Blog

হীরক রাজা এবং গবেষকের ABO Blood group আলোচনা

হীরক রাজা: কি গবেষক? সারাদিন বসে থাকো,
তোমারে কোনো কাজেই তো লাগে নাকো।

গবেষক: মাফ করবেন মহারাজ,
করিতেছি অতি গোপন কাজ ,
বলা তাই বারণ আজ।

হীরক রাজা: নেবো তোমার গর্দান,
এক্ষুনি সব বলো যদি বাঁচাতে চাও নিজের প্রাণ।

গবেষক: মহারাজ, হবেন না এত উতলা।
কথায় বলে,
সবুরে নাকি মেওয়া ফলে।

হীরক রাজা: সেকি? গবেষণা ছেড়ে চাষাবাদে লাগলে নাকি।

গবেষক: আমি যদি ধরি হাল,
আপনি আমায় দেবেন গাল।

হীরক রাজা: মুখে কথা ফুটছে খই এর মতো,
মন চাইছে মারতে তোমায় এক গুতো।

গবেষক: মহারাজ, করেছি এমন কর্ম,
পরে বুঝবেন কি এর মর্ম।

যদি জানা থাকে আপনার blood group,
বলতে পারবো আপনার বাবা মায়ের blood group, দিতে পারবো এর full proof.

হীরক রাজা: তাই নাকি? এটা সম্ভব করলে কিভাবে?
এমন ভালো আবিষ্কার নেই তো তোমার স্বভাবে।
ঠিক কিনা?

সভাসদ: ঠিক ঠিক।

গবেষক: মহারাজ,
আপনার ব্লাড গ্ৰুপ বলুন,
এখনি প্রমাণ দিচ্ছি দেখুন।

হীরক রাজা: বলো তবে হে গবেষক,
যদি আমার ব্লাড গ্ৰুপ O হয়,
কোনটি আমার বাবা মায়ের হবার নয়।

গবেষক: AB হবে না নরেশ।
বাকি সবেই মিলবে বেশ(O,A,B)।

হীরক রাজা: পেরেই গেলে দেখি,
ফাঁকি আমায় দিচ্ছ নাকি,
পরীক্ষা তোমার আরো বাকি।

গবেষক: বলুন তবে মহারাজ,
আর কি জানতে চান আজ।

হীরক রাজা: উজির,
বলো তোমার blood group তাড়াতাড়ি,
ফাঁস হোক গবেষকের জারিজুরি।

উজির: আজ্ঞে, AB মহারাজ।

হীরক রাজা: এইবারে বলতে পারবে তো?
দেখি তোমার সাধ্য কতো।

গবেষক: এত সহজ জলের মতো,
বলছি আমি আপনি মিলিয়ে দেখুনতো।

AB রক্ত যদি উজিরের হয়
OAB যে তবে হইবার নয় O,A,B এর মধ্যে যদি সমাবেশ হয় না এর উত্তর তবেই যে পাওয়া যায় তবে মহারাজ, AB কিন্তু সর্বভূক হয়।

হীরক রাজা: কথা কেন বলো কঠিন করে?
এত কঠিন জিনিস কি আমার মগজে ধরে?

গবেষক: মহারাজ এটা যে সমাবেশ,
দুইবার লিখলেই মিলবে বেশ।
(বিন্যাস ও সমাবেশে- সমাবেশের ক্ষেত্রে যে কোনো আইটেম দ্বিতীয়বার ব্যবহার করা যায়)

হীরক রাজা: হেঁয়ালি বাদ দেও,
কাগজখানা এখনি দেখাও।

গবেষক: দেখুন তবে,
আমার সব কথা জল হয়ে যাবে।
OO=O OA=O,A
OB=O,B AA=O,A
B*B=O,B

হীরক রাজা: মাঝে বললে যে সর্বভূক,
এটা আবার কোন উল্লুক।

গবেষক: খাটান তবে মগজটা,
AB তে বাদ যায়না কোনটা। (AB=A,B,AB,O)

হীরক রাজা: না এর কথা তো বললে বেশ,
হ্যাঁ কি জানো না এখানেই শেষ।

গবেষক: মহারাজ, এটা তো আরো সহজ কাজ।
AB এর সাথে A,B,AB যদি দেন,
তবেই ফল পাবেন।
সাথে সর্বভূক যে, তারেও টানবেন।
(AB=A,B,AB,O ABA=A,B,AB
ABB=A,B,AB ABAB=A,B,AB)

হীরক রাজা: দুটো যখন হয়েই গেল,
বাকিগুলো বলে ফেল।

গবেষক:
O আর B এর সমাবেশে, পাবেন না A কে দেশে
OA আর AA এই বিন্যাসে A ফিরে আসবে শেষে, AB এর সাথে যেই আসে , থাকে সে বিজয়ীর বেশে।
(OO=O OB=O,B
BB=O,B OA=O,A
A*A=O,A)

হীরক রাজা: শেষ লাইনে এত কেন ধাঁধাঁ,
সহজে বলতে আছে কি কোনো বাঁধা?

গবেষক: বলছি তবে শুনুনতো
AB এর সাথে যেই বসিবে,
A,B,AB ফল অবশ্যই আসিবে।
(ABO=A,B ABA=A,B,AB
ABB=A,B,AB ABAB=A,B,AB)

রাজা: গবেষক, করলে তো এবারেই ভুল,
AB*O=A,B হয় তবে মারছো কেন গুল।
ঠিক কিনা?

সভাসদ: ঠিক, ঠিক।

গবেষক: সঠিক একদম বলেছেনতো
ওটিই যে একমাত্র ত্রুটি, পুরোটা এবার বুঝলেনতো?

আর B এর বেলায় না হবে পরিশ্রম,
খালি পরিবর্তন প্রয়োজন।

হীরক রাজা: যেমন?

গবেষক: খালি উল্টো করুন,
ফল কেমন আসে দেখুন।

O আর A এর সমাবেশে, পাবেন না B কে দেশে
OB আর BB এই বিন্যাসে B ফিরে আসবে শেষে, AB এর সাথে যেই আসে , থাকে সে বিজয়ীর বেশে।

হীরক রাজা: গবেষক,
সবাই যে শেষে negative-positive বলে,
এমন তো শুনিনি আগে কোনো কালে।

গবেষক: মহারাজ, এটাকে Rh-blood group বলে।

হীরক রাজা:
Rh-blood group- ব্যাখ্যা করো এটাকে,
সবই তো বলা হলো, এ ব্যাটা কেন বাকি থাকে।

গবেষক:
যদি দুজনেই negative হয়, সন্তানও negative তবে
positive দুজনে বা উভয়ের মিলনে,
negative-positive দুটোই পাওয়া যাবে।
(উভয়ের মিলনে=পজেটিভ*নেগেটিভ)

হীরক রাজা: আবিষ্কার তো করেছ খাসা,
বলো এইবার কি পাইবার তোমার আশা।

গবেষক: জিনিসতো একটাই চাই,
আপনার খনির একটা হীরে যদি পাই।

হীরক রাজা: নিয়ে নেও তবে, মনবাঞ্ছা যবে।

গবেষক: বলো হীরক রাজার জয়
বলো এমন রাজা কজন রাজা হয়।

Reference:
The Essentials of Forensic Medicine and Toxicology (34th edition)- Dr. K.S. Narayan Reddy

Name: Dhruba Jyoti Mondal
College: Abdul Malek Ukil Medical College, Noakhali.
Session: 2017-18

Leave a Reply