বিসমিল্লাহির রহমানির রাহিম।
ব্যথার Drugs NSAIDs-এর সাথে কেন Gastric-এর PPI ঔষধ দেওয়া হয়?
⚫ Here NSAIDs are –
Ibuprofen,
Naproxen,
Aspirin
PPI = Proton Pump Inhibitor – Esomeprazole
প্রথমেই আসি NSAID ( Non-Steroidal Anti-Inflammatory Drugs) নিয়ে।
কিভাবে কাজ করে?
সবাই জানি, তবুও বলি।
- NSAID inhibits the Cyclooxygenase (COX) enzyme.
- No synthesis of Prostaglandin (PG).
- No Inflammation.
- No pain.
কিন্তু কথা হলো এর সাথে আবার Gastric-এর সম্পর্ক কি?
আরে, আছে আছে।
এবার আসি,,
Stomach er parietal cell এ-
It has 4 Receptor:
- G receptors (for gastrin from G cell)
- H2 (for Histamine from ECL Cell)
- M3 (for ACh from Vagus Nerve)
- PGE2 Receptors (for PGE2)-এটা নিয়াই যত ঝামেলা।
কারণ,
GUYTON,
GANONG,
KATZUNG,
ROBIN’S,
DAVIDSON-
কোথাও নাই-
আছে Lippincott’s-এ।
First 3 receptors increase HCl secretion by-উপরের figure-এ আছে mechanism।
But,
PGE2 Decease HCl secretion by
Activating Gi ( Inhibitory G Protein),
Which decrease cAMP.
then,
Inhibit Proton Pump.
সবাই বুঝছি।
এখন আসল কথা হল।
যদি আমি NSAID দেই তাহলে PGE2 Synthesis হবে না। HCl secretion ও inhibit হবে না।
So, proton pump causes more HCl secretion.
এজন্যই, PPI (Esomeprazole) দেওয়া হয়।
Which inhibits proton pump & decreases HCl secretion.
PGE2-এর আরও গুরুত্বপূর্ণ কাজ হল-
- Mucous secretion
- HCO3 secretion
3.Mucosal blood flow (by vasodilatation) - Cell restitution
এজন্য Peptic Ulcer desease (PUD) হয় না।
এখানে আরেকটা কথা আছে।
COX Enzyme কিন্তু আবার ২ ধরনের।
- COX-1:
(এটার Inhibitor Aspirin, Diclofenac) এর কিন্তু কিছু homeostatic Functions আছে। - COX-2:
COX-2 Inhibitor (Celecoxib) দিলে কিন্তু Peptic Ulcer Disease হওয়ার চান্স কম থাকে (কারণ COX-2 only inflammatory tissue-তে থাকে)। কিন্তু ভুলেও heart-এর রোগীকে দিয়েন না। তাইলে কিন্তু আপনার বারোটা বাজাবে। Because it has Thromboembolic action.
On the other hand Aspirin has anti-platelet function (in low dose 75-150) which is drug of choice in ischemic heart disease patient.
Investigation: Endoscopy
Treatment:
- Triple therapy:
- PPI
- Clarithromycin therapy
- Amoxicillin or Metronidazol
- If fail then:
Quadruple therapy
Above + Bismuth - If fail:
Levofloxacin instead of Amoxicillin
সাথে কিন্তু PGE (Misoprostol) দেওয়া যায়। কিন্তু ভুলেও Pregnancy-তে দিয়েন না। তাইলে কিন্তু মা বাচ্চা ফেরত চাইব (Abortion)।
শেষে Reference দিয়ে নেই,
নাহলে আমার খবর আছে। 😛
Reference :
Harrison’s Internal Medicine 17th (page 2096).
Lippincott’s Pharmacology 5th (page 366) (for figure).
Md. Al-Amin RN
Shaheed Suhrawardy Medical College, Dhaka
Session : 2014-15
Platform academic / Ariful Islam Neloy