Blog

ঝর্না আপুর Autonomic Nervous System Pharmacology ক্লাসে একদিন

এই করোনাকালে এক ছোট্ট অনলাইন ক্লাসের আয়োজন করেছেন আমাদের প্রিয় ঝর্না আপু।

অনেক স্টুডেন্ট এর সামাহার। তার মধ্যে আছে মেধাবী ছাত্রী আম্বিয়া‍, টুনি আর দুষ্টু মন্টু মিয়া। চলুন দেখে আসি Autonomic Nervous System Pharmacology ক্লাসটির এক ঝলকঃ

ঝর্না আপু: এই যে বাচ্চারা, বল তো আমাদের দেহের সব System Control করে কারা?

সবাই কিচিরমিচির করে উত্তর বলা শুরু করল :-

আম্বিয়া: আপু, Nervous system & Endocrine system।

  • Nervous system কাজ করে nerve conduction এবং impulse production এর মাধ্যমে।
  • Endocrine system কাজ করে hormone synthesis & secretion এর মাধ্যমে।

: Very good. এবার Nervous System এর Classification টা বলে ফেলো তো।

মন্টু তো ভারী দুষ্টু। পড়ালেখার বালাই নাই। সে ধুপ করে বই থেকে ছবি তুলে দিয়ে দিল।

: মন্টু, তুমি ছবি দিয়েছো তাই তুমিই এখন আমাকে বলো afferent, efferent, autonomic, somatic, sympathetic, parasympathetic বলতে কি বুঝো?

মন্টু: ইয়ে আপু,

— Afferent: Effector organ থেকে impulse কে CNS (Central Nervous System) এ নিয়ে যায়।

— Efferent: CNS (Central Nervous System) থেকে impulse কে effector organ এ নিয়ে আসে।

— Autonomic: যেটা নিজে থেকেই আমাদের body functions নিয়ন্ত্রণ করে।

— Somatic: যেটা নির্দিষ্ট receptors Stimulated হলেই কাজ করে।

— Enteric: Nervous System এর পার্ট যে কিনা Whole GIT System কে কন্ট্রোল করে। এটাকে 2nd brain in GUT ও বলা হয়।

— Sympathetic: Flight or fight এ কাজ করে।

— Parasympathetic: Rest & digest এ কাজ করে।

সবাই অবাক। এই মাইকেল মন্টু এত কিছু জানে!

: খুব ভালো মন্টু মিয়া। এখন আমাকে sympathetic & parasympathetic এর outflow বল তো।

টুনি:

Sympathetic Outflow-
Thoracolumbar outflow T1-L2

Parasympathetic Outflow-
Craniosacral outflow
—Cranial nerve: 3, 7, 9, 10
—Sacral nerve: S2-S4

: বাহ! তোমরা দেখি সব পারো। আচ্ছা তোমরা কি sympathetic আর parasympathetic এর difference জানো?

এবারো মাইকেল মন্টু একটা ছবি দিয়েই উত্তর দিয়ে দিল।

: ঠিক আছে। আম্বিয়া, তুমি আমাকে এই Nervous System এর Basic Components গুলো বলতে পারবে?

আম্বিয়া: জ্বি আপু।

৪ টা Components-

                1. Nerves with synapse
                2. Neurotransmitters
                3. Receptor
                4. Drugs

: আচ্ছা, এই যে Synapse বললে, এটা কি?

টুনি: Junction between two neurons or junction between neuron & effector organ.

: Good টুনি। তুমি সংক্ষেপে খুব সুন্দর করে বলেছো। এই Neurotransmitter (NT) জিনিস টা কি?

আম্বিয়া: আপু, এটাকেও সংক্ষেপে আমরা এভাবে মনে রাখতে পারি-

  1. A chemical substance.
  2. Synthesized & stored in nerve terminals.
  3. Released into synapse on specific stimulations.
  4. Binds with post synaptic receptors &
  5. Produces actions.

ক্লাসের সবাই হাততালি দিয়ে উঠল। ঝর্না আপুও অনেক খুশি।

: এই Receptor আবার কি জিনিস?

মন্টু: এটা একটা তালা, যেটা থাকে Cell membrane, Cytoplasm অথবা Nucleus-এ এবং নির্দিষ্ট চাবি যেমন- NT (Neurotransmitter), drugs, hormones, enzyme, এই তালার সাথে যুক্ত হয়ে Effects তৈরী করে।

: খুব সুন্দর। এবার তোমরা কি আমাকে Cholinergic আর Adrenergic এর distribution বলতে পারো?

আম্বিয়া:

Cholinergic:

  • All preganglionic fibres.
  • All post ganglionic parasympathetic fibres.
  • Some post ganglionic sympathetic fibres supplying blood vessels, sweat glands & erector pili muscles.
  • Somatic nerves supplying the skeletal muscles.

এই বাদে বাকি সব Adrenergic NT (Neurotransmitter) release করে।

: Cholinergic Receptor গুলো কই থাকে আর কি কাজ করে?

টুনি:

M1, M2, M3, M4, M5- Muscarinic.
Nm, Nn – Nicotinic.

  • M1 for CNS (Central Nervous System).
  • M2 for Heart, CNS (Central nervous system), GIT (Gastrointestinal tract).
  • M3 for Smooth muscle, Blood vessel.
  • M4, M5 for CNS (Central nervous system).

‍তখনই মন্টু বলে উঠল,

“একা আমার বড় তেজ,

দোকা আমি নিস্তেজ “

: মন্টু, এসব কি?

মন্টু: মানে আপু, আমি তো mnemonic বললাম।
M1, M3, M5- excitatory
M2, M4- inhibitory

: সেটা বলো।

এরই মাঝে আমাদের বড় ভাই সিফাত ভাই অনলাইন ক্লাসে জয়েন করে ঝর্না আপুর সাথে গল্প জুড়ে দিলেন। আর সেই সুযোগে সব ফাঁকিবাজ স্টুডেন্টস গুলাও দৌড়ে পালালো।

Nusrat Jahan Nisha
Session: 2016-17
SMMAMC

প্ল্যাটফর্ম একাডেমিক / ফারিহা হক ঐশী।

Leave a Reply