Blog

Hysteric Conversion Reaction এর ইতিকথা

শোন শোন বন্ধুগণ রে শোন দিয়া মন,
HCR এর কথা আইজকা করিব বর্ণন।
HCR এর মানে দাঁড়ায় Hysteric Conversion Reaction.
কমবয়সী মহিলাদের থাকবে হিস্ট্রি কথন।
হঠাৎ তুমি দেখতে পাইলা কমবয়সী মাইয়া,
শ্বাসের কষ্ট বলে সে, জোরে শ্বাস ছাইড়া।
Lung auscultate কইরা পাইবা নরমাল শব্দ,
Case টা কি হইতে পারে ভাইবা হইবা স্তব্ধ।
এসব রোগী হিস্ট্রি দিবে স্বামী থাকে বিদেশ,
তখনই তুমি বুইঝা যাবা এইটা কি Case.
শান্ত করিতে রোগীরে তুমি দেখাইলা খেইল,
দিয়া দিলা IV তে এক এম্পুল Sedil.
হঠাৎ করি দেখিলা তুমি রোগী কাঁপিতে থাকে,
Hyperventilation দিয়া খিঁচুনি হইতে থাকে।
দ্রুত তুমি চিন্তা করিলা এটার কারণ কি,
মনে পইড়া গেল এটা Hypocalcemic tetany.

Hypocalcemic Tetany


এখন তোমার দায়িত্ব হইল রোগীরে বাঁচান,
Rebreathing mask দিয়া করিতে দাও শ্বাস গ্রহণ।
হাতের কাছে মাস্ক নাই কি করিবা তুমি?
অক্সিজেন ছাড়া মাস্ক দিয়া বাঁচাইয়া ফেল ভূমি।
অক্সিজেন ছাড়া দিলে মাস্ক, রোগী CO2 লইব,
তোমার পিঠ ও বাঁচি যাইবে যখন রোগী শান্ত হইব।
আরেক ভাবেও করা যায়, রোগীরে কইরবা শান্ত,
মাথার উপরে পলিথিন দিয়া শ্বাস লইয়া ক্ষান্ত।
এখন রোগীর খিঁচুনি, ঔষধ কি দিবা?
IV তে Slowly Ca-gluconate ছাড়িবা।
Hyperventilation থেকে হইল Respiratory Alkalosis,
pH বাড়িয়া কমাইয়া দিল Ionized Calcium, ইশ!!
কইমা গিয়া Calcium, খিঁচুনি করে
চিকিৎসা না পাইলে, রোগী যায় মরে।
এ ধরনের রোগীর খুব কাউন্সেলিং দরকার,
আবার যেন না করে খেয়াল রাখা দরকার।
স্বামী যদি বিদেশ থাকে, দেশে আসতে বলো,
শাশুড়ির সাথে ঝামেলা থাকলে ঠিক করতে বলো।
কি কহিব HCR এর কথা, এর বেশি আর,
শেষ হইল আমাদের পুঁথি আজিকার।

ধ্রুব ধর/প্ল্যাটফর্ম একাডেমিক উইং
চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজ
সেশনঃ২০১৩-২০১৪

Leave a Reply