সেই তুমি, কেন এত অচেনা হলে?
আমার DM, কেন তোমাকে দুঃখ দিলো?
কেমন করে এত Blackish হলে তুমি?
কীভাবে তা বেড়ে যাচ্ছে এখন ই
ও পায়ের ই সব কষ্ট কিভাবে সরিয়ে
চলো হেটে যাই
তুমি কেন বোঝনা?
এটা Gangrene ছাড়া কিছু নয়?
আমার সবটুকু glucose আছে তোমায় ঘিরে
আমার অপরাধ DM control এ রাখতে পারিনি
তুমি ক্ষমা করে দিও আমায়
সেই তুমি, atheroma থেকে হয়ে গেলে
সেই তোমার neuropathy হয়ে গেল
কেমন করে ulcer উপরে উঠে এল
এ যে spreading ulcer হয়ে গেল
ও motor গিয়ে reflex সব সরিয়ে
Callosity develop হল
তুমি কেন বোঝনা?
ঘা না শুকালে পা কাটতে হবে
Circulation কমে নাহয় sepsis হবে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
Debridement এ ও লাভ হচ্ছে না।
কত রাত আমি কেঁদেছি
পায়ের ফাঁকে কষ্ট নিয়ে
পেরেকে গুতা, খেয়ে গেছি আমি
কখন, কিভাবে তা তো জানিনা
এরপর দেখলাম, আঙ্গুল হঠাৎ কালো হল
কালো টা আস্তে আস্তে বাড়তে থাকল
ভেবেছি কবিরাজ
দিলে ঔষধ
ঠিক হয়ে যাবে
কিন্তু কাল দিন দিন বেড়েই চলল।
তুমি কেন বোঝনা
Diabetic Gangrene হয়ে গেছে
Non healing এ ampute ছাড়া গতি নেই।
আমার অপরাধ DM কন্ট্রোল করতে পারিনি।
তুমি ক্ষমা করে দিও আমায়।
প্ল্যাটফর্ম একাডেমিক / ধ্রুব ধর
চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল মেডিকেল কলেজ
সেশন:২০১৩-২০১৪