Blog

গানে গানে Ventricular Fibrillation ও Complete Heart Block

মাঠে পা ছড়িয়ে বসে আছে অনুপম, সুমন আর নচিকেতা। বহুদিন পরে বাড়ি থেকে বের হয়েছে। Lockdown এ যখন জনজীবন বিপর্যস্ত, তখন ওদের হাতেও কোন কাজ ছিল না। আজ বহুদিন পরে তারা তিনজন বের হল। উদ্দেশ্য মাঠে বসে আড্ডা হবে, গান হবে।
অনুপম: আর ভাল লাগছেনা। আর কতদিন এমন বন্দী জীবন কাটাতে হবে কে জানে।
নচিকেতা: কতদিন হল, নতুন গান করি না, মঞ্চ কাঁপাই না….
সুমন: এই তোরা থামবি? ঠিকমতো একটা গান কম্পোজ করতে পারিস না, তুমি আবার মঞ্চ কাঁপাবে। বোঝো, গান কিভাবে কম্পোজ করতে হয়? কিভাবে সুর দিতে হয়?
নচিকেতা: তা তুমি যখন এতই জানো, নতুন একটা কম্পোজ করো না, আমরাও শুনি।
সুমন: শোন তাহলে,
‘এ তুমি কেমন তুমি Absent Pulse present করো!
এ কেমন BP তোমার non recordable হয়ে গেল!
Unconsciousness নিয়ে তুমি Dilated pupil present করো!!
ECG’র QRS এ Chaotic, bizzare, irregular মারো!!
কথা নয় নিরবতায় Defibrillation দিতে বল!!
কাজ না করলে নগদে Adrenaline দিতে বল!!
MI, Drowning, Drug overdose এ জন্ম আমার আমার মরণ! নীরবে Ventricle এর Fibrilation এ রোগটির নামের ধরণ!!’

Fig : Ventricular Fibrillation.


বুঝলি একে বলে গান কম্পোজ। তুই বানাতে পারবি?
অনুপম: দাদা, আমার একটা মাথায় আসল, শোনাই?
সুমন: শোনা
অনুপম:

এই শোনো তুমি Variable 1st heart sound শুনতে পাচ্ছো কি?
Bradycardia যা ২০ থেকে ৪০ তাকে গুনতে পারছ কি?

Acute Inferior MI
Idiopathic fibrosis
Cardiomyopathy
Digoxin

ECG’র P wave
সাথে QRS
সম্পর্ক নেইইইইই
Ventricular rate টা
35 beats হয়ে গেছে
এ যে Complete heart block
এখন কি উপায়???

যদি permanent pacemaker দিতে পারো
বেঁচে যেতে পারি, মরে যেতে দিও না

যদি Stokes Adam হয়ে যায়
Permanent তো লাগবেই
CPR দিতে ভুলো না।

Fig : Complete Heart Block.

নচিকেতা: মাইরি বলছি গুরু, ফাটিয়ে দিলে একদম।

ধ্রুব ধর/প্ল্যাটফর্ম একাডেমিক উইং
চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজ
সেশন:২০১৩-২০১৪

Leave a Reply