Blog

Free Radicals এর আদি অন্ত!

হোস্টেলের বারান্দায় মনমরা হয়ে বসে আছে মিম। বিকালের মিষ্টি রোদ খেলা করছে চারিদিকে অথচ অন্য চিন্তায় ডুবে আছে সে। মিমের মাথায় free radical শব্দটা ঘোরাফেরা করছে। হঠাৎ অদ্রি তারদিকে এগিয়ে এলো। অদ্রি আর মিম একাধারে বান্ধবী, রুমমেট, রিডিং পার্টনার, সবকিছুর সাথী।

অদ্রি: কিরে ডিম এমন মেন্দার মতো বসে আছিস কেন! চল চা নিয়ে আসি।

মিম: রাখ তোর চা! কালকের আইটেম এ কি করব সেটা ভেবেই আমার কান্না আসতেছে!😫😫
আমি free radical কিছুই বুঝিনা।😔

অদ্রি: seriously man! এজন্য মন খারাপ করার কি আছে? আমি তোমার reading partner কি জন্য আছি! চল তোকে এখনি পড়ায় দেই। পড়া শেষ করে তারপর না হয় চা আর নাস্তা আনতে যাব।

মিম: (রুমে গিয়ে টেবিল এ বসতে না বসতেই) আচ্ছা তাইলে first things first আমাকে বল এই free radical জিনিসটা কি?

অদ্রি: এরা হচ্ছে সেই আয়ন যাদের ফাইনাল অরবিটে একটা সিংগেল ইলেকট্রন থাকে। আর তুই তো জানিস এই সিংগেল ইলেকট্রন হচ্ছে highly reactive এবং পাশাপাশি তারা আশেপাশের molecules কেও attack করে এবং modify করতে পারে।

Definition এ বলতে গেলে,
Free radicals are the species that have a single unpaired electron in an outer orbit.
For example ROS.

মিম: 😐 এই ROS টা আবার কি?

অদ্রি: Reactive oxygen species! 🙄

মিম: ওওওওওও🤭🤭

অদ্রি: আরে বোতল তোর মনে নাই সেদিন সালওয়া ম্যাম একটা ক্লাসিফিকেশন পড়াচ্ছিলো যে।
ঐ যে, oxygen derived, carbon derived!

মিম: ওহ ঐটা! মনে পড়ছে! মনে পড়ছে!

a. Oxygen derived: Superoxide O2–,
Hydrogen peroxide H2O2,
Hydroxyl redical OH•.
b. Carbon derived: Carbon tetrachloride CCl4
c. Nitrogen derived: Nitrogen dioxide NO2•,
Nitrogen trioxide NO3•,
Peroxynitrite ONOO–


অদ্রি: Very good ডিম। এখন তাহলে এদের generation কিভাবে হয় সেটা বলি।

★Generation of free radical:

♦Reduction-oxidation reactions in normal metabolic process. মানে তোর ফেভারিট জারণ-বিজারণ আরকি।😂

♦Absorption of radiant energy. এখানে রেডিয়েন্ট এনার্জি হচ্ছে- UV ray, X-ray, as for example পানি মানে H2O কে hydrolyze করে
OH• তৈরি করবে।

♦From activated leukocyte during inflammation.

♦Enzymatic metabolism of exogenous chemicals & drugs. যেমন স্প্রে তে যে CCL4 থাকে সেটা থেকে CCL3• তৈরি করতে পারে।

♦Transition metals like iron & copper which donate or except electrons during intracellular reaction. অর্থাৎ Cu, Fe এমন মেটাল ইলেকট্রন দান বা গ্রহণ করে free radicals তৈরি করতে পারে।

♦Nitric oxide (NO2) generated by endothelial cell, macrophage, neurons etc can act as free redical or convert into highly reactive one.

মিম: আচ্ছা ম্যাম যদি জিজ্ঞেস করে কিভাবে remove করা যায়? তখন কি বলব! আমিতো পারিনা।😢😢

অদ্রি: আরে এটা তো আরও সহজ। ৩ ভাবে করা যায়।

★Removal of Free Radical:

a) Antioxident e.g. vitamin-A, C, E . এরা হয় free radicals গুলোকে block করে ফেলে অথবা inactivate করে দেয়।

b) Iron & cupper in their binding form যখন তারা তাদের binding form এর জন্য minimize হয়ে থাকে।

এখানে binding protein এর কিছু example বলে রাখি- transferrin, ferritin, lactoferrin, & ceruloplasmin. এগুলো মনে রাখিস ম্যাম কালকে জিজ্ঞেস করতে পারে।

c) Enzymes যেমন- Catalase, superoxide dismutases, glutathione peroxidase এরা free radical গুলোকে breakdown করে ফেলে, ফলে তারা আর কাজ করতে পারেনা।

মিম: ইন্টারেস্টিং!

অদ্রি: জি!😂😂 এখন তুমি আমাকে বলবা এগুলো বডিতে থাকলে কি হতো? কেন রিমুভ করা এত্তো ইম্পোরটেন্ট।

মিম: এইটা কিন্তু আমার মনে আছে!😁😁

★Pathological effect of free radicals:

  • Causes Lipid peroxidation in cell membrane member যেটার কারণে membrane damaged হয়ে যায়। যার ফলে cell এর osmotic balance loss হয়ে যেতে পারে এমনকি cellular content ও loss হয়ে যেতে পারে।
  • Oxidative modification of protein অর্থাৎ এরা amino acids এর side chain এর oxidation করে, যার ফলে protein misfolding হয়ে normal structure নষ্ট হয়ে যায়।
  • DNA damage & mutation যার ফলে cell এর malignant transformation হয়ে যেতে পারে।

অদ্রি: তুই না পারিস না? এটা কেমনে পারলি?
শোন তুই পারিস কিন্ত ভয় পাস। বুঝচ্ছিস?

মিম: হ্যা আমি জ্বলি কিন্ত টিউবলাইটের মতো। 😂
আজ অদ্রি বাবাজি সাহায্য করলো বলে আমার পড়াটি হয়ে গেল।😋

অদ্রি: শোনোহে বাছা পড়িলেই পাশ হবে।🤣
তারপর দুজনে একসাথে চা খাওয়ার জন্য বের হয়ে গেলো।

Reference: Vinay Kumar, Abul K.Abbas, Jon C. Aster; ROBBINS And COTRAN PATHOLOGIC BASIS Of DISEASE; 9th Edition (Page: 47-49)

Platform academia/ Omaima Akter Maria
Ad-din Women’s Medical College
Session: 2016-2017

Leave a Reply