Blog

Embryology লেকচারে Neural Tube

ডা. অর্থি Embryology এর একজন স্বনামধন্য প্রফেসর। তিনি এত সুন্দর করে পড়ান, যে boring embryology ও অনেক মজাদার লাগে। অবশ্য সেটা যারা ক্লাসে মনযোগ দেয় শুধু তাদের জন্যই!🙄

ডা. অর্থি সময়মতো ক্লাসে এলেন। এসে একবার চোখ বুলিয়ে নিলেন পুরো ক্লাসে। দেখলেন, সবাই ঘুমে ঢুলছে! সকালের একটা ক্লাস করেই সবাই টায়ার্ড?😒

যাক, সেসব পাত্তা না দিয়ে তিনি সবার সামনে দাঁড়ালেন। স্টুডেন্টরা দাঁড়িয়ে সম্মান জানালো। তিনি তারপর সবাইকে বসতে বললেন। তারপর বললেন, আজকে তোমাদেরকে একটা বিশেষ টপিক পড়াব। আর সেটা হলো Neural Tube. পড়ানোর সময় কোনো প্রশ্ন থাকলে খাতায় লিখে রেখো, আমি পরে উত্তর দিব। চলো শুরু করা যাক।

Neural Tube কী? কিভাবে তৈরী হয়? আচ্ছা, তোমরা তো Neural Plate এর ব্যাপারে জানই। কেউ কী বলতে পারবে Neural Plate কী?

শর্মিষ্ঠা হাত তুলে দাঁড়িয়ে বলল, জ্বি ম্যাম। The part of ectoderm overlying the notochord becomes thickened to form the neural plate.
-Very good. আর এই neural plate ই 3rd week এর end এ neural tube form করে। কিভাবে, সেটা দেখবে?

অনাগ্রহী স্টুডেন্টরা কোনোমতে উত্তর দিল, yes mam.

তারপর তিনি শুরু করলেন।
দেখো,
Notochord এর উপরে overlying ectoderm প্রথমে thickened হয়ে neural plate form করে। এই Neural plate টা 3rd week এর end এ depressed হয়ে neural groove form করে। এবং neural plate এর laterally আরও elevated হয়ে neural fold form করে। এরপর দুইপাশের neural fold একে অপরের কাছাকাছি আসতে থাকে এবং midline বরাবর fused হতে আরম্ভ করে। এভাবে করেই neural tube এর formation হয়। তবে এটা কিন্তু complete fusion না। এভাবে যে neural tube form হলো, তার cranial ও caudal end টা এখনো open ই আছে। এই end দুটি amniotic cavity এর সাথে communicate করে, through cranial & caudal neuropores. আর এদের মধ্যে cranial end টা close হয় Day 25 তে, বা 18-19 somite stage এ, আর caudal end টা Day 28 বা 25 somite stage এ। এই যে পুরা process টা, এই process টাকে বলা হয় Neurulation. বুঝলে সবাই?

ক্লাসের গুটিকয়েকজন জবাব দিল, জ্বি ম্যাম।

ডা. অর্থি তারপর শুরু করলেন আবার।
এই যে Neural tube, এর দুইটা part বা end. সেগুলো হলো,

  1. cephalic end
  2. caudal end
    এই দুই end এর মধ্যে cephalic end আবার তিনটা dilation show করে, যেগুলোকে primary brain vesicle বলা হয়। এই Dilation তিনটি হলো-
  3. Prosemcephalon, বা Forebrain. এটা again দুই ভাগে ভাগ হয়।
    a. Telencephalon
    b. Diencephalon
    Telencephalon থেকে পরে formed হবে-
    i. Cerebral Hemisphere,
    ii. Basal Ganglia,
    iii. Hippocampus
    আর Diencephalon থেকে formed হবে-
    i. Thalamus,
    ii. Hypothalamus,
    iii. Pineal Body,
    iv. Infundibulum of pituitary gland etc.
  4. Mesencephalon, বা Midbrain. এটার কোনো Subdivision নেই। এখান থেকে formed হবে-
    i. Tectum
    ii. Tegmentum
    iii. Crus cerebri
  5. Rhombencephalon, বা Hindbrain. এটাও দুই ভাগে বিভক্ত।
    a. Metencephalon
    b. Myelencephalon
    Metencephalon থেকে pons, cerebellum এগুলো formed হবে। আর Myelencephalon থেকে medulla oblongata.
    এগুলো হলো cephalic end এর পার্ট। তারমানে বুঝা যায়, ultimately cephalic end টা dilated হয়ে form করবে brain! আর caudal end টা tube এর মতোনই থাকবে এবং spinal cord form করবে। বুঝেছ সবাই?

নিরুৎসুক জনতা, মানে শিক্ষার্থীরা জবাব দিল, জ্বি ম্যাম।

তারপর তিনি বললেন, আচ্ছা আমি তো তোমাদের এখন neural tube এর parts পড়ালাম। কেউ কি বলতে পারবে এটার derivates কী কী?

তিথি হাত তুলে বলল, জ্বি ম্যাম। এটার প্রধান derivatives হলো brain & spinal cord. That means CNS!
-You are right! Seat down. তবে শুধু CNS না, আরও কিছু Derivatives ও আছে। সেগুলো হলো-

  1. Nerve cells
  2. Neuroglial cells (except microglia which is derived from mesoderm, & schwann cell which is derived from neural crest cell).
  3. Neurohypophysis of pituitary gland.
  4. Peripheral nervous system
  5. Optic nerve.
    এগুলো হলো neural tube এর derivatives. বুঝলে সবাই?

হঠাৎ খেয়াল করলেন, সবাই সমস্বরে জবাব দিল, জ্বি ম্যাম! প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝলেন যে ক্লাস টাইম শেষ। তাই তারা খুশিতে চাঙ্গা হয়ে গেছে! ডা. অর্থি তারপর বললেন, বেশ, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাই টপিকটা পড়ে নিবে, আর না বুঝলে আমাকে পরের ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করবে কিন্তু। সবাই আবার জ্বি ম্যাম বলে সাড়া দিল।

ডা. অর্থি বেড়িয়ে এলেন। তিনি ভালো করেই জানেন, ঠিক কয়জন আসলেই পড়া বুঝেছে, আর কয়জন বাসায় গিয়ে খাতাটা ভুল করে হলেও খুলে দেখবে😑এই স্টুডেন্ট গুলোকে নিয়ে আর পারা যায় না। আল্লাহর কাছে তার শিক্ষার্থীদের জন্য হেদায়েত চাইতে চাইতে তিনি চলে এলেন টিচার্স রুমে। এখন বসে বসে নেক্সট ক্লাসের টপিক রেডি করবেন।

Reference:

  1. Snell’s Clinical Neuroanatomy.
  2. Langman’s Medical Embryology
  3. Class notes.

Platform Academic Wing
Tasmia Prapty Coma
Chattagram International Medical College
Session: 2018-19

Leave a Reply