Blog

Blood grouping নিয়ে যত কথা!

Blood grouping: রক্তে বিদ্যমান Red blood cell এর plasma membrane এ বিভিন্ন antigen এর উপস্থিতির ভিত্তিতে রক্তের যেই classification করা হয় তাকেই blood grouping বলে।

Major blood grouping গুলো হলোঃ

  1. ABO blood grouping
  2. Rh blood grouping
  3. M & N blood grouping

এছাড়াও blood grouping এর আরো কিছু system রয়েছে। যেমনঃ

  1. Lutheran blood group system
  2. Duffy blood group system
  3. Kidd blood group system
  4. Lewis blood group system ইত্যাদি।

সাধারণত ABO blood grouping এবং Rh blood grouping নির্ধারণ করা হয়ে থাকে। Red blood cell এর plasma membrane তে A ও B antigen এর উপস্থিতির ভিত্তিতে ABO blood grouping এবং Rh antigen ( C, D, E, c, d, e) এর উপস্থিতির ভিত্তিতে Rh blood grouping করা হয়ে থাকে।

Blood group নির্বাচনের পদ্ধতিঃ

Blood grouping এর জন্য যা যা দরকারঃ

  1. Blood grouping এর 3টা anti
    (1) Anti-A
    (2) Anti-B
    (3) Anti-D
  2. জীবাণু মুক্ত একটি সূচ
  3. একটি কাঁচের slide
  4. তুলা
  5. জীবাণুনাশক
    প্রথমে যার blood group নির্বাচন করা হবে তার হাতের যে কোন একটি আঙুল ভালো করে জীবাণু মুক্ত করে নিতে হবে। তারপর সূচ দিয়ে আঙুলের আগায় হালকা খোঁচা দিয়ে কাঁচের slide এ ৩ ফোঁটা রক্ত নিতে হবে।

ছবিতে দেয়া নির্দেশনা অনুযায়ী দূরত্ব রেখে তারপর রক্তের প্রথম ফোঁটায় Anti-A
২য় ফোঁটায় Anti-B
৩য় ফোঁটায় Anti-D দিয়ে ভালো করে সূচ এর গোড়া দিয়ে মিশাতে হবে। খেয়াল রাখতে হবে রক্ত & anti মেশানোর সময় একটা যেনো অন্যটার সাথে না মিশে।

এখন blood grouping এর নিয়মঃ-

  1. যদি Anti -A ফাটে আর Anti-B না ফাটে তাহলে রক্তের group A।
  2. যদি Anti-A না ফাটে আর Anti-B ফাটে তাহলে রক্তের group B।
  3. যদি Anti-A, Anti-B দুইটাই ফাটে তাহলে রক্তের group AB।
    ৪/যদি Anti-A এবং Anti-B দুইটাই না ফাটে তাহলে রক্তের group O।
    আমরা এতোক্ষণ group নির্বাচন শিখলাম।

এখন positive আর negative নির্বাচন শিখবঃ

Anti-D যদি ফেটে যায় তাহলে positive (+)আর
Anti-D যদি না ফাটে তাহলে negative (-)।

Nasim Newaz
International Medical College
Session : 2016-17

প্ল্যাটফর্ম একাডেমিক / তাসনিম হক

Leave a Reply