Blog

মান্না দা’র কন্ঠে Primary Angle Closure Glaucoma

হয়তো তোমারই জন্য,
হয়েছি আমি যে অন্ধ
জানি তুমি অসভ্য,
চোখে দেখিতে না পাই।

Severe pain in eye
Lacrimation ও ভাই,
5th nerve জুড়ে হই
চোখ লাল হয়ে যায়।

Acuity হল diminish
Eyelid oedematous,
Eyeball এ tender
Chemosis হয়ে যায়।

Cornea টা Hazy
Anterior chamber shallow
Pupil mid dilated
Iris pattern loss হয়
IOP টা বাড়ে,
Optic nerve এ cupping থাকেনা।
যদি gonio কর
Narrow angle পেয়ে যাবে।

এটা যে PACG
সহজে নাই তো মুক্তি,
এটা যে PACG
সহজে নাই তো মুক্তি।
যদি নাও চিকিৎসা
ভাল হতেও পার।
হয়তো তোমারি জন্য
হয়েছি আমি আজ অন্ধ,
জানি তুমি অসভ্য
চোখে দেখিতে না পাই।

আহা…

Treatment কি দিবে
Acetazolamide,
সাথে pilocarpine
দিয়ে দাও দুফোঁটা।

Beta blocker রাখিও
NSAID টাও দিও
রোগীকে শোয়ায় রাখিও
২-৪ ঘন্টা।

১ ঘন্টা পরে pilo
দুচোখে আবার দিও,
pupil constrict করা পর্যন্ত
২ ঘন্টায় বারবার দিও।

২ দিন পার হলে
Goniscopy করো,
যদি ৫০ এর কম হয়,
Peripheral iridectomy করো।
যদি ৫০ এর বেশি হয়
Trabeculectomy ই উপায়

হয়তো তোমারই জন্য,
হয়েছি আমি যে অন্ধ,
জানি তুমি অসভ্য,
চোখে দেখিতে না পাই।

Complications দেখলে
অন্ধত্ব, cataract পাবে,
হেলাফেলা তুমি করোনা
চিকিৎসা দ্রুত নাও ভাই।

হয়তো তোমারই জন্য,
হয়েছি আমি যে অন্ধ,
জানি তুমি অসভ্য,
চোখে দেখিতে না পাই।

ধ্রুব ধর/ প্ল্যাটফর্ম একাডেমিক উইং
চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজ
সেশন:২০১৩-২০১৪

Leave a Reply