সাদিয়া আর সামিয়া দুই বোন। সাদিয়া পঞ্চম বর্ষে আর সামিয়া চতুর্থ বর্ষে পড়াশুনা করে।
কোভিড প্যান্ডেমিকে দুইজনেই এখন ঘরবন্দী।
সাদিয়া সারাক্ষণ মুভি দেখা আর ঘুমানোতেই ব্যস্ত। অন্যদিকে সামিয়া গল্প, উপন্যাস, কবিতার বই পড়ার পাশাপাশি টেক্সট বই পড়ে যাচ্ছে। এসবের জন্যে প্রায়ই সাদিয়াকে বাবা-মার ধমক খেতে হয়। তাই সাদিয়া একদিন ভাবলো এত কি পড়ে একটু পরখ করেই দেখা যাক।
সাদিয়া: এত কি পড়তে হয়? তোর জন্যে সারাক্ষণ ধমক খাওয়ার উপর থাকি!
সামিয়া: এইতো, bacteriology পড়তেছিলাম,
Proteus নিয়ে।
সাদিয়া: পড়তে হবে না। যা টিভি দেখ্ গিয়ে।😬
সামিয়া: না, আমি আরেকটু পড়ব।
সাদিয়া: আচ্ছা,দেখি তো এতক্ষন কি পড়লি?
সামিয়া: এই নাও বই। প্রশ্ন করো।
সাদিয়া: Proteus কি ধরনের bacteria?
সামিয়া: Gram negative rods.
সাদিয়া: দুইটা enzyme produce করে, নাম গুলো বল্
সামিয়া: ♦1) Phenylalanine deaminase
2) Urease.
সাদিয়া: Urease এর function বল্
সামিয়া: Urease, urea কে ভেঙে NH3 আর CO2 তৈরি করে।
সাদিয়া: Medically important কয়েকটা species এর নাম বল্ এবার।
সামিয়া:
♦a)Proteus vulgaris
b) Proteus mirabilis
সাদিয়া: Proteus দিয়ে কি কি disease হতে পারে?
সামিয়া:
♦Urinary tract infection
♦Pneumonia
♦Wound infection
♦Septicemia.
সাদিয়া: ভালই পড়েছিস। Pathogenesis পড়েছিস না আমি বলে দিব?
সামিয়া: পড়েছি আপু। তারপরেও তুমি বলে দাও।
সাদিয়া:
তিনটা পয়েন্ট মনে রাখবি।
⭕1)Presence in the colon and colonization of the urethra.
2) Vigorous motility of proteus.
3) Urease enzyme production.
Urease enzyme এর ব্যাপারে তুই জানিস। কি করে? Urea কে ভেঙে ammonia তৈরি করে।
Ammonia, urinary pH বৃদ্ধি করে urine কে alkaline করে। যার পরে magnesium ammonium phosphate এর stones তৈরি হয়। যাদের struvite stone বলা হয়।
এই তৈরি হওয়া stone গুলো তিনটা কাজ করে।
a) Urine flow কে বাঁধা দেয়।
b)Urinary epithelium কে damage করে।
c) Recurrent infection এর nidus হিসেবে কাজ করে।
আর alkaline urine, bacteria এর growth এ সহয়তা করে।
তাহলে বুঝতেই পারছিস কিভাবে urinary tract infection হয়ে থাকে।
সামিয়া: আপু, তোমাকে সবাই পড়া নিয়ে এত ধমক দিলেও কি হবে, তুমি আসলেই খুব brilliant!🤭
সাদিয়া: হইছে রাখো! এত বলতে হবে না! Laboratory diaganosis টা বলে আমাকে উদ্ধার কর্
সামিয়া:
♣Blood agar media → “swarming” overgrowth দেখা যায়।
♣MacConkey’s or EMB agar media→ colorless colonies দেখা যায়।
সাদিয়া: Swarming overgrowth inhibit করা যায় কিসের মাধ্যমে?
সামিয়া: Phenylethyl alcohol.
সাদিয়া: ভালই পড়ছিস। আজ সারাদিন আর পড়া নাই তোর। একটু শান্তিতে থাকতে দে। তোর জন্যে প্রতিদিন ধমক খেতে তো আর ভাল লাগে না।
সামিয়া: আচ্ছা চলো তাহলে আজকে তুমি যা বলবা তাই করব।
এভাবেই কোয়ারেন্টাইনের আরো একটি দিন কাটিয়ে দিল সাদিয়া- সামিয়া।
Reference : Lange Review Of Medical Microbiology and Immunology, 15th edition, page :157-158
Platform Academic / Anisur Rahman Riad
Shaheed Syed Nazrul Islam Medical College
Session : 2016-17.