🔺It is composed of single, double and triple base.
A.Single base is composed of nitrocellulose
B.Double base is composed of nitrocellulose and nitroglycerin
C.Triple base is composed of nitrocellulose, nitroglycerin & nitroguanidine.
স্যারঃরোল ৭১ সেমি স্মোকলেস পাউডারের কম্পোজিশন টা বলো।
🔺Black powder 80% and Smokeless powder 20%
স্যারঃতুমি আমাকে কয়েকটা বুলেটের নাম বলতে পারবা?
🔺জ্বি স্যার
A.Dumdum bullets
B.Frangible bullets
C.Incensing bullets
D.Explosive bullets
E.Tracer bullets
F.Plastic bullets
স্যারঃপ্লাস্টিক বুলেট কি কাজে ব্যবহৃত হয়?
🔺To scare people and identification of criminal
স্যারঃ রোল ৭২ কিছু unusual firearm wounds এর নাম বলো।
🔺A.Tandem bullet
B.Ricochet bullet
C.Souvenir bullet
স্যারঃTandem bullet টা বুঝায় বলো।
🔺এটি usually দেখা যায় যদি কোন লোডেড ফায়ারআর্ম অনেক বছর ধরে unused থাকে অথবা কোন ডিফেক্টেড ফায়ারআর্ম বা faulty ammunition এর বেলায়।
এ সময় weapon টি যখন ফায়ার করা হয় তখন বুলেট মাজেল থেকে বের হয় না কিন্তু যখন আবার ফায়ার করা হয় তখন দুইটি বুলেট একসাথে বের হয়ে যায়।ফলে দুইটি বুলেটের entrance wound same থাকে।
স্যারঃ আচ্ছা এই যে entrance wound এর কথা যে বললা এই entrance wound কে exit wound থেকে differentiate কিভাবে করবা?মেইন মেইন পয়েন্ট গুলা বলো।
🔺১.Entrance wound exit wound থেকে ছোট হবে।
২.Entrance wound circular হবে তবে exit wound irregularly circular হবে।
৩.Entrance wound এ burning, blackening, bruising, abrasion, grease collar দেখা যাবে যা exit wound এ থাকবে না।
স্যারঃআচ্ছা রোল ৭৩ বলো bleeding কোথায় বেশি থাকবে?
🔺Exit wound এ বেশি থাকবে স্যার।
স্যারঃ কেন?
🔺 Bullet তার spinning এর জন্য অনেক তাপ উৎপন্ন করে যার কারণে bullet যখন বডিতে প্রবেশ করে তখন তাপ এর কারনে entrance wound এর আশেপাশের সব arteries constricted হয়ে যায়। ফলে bleeding কম হয়।আর এই কারনেই entrance wound এ burning দেখা যায়।
স্যারঃরোল ৭০ আমাকে বলোতো point blank range কোথায় আর contact range
কোথায়?
🔺স্যার point blank range হচ্ছ forehead এ আর contact range হচ্ছে বডির যে কোন জায়গায়।
স্যারঃ রোল ৭১ what is Ricochet bullet?
🔺Ricochet bullet is one which before striking the object aimed at, strikes some intervening object first and then after ricocheting and rebounding from this hits the object.
স্যারঃ রোল ৭২ souvenir bullet টা বুঝায় বলো।
🔺কোন বুলেট যদি বডিতে লম্বা সময়ের জন্য থেকে যায় তবে তার surrounding area তে কোন fresh bleeding হয় না এবং entrance wound টি একটি dense fibrous tissue capsule দিয়ে আবৃত হয়ে যায়।একেই souvenir bullet বলে।
স্যারঃএর কারনে বডিতে lead poising ও হতে পারে।
স্যারঃরোল ৭৩ আমাকে kennedy phenomenon টা সুন্দর করে বুঝায় বলতো।
🔺 Jhon F Kennedy, USA এর সাবেক প্রেসিডেন্ট একটি বুলেটের আঘাতে নিহত হন।তার মৃত্যুর পর একজন মেডিক্যাল ম্যান তার বুলেট টি বের করার চেস্টা করলে তার entrance wound টি বিকৃত হয়ে যায় যার ফলে পরবর্তীতে কোনটি entrance wound আর কোনটি exit wound তা নিয়ে দ্বিধা দন্ডের সৃষ্টি হয়।একেই Kennedy Phenomenon বলা হয় যেখানে surgical alternation এর কারনে gunshot wound, entrance wound না exit wound তা বুঝা যায় না।
স্যারঃ ভালো বলছো।আচ্ছা বলতো dermal nitrate taste এর আরেক নাম কি?
🔺Paraffin test.
স্যারঃআচ্ছা যাও এখন সবাই কে পাশ করায় দিব।
Nuha Taskeen Humaira
MCWH-27th batch
2017-18
Pingback: Michael Scofield’s Narrative of Bruise (Part 1) – Platform | CME