Blog

Na+— K+ pump যখন সব নষ্টের গোড়া

রাজ: কেমন আছিস?

তান্নি: ভালো নেই। তুই কেমন আছিস?

রাজ: আমিও ভালো নেই৷

তান্নি: আর বলিস না! চারপাশে যা শুরু হয়েছে না! আর নিতে পারছিনা, জীবন অতিষ্ঠ হয়ে গেছে৷

রাজ: কেন? কী হয়েছে?

তান্নি: কী আর হবে! মানুষের চিন্তাভাবনা যে কত negative, ভালো কাজ করলেও তার মূল্য নেই৷ কেউ উপরে উঠতে চাইলে তাকে টেনে নিচে নামাতে ব্যস্ত সবাই৷ এইসব negative mentality- এর জন্যেই আজকাল কেউ গঠনমূলক কাজের প্রশংসা করেনা৷

রাজ: একদম৷ ঠিক বলেছিস! অবশ্য তাদের দোষ দিয়েই বা কি হবে, আমরা সবাই তো মাথার চুল থেকে পায়ের নখ অবধি পুরোটাই negative৷

তান্নি: মানে? ঠিক বুঝে উঠতে পারিনি৷

রাজ: না মানে বলছিলাম যে আমাদের দেহের সব কোষই তো negativity- তে ভরা৷

তান্নি: তোকে নিয়ে আর পারা গেলনা! সবখানে আঁতলামি দেখাতেই হবে, তাইনা?

রাজ: আরেহ, না না৷ ভুল বুঝিস না৷ আমি গতকাল বসে বসে ভাবছিলাম যে আমাদের cell- গুলোর ভিতরের পরিবেশ কিভাবে negative হলো? তোকে explain করবো?

তান্নি: আমি জানি আমি মানা করলেও তুই explain করবি৷ কাজেই তোর জ্ঞানের lecture শুরু কর৷

রাজ: আমাদের দেহের প্রতিটা cell- এর ভিতর কিছু fluid থাকে আমরা তাকে বলছি Intracellular fluid আর cell- এর বাইরের পরিবেশটাও Aquas, কাজেই সেখানেও fluid থাকে। Cell- এর বাইরে যেই fluid থাকছে তাকে বলা হয় Extracellular fluid। এখানে Extra বলতে বহিঃ বা বাইরের পরিবেশ এবং Intra বলতে অন্তঃ বা অভ্যন্তরীণ পরিবেশ বোঝাচ্ছে৷

তান্নি: জলদি বল৷ আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে!

রাজ: হ্যাঁ, বলছি বলছি৷ এই Extracellular fluid ও intracellular fluid কিন্তু আমাদের Body fluid এরই অংশ৷ আমাদের দেহের almost সব body fluid- ই electrically neutralised।

তান্নি: হুম! কিন্তু তুই যে বললি cell- এর ভিতরে সব negative৷ তা এল কিভাবে?

Fig : Sodium-potassium pump cycle.

রাজ: এইতো, এইবার লাইনে আসছো পিতলা ঘুঘু। Cell- এর ভিতরটা negative করার জন্য দায়ী হল Sodium- Potassium Pump (Na+– K+ pump)।

কারণ সব cell- এই pump টা থাকে আর সে continuous 3 টা Sodium ion (Na+) কে cell থেকে বাইরে Extracellular fluid এ নিক্ষেপ করে আর বিনিময়ে cell- এর ভিতর Intracellular fluid- এ দুইটা Potassium ion (K+) কে ঢুকায়৷

তান্নি: তাতে কি?

রাজ: তাতেই তো সব ঝামেলা মেলে তান্নি পার্টনার। 3টা Sodium বাইরে চলে যাচ্ছে আর বিনিময়ে বাইরে থেকে 2টা Potassium ভিতরে ঢুকছে, এতে কি cell- এর ভিতরে positive ও negative ion- এর যে ভারসাম্য ছিল তা নষ্ট হচ্ছেনা?

তান্নি: আরেহ আরেহ, তাইতো তাইতো। Positive ion কমে যাচ্ছে তো cell- এর ভিতরে৷

রাজ: আমি এতক্ষণ এটাই বোঝানোর চেষ্টা করছি। Cell- এর অভ্যন্তরীণ পরিবেশ তখন negative হয়ে যায়।

তান্নি: বুঝে গেছি রাজ পার্টনার৷ এখন চল ক্লাসে যাই৷

রাজ: আরেকটা কথা। এই Sodium- Potassium Pump- কে Electrogenic Pumpও বলা হয়৷ কেন জানিস?

তান্নি: এটাও তুই বলে দে, আমিতো কিচ্ছু পারিনা৷

রাজ: আচ্ছা৷ এত সেন্টি খাওয়ার কিছু নেই।

Sodium— Potassium Pump যখন 3টা Sodium ion কে ভেতর থেকে বাহিরে নিক্ষেপ করে আর একইসাথে 2টা Potassium ion কে বাহির থেকে ভিতরে প্রবেশ করায় তখন সে তার কাজের জন্য দেহে সঞ্চিত শক্তির একক ATP (Adenosine Triphosphate) কে ভেঙে ফেলে। এজন্য একে Na+— K+ ATPase Pump ও বলা হয়৷ শক্তি ব্যবহার করে এই pump প্রতি চক্রে গড়ে একটি করে positive ion কে cell থেকে বাইরে নিক্ষেপ করার মধ্য দিয়ে cell- এর electrical potential এ পরিবর্তন আনে৷ তাই একে Electrogenic pump ও বলা হয়ে থাকে৷

তান্নি: বাহ! তুই কত্ত সুন্দর করে বুঝাতে পারিস৷ চল এইবার ক্লাসে যাই৷

রাজ: এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই।

তান্নি: আমি ক্লাসে গেলাম, তুই থাক এখানে৷

রাজ: যেওনা সাথী, ও ও ও ও ও ও।

রত্নম অর্জুন
কক্সবাজার মেডিকেল কলেজ
সেশনঃ ২০১৩ – ১৪৷

প্ল্যাটফর্ম একাডেমিক/ ফারিহা হক ঐশী।

Leave a Reply