Blog

আইটেমের টেবিলে scapula (পর্বঃ১)

প্রফেসর সুবর্ণ সেনের সামনে বসে আছে হিমু। স্যারকে ওর ঠিক সুবিধার মনে হচ্ছে না। স্যারের সামনে এক গ্লাস পানি আছে।🥛 খেয়ে নিলে কেমন হয়🤔? স্যার চমকে যাবেন। কিন্তু এক্ষুণি এমন কিছু করা বোধ হয় ঠিক হবে না। একটু নড়ে চড়ে বসে স্যারের দৃষ্টি অাকর্ষণের চেষ্টা করলো হিমু। স্যার পেপার থেকে চোখ তুলে তাকালেন।
স্যার : কি নাম🤔?
হিমু : স্যার হি।😊
স্যার : হি মানে?🤨
হিমু : স্যার বাবা নাম রেখেছিল হিমালয়। সংক্ষেপে সবাই এখন ডাকে হিমু। ক’দিন পর হয়ত হি হয়ে যাবে। তাই আমি আগেই বললাম।😁
স্যার : আপনি কি ফাজলামি করছেন😡? মেডিকেলে লেকচারার কেন হতে চান?
হিমু : স্যার মহামানব হতে গেলে জীবনের কিছুটা সময় মেডিকেল কলেজে স্টুডেন্ট দের সাথে কাটানো উচিত বলে আমার বাবা মনে করেন।😊
স্যার : ও আচ্ছা। আজকে আমাদের মেডিকেলের ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের scapula আইটেম। কেমন জানেন আপনি এ ব্যাপার এ দেখা যাক। বলুন scapula র anatomical position.😎
হিমু : স্যার জগতে সব ই মায়া।😁
♦️Glenoid cavity faces laterally, forwars and slightly upward
♦️Coracoid process is directed forward
♦️Spinous process is directed posteriorly

স্যার : আপনি কোন মেডিকেল থেকে পাশ করেছেন?
হিমু : মেডিকেল মূখ্য নয় স্যার, সব ই মায়া। মায়া কাটাতে হয়।😊
স্যার : ওকে😒। বলুন scapula র parts কি কি?
হিমু : Scapula তে ৪ টা অংশ থাকে।
⭕A body
⭕Three processes :
📌Spinous process
📌Acromion process
📌Coracoid process
স্যার : চা খাবেন?☕
হিমু : না স্যার, আমি এক বিশেষ দোকান ছাড়া চা খাই না স্যার। বৃষ্টির পানি না মিশালে আমার ভাল লাগে না।🌧️
স্যার : বেশ, scapula তে body তে কি কি অংশ আছে বলুন?
হিমু : সব ই ২ আর ৩ এর খেলা স্যার।😊
🔶Two surfaces
🔶Three borders
🔶Three angles
Surface গুলো হলো :
📍Dorsal surface
📍Costal surface
Border গুলো হলো :
🔷Superior
🔷Lateral
🔷Medial
আর angle গুলো হলো :
♦️Inferior
♦️Superior
♦️Lateral

Figure:Different view of Scapula


স্যার : কোন angle কে head of the scapula বলা হয় জানেন?
হিমু : Lateral angle আর কি… এ আর এমন কি কঠিন প্রশ্ন😊!
স্যার : কেন জানেন?
হিমু : কারণ lateral angle টা thickened বেশি😎।
স্যার : একটু শরবত তো খেতেই পারেন?🥤
হিমু : স্যার আমি যে লেবুর শরবত খাই, তা আপনি এখানে পাবেন না😊। তার চেয়ে আপনি প্রশ্ন করুন।
স্যার : বেশ। আপনি scapula র costal surface টা describe করুন।
হিমু :
✒️Costal surface টা ভেতর দিকে বাঁকানো, মানে concave
✒️এতে তিনটে longitudinal ridge থাকে
স্যার : এই ridge কেন থাকে?
হিমু : স্যার, muscle attachment এর জন্য।😊
স্যার : ঠিকাছে, আপনি continue করুন।
হিমু : Subscapularis muscle attached থাকে costal surface এ।
শুধু neck এর কাছে কিছু জায়গায় attached থাকে না।
স্যার : কেন থাকে না?
হিমু : কারণ ওখানে Subscapular bursa থাকে।
স্যার : জ্বি ঠিক বলেছেন।😊
হিমু : আর serratus anterior muscle এর insertion হয় medial border আর inferior angle এ।
স্যার : আপনি যদি কিছুই না নেন, তাহলে আমাদের কলেজের অসম্মান। প্লিজ একটু কিছু মুখে দিন।🤗
হিমু : আমি এখন কিছু খেতে পারব না স্যার😐। আমাকে অনুরোধ করবেন না।
স্যার : আচ্ছা বেশ। তাহলে এবার আমাকে একটু dorsal surface এর ব্যাপারে বলুন।😊
হিমু : স্যার, dorsal surface টা পেছন দিকে বাঁকানো, মানে convex.
আর, একটা shelf like projection আছে, সেটা spinous process নামে পরিচিত।
এই spinous process টি dorsal surface কে দুটো ভাগে ভাগ করে।
📌Supraspinous fossa
📌Infraspinous fossa

Figure:Muscle attachment on Scapula


স্যার : Spinoglenoid notch এর ব্যাপারে কিছু জানেন?
হিমু : এই notch টা থাকে lateral border of the spinous process আর dorsal surface of the neck of the scapula এর মাঝখানে।
স্যার : এই notch দিয়ে কি pass করে?
হিমু : Suprascapular nerve & vessels.
স্যার : আচ্ছা আপনি বলুন।
হিমু :
⭕Supraspinous fossa র medial two thirds থেকে arise করে supraspinatus muscle.
⭕Infraspinous fossa র medial two thirds থেকে arise করে infraspinatus muscle.
স্যার : শুধু এ দুটোই?
হিমু : না স্যার।
Dorsal surface এর lateral border এর upper 2/3rd থেকে arise করে teres minor muscle.
স্যার : কোনো interruption ছাড়াই?
হিমু : No sir. Circumflex scapular artery এই teres minor muscle এর origin এর মাঝে interrupt করে।
স্যার : জ্বি, আপনি ঠিক বলেছেন, বলুন।
হিমু : ধন্যবাদ স্যার। Lateral border এর lower one third থেকে arise করে teres major muscle. এটা inferior angle এও থাকে।
স্যার : এতটুকুই?
হিমু : আর ছোট্ট একটু অংশ।😊
Latissimus dorsi muscle ও scapula থেকেই arise করে। Inferior angle থেকে ছোট্ট একটা slip হিসেবে arise করে latissimus dorsi muscle.

(চলবে)

Reference :
Vishram Singh,Textbook of ANATOMY,
3rd Edition(Volume- I)

Platform Academic Wing/ Habiba Sultana Pranty
MH Samorita Medical College & Hospital
Session : 2018-19

Leave a Reply